সম্পূর্ণ পিসি বিল্ড করুন মাত্র ২২ হাজার ৭০০ টাকায়

Level 3
শিক্ষার্থী, শের এ বাংলা সরকারি মহাবিদ্যালয়, রানীনগর, নওগাঁ, রাজশাহী

আসসালামু আলাইকুম। আশাকরি আমার পাঠকরা সকলে সুস্থ এবং ভালো আছেন। আজকের টিউন এ আমরা মাত্র ২২, ৭০০ টাকায় একটি সম্পূর্ণ পি.সি বা কম্পিউটার বিল্ট সম্পর্কে জানব। এছাড়াও জানবো আজকের এই পিসি বা কম্পিউটার এর তৈরি করতে কি কি উপকরণ লাগবে এবং কোন উপকরণ এর দাম কত।

আপনারা শুনেই অবাক হতে পারেন যে মাত্র ২২, ৭০০ টাকায় একটি সম্পূর্ণ পিসি বিল্ট কীভাবে সম্ভব। আসলেই সম্ভব। মূলত আজকে আমরা যে পি.সি বিল্ড এর সম্পর্কে জানতে চাচ্ছি তা মূলত একটি গেমিং পি.সি। এই পি.সি এর মাধ্যমে আপনারা খুব সহজেই পাবজি, ফ্রি-ফায়ার থেকে জিটিএ-৫ এর মত বড় বড় গেমসগুলো খেলতে পারবেন। এছাড়াও আপনি এই পিসির মাধ্যমে খুব সহজে ছবি এবং ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন।

এখন আমরা জেনে নেব যে, এই পি.সি বিল্ড করতে হলে আমাদেরকে কি কি উপকরণ যোগ করতে হবে এবং এই উপকরণগুলোর দাম কত। তাহলে চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১. প্রসেসর :

আপনারা অবশ্যই জানেন যে কোন ডিভাইসের সব থেকে প্রয়োজনীয় অংশ হচ্ছে এটির প্রসেসর। এজন্য, যেকোনো পি.সি বিল্ড সম্পর্কে জানতে হলেও আমাদেরকে প্রথমেই প্রসেসর সম্পর্কে জেনে নিতে হবে। আজকে আমরা মাত্র ২২, ৭০০ টাকায় যে পি.সি বিল্ড করতেছি তাতে আমরা যে প্রসেসরটি ব্যবহার করব তা হচ্ছে Core I5 6th Gen. এবং এই প্রসেসরটির দাম পড়বে মাত্র ৪০০০ টাকা।

২. মাদারবোর্ড :

আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে থাকা সকল আধুনিক ডিভাইসগুলোতে মাদারবোর্ড রয়েছে। একটি পিসির জন্য প্রসেসরের পরে সব থেকে জরুরি জিনিস হচ্ছে মাদারবোর্ড। একটি পিসির সকল যন্ত্রাংশ এই মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। আজকের এই পিসি বিল্ড এ আমরা যে মাদারবোর্ডটি ব্যবহার করেছি তা হচ্ছে OCTECT OCT-B250. এবং এই মাদারবোর্ডটির দাম মাত্র ৫, ৭৫০ টাকা।

৩. র‍্যাম:

একটি পিসির সকল অত্যাবশ্যকীয় উপাদানগুলোর মধ্যে র‍্যাম অন্যতম একটি উপাদান। এটি কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে। র‍্যাম কম্পিউটারের গতি এবং কর্মক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু আজকের বিল্টে আমরা একটি গেমিং পিসি তৈরি করতেছি এবং এটির মাধ্যমে আমরা বড় বড় ভিডিও এবং ছবি এডিটিং এর কাজও করবো এজন্য আমাদের অবশ্যই একটি হাই কোয়ালিটির র‍্যাম প্রয়োজন। তো, আজকের বিল্টে আমরা যে করতেছি তা হলো Adata 8 GB Ram. এবং এই র এর দাম পড়েছে মাত্র ১৮০০ টাকা।

৪. SSD:

এটিও একটি কম্পিউটারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি ডেটা স্টোরেজের জন্য সাধারণ কম্পিউটারে ব্যবহৃত একটি ইলেকট্রনিক ডিভাইস। HDD (Hard Disk Drive) এর তুলনায় SSD অনেক দ্রুত কাজ করে। কারণ এটি ফ্ল্যাশ মেমরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে। আজকের এই বিল্টে আমরা যে এসএসডি ব্যবহার করেছি তা হল Apollo DX 256GB. এবং এই এসএসডি এর দাম পড়েছে মাত্র ২২০০ টাকা।

৫. পাওয়ার সাপ্লাই :

পাওয়ার সাপ্লাই (Power Supply Unit - PSU) কম্পিউটারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ইলেকট্রনিক ডিভাইস যা বিদ্যুৎ (AC) রূপান্তর করে ডিসি বিদ্যুতে। যা কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চালানোর জন্য প্রয়োজন। আজকের এই বিল্টে আমরা যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি তা হল Value-Top 200W. এবং এই পাওয়ার সাপ্লাইটির মূল্য মাত্র ১২৫০ টাকা।

৬. কেসিং :

কম্পিউটারের এই সকল উপাদান গুলো সুন্দর করে সাজানোর জন্য প্রয়োজন একটি সুন্দর কেসিং। আজকের এই কম্পিউটার তৈরিতে আমরা যে করেছি তা হচ্ছে Mystery Box X5 এবং এই কেসিং এর মূল্য মাত্র ৩২৫০ টাকা।

আজকের টিউনে আমরা যে কম্পিউটার তৈরির উপকরণগুলো এবং এগুলোর দাম সম্পর্কে জেনেছি তা বর্তমান বাজার অনুসারে দেওয়া আছে। এক্ষেত্রে এই উপকরণগুলোর দাম বাজারে কিনতে গেলে কিছু কম বা কিছু বেশি হতে পারে। আজকের টিউনের এই পিসিটি অত্যন্ত অল্প দামে খুবই মারাত্মক একটি পিসি হতে পারে। আশাকরি আমার আজকের টিউনে দেওয়া উপকরণগুলো আপনারা যদি একটি তৈরি করেন তাহলে অবশ্যই সেটি অত্যন্ত হাই কোয়ালিটির একটি কম্পিউটার হতে পারে।

Level 3

আমি মো মিনহাজ। শিক্ষার্থী, শের এ বাংলা সরকারি মহাবিদ্যালয়, রানীনগর, নওগাঁ, রাজশাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

"Welcome to TechTunes! I'm Md Minhaj, your guide to the dynamic world of technology. As an avid tech enthusiast, I'm dedicated to uncovering the latest trends, innovations, and insights in the tech realm. Through my words on TechTuness, I aim to decode intricate tech jargon, provide thoughtful analysis, and offer...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস