আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকের এই টিউনটি আলোচনা করব গেমিং পিসি বিল্ড নিয়ে। আজকে কথা বলব বাজারের সেরা গেমিং মনিটর গুলো নিয়ে।
সাধারণ পিসি বিল্ড বা গেমিং পিসি যেকোনো ক্ষেত্রে মনিটর গুরুত্বপূর্ণ একটি হার্ডওয়্যার এটি বলার অপেক্ষা রাখে না। বাকি সব গুলো হার্ডওয়্যার বাছাই করার পর সর্বশেষ আপনার চাহিদা অনুযায়ী একটি মনিটর নির্বাচন করতে হবে। তাছাড়া যেহেতু মনিটরটি সবচেয়ে বেশি দৃশ্যমান থাকে সুতরাং আপনার পিসিটি কেমন মানের তা অনেকাংশে নির্ভর করে মনিটরের উপর।
তবে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে সাধারণ পিসি আর গেমিং পিসির মনিটর বাছাই প্রক্রিয়া কিন্তু এক নয়। আপনার গেমিং মনিটর হবে এটা GPU এর উপর অনেকাংশেই নির্ভর করে। তার মানে হচ্ছে আপনাকে এমন মনিটর নির্বাচন করতে হবে যা আপনার GPU এর সর্বোচ্চ কার্যক্ষমতাকে কাজে লাগাতে পারবে।
ইতিমধ্যে বাজারে চলে এসেছে Nvidia RTX 30 গ্রাফিক্স কার্ড, একই সাথে এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে বাজারে আসতে যাচ্ছে AMD এর কার্ড গুলো। সুতরাং পরবর্তী জেনারেশন কার্ড গুলোর সাথে সেরা গেমিং অভিজ্ঞতা পেতে সেরা মনিটর গুলো বাছাই করার এখনি সময়। সুতরাং আজকের সেগমেন্টটা প্রিমিয়াম সেগমেন্ট, বেশির ভাল মনিটর গুলো হবে হাই রেজুলেশন এবং হাই রিফ্রেশ রেটের।
আপনি যদি আপনার GPU আপগ্রেড করতে চান এবং সেই GPU এর সেরা অভিজ্ঞতা পেতে চান তাহলে নিচের মনিটর গুলো হতে পারে আপনার সেরা পছন্দ।
জেনে নিন: 'এই মুহূর্তে বাজারের' সেরা চেইন টিউনের লিস্টের প্রতিটি প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল মার্কেটের উপর বেসিস করে করা। যেহেতু টেকটিউনস একটি গ্লোবাল Tech Social Network. বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ২৩০টি দেশে ও টেরেটরিতে টেকটিউনস কমিউনিটি বিদ্যমান। তাই আপনার পছন্দের প্রোডাক্টির Availability চেক করতে আপনার নিজ দেশের লোকাল শপ ও লোকাল শপের ওয়েবসাইট চেক করুন।
আপনি যদি এই জেনারেশনের কোন GPU ইউজ করে তাহলে এখনি সময় হাই রিফ্রেশ রেটের 1440p মনিটর ব্যবহার করার। তাছাড়া হাই এন্ড মার্কেটে আপনার জন্য রয়েছে অসংখ্য অপশন।
1440p মনিটর গুলোর ক্ষেত্রে আপনার দুই ধরনের বিবেচনা থাকতে পারে যেমন, আপনি যদি ডিসেন্ট কোন কিছু চান তাহলে আপনার উপযুক্ত হচ্ছে 144Hz মনিটর আর যদি হাই পারফরমেন্স সহ RTX 3080 এর সর্বোচ্চ অভিজ্ঞতা চান তাহলে নিতে পারেন 240Hz। RTX 3080 এবং RTX 3090 এর মত GPU গুলো সাধারণত 1440p রেজুলেশনে, ফ্রেমকে 144 FPS এর উপরে পুশ করতে থাকে। এই ক্যাটাগরির কিছু গেমের নাম যদি বলি তাহলে বলতে হবে, Death Stranding, F1 2020, Doom Eternal, Rainbow Six Siege।
বলতে গেলে 144Hz এবং 240Hz পার্থক্য খুব বেশি নেই তবে কয়েক সপ্তাহ ব্যবহারের নিজেই সেটা ধরতে পারবেন। 240Hz মনিটর গুলো শুধু ভাল রিফ্রেশ রেট দেবে এমনটিই কিন্তু নয় একই সাথে রেসপন্স টাইমও অনেক কমে যাবে, ভিডিও ব্লারও অনেক কম পরিলক্ষিত হবে। দারুণ একটি বিষয় হল এই 240Hz মনিটর গুলো শুধু এক জেনারেশনের GPU এর জন্য নয়, পরবর্তী কয়েক জেনারেশনের যোগ্য করা বানানো হয়েছে মনিটর গুলোকে।
যাই হোক, বাজারে এই মুহূর্তে অসংখ্য 240Hz মনিটর রয়েছে তবে আমি সেরা বলব, Samsung Odyssey G7 মনিটরটিকে। একই সাথে এই মনিটরটির ২৭ ইঞ্চি এবং ৩২ ইঞ্চি মডেল রয়েছে। মূল্য নিরর্থক করা হয়েছে মডেল অনুযায়ী ৭০০ (প্রায় ৫৯৩৪৫ টাকা) এবং ৮০০ ডলার (প্রায় ৬৭৮২৩ টাকা)। অন্য যেকোনো 144Hz মনিটর থেকে G7 আপনার জন্য ভাল একটি অপশন হতে পারে।
মনিটরটির রেসপন্স টাইম খুব দ্রুত এটি আমাদের দিয়েছিল 3ms grey to grey অভিজ্ঞতা যা 144Hz মনিটর গুলো থেকে ছিল প্রায় ২৫% দ্রুত। একই সাথে পাওয়া যাবে সেরা রেসপন্স রেট কম্বিনেশন, যা আপনাকে দেবে Stunning গেমিং অভিজ্ঞতা। VA প্যানেলের এই মনিটরে পাবেন, Samsung টিউনিং এর সাথে দুর্দান্ত Contrast Ratio যাতে Dark level Smearing এর কোন চান্স নেই। মনিটরটিতে আরও পাবেন, Wide Color Gamut এবং Semi-HDR।
এই মনিটরটির একটি অসুবিধা হিসেবে মনে হয়েছে এর 1000R Curvature, মানে মনিটরটি খুব বেশি কার্ভ। ক্ষেত্র বিশেষ অনেকের কাছে ভাল লাগলেও অধিকাংশ ইউজারদের এতটা কার্ভ পছন্দ নয়।
Odyssey G7 মনিটরটি আপনাকে খুব বেশি আগ্রহী না করলে কয়েকমাস অপেক্ষা করুন বাজারে দুর্দান্ত কিছু মনিটর আসতে চলেছে। তাছাড়া Acer XV272UX, এবং Eve Spectrum QHD 240Hz নামে দুটি মনিটর আছে, যাতে IPS ডিসপ্লের সাথে 144Hz এবং 240Hz পাওয়া যাবে।
আপনি যদি হাই এন্ড কোন 1440p মনিটর চান তাহলে অবশ্যই IPS LCD টেকনোলজি দেখবেন। কারণ এই টেকনোলজি আপনাকে দেবে ডিসেন্ট রেসপন্স টাইম, সেরা কালার পারফরম্যান্স, দুর্দান্ত ভিউ এঙ্গেল এবং এই ফ্ল্যাট প্যানেল গুলোর মধ্যে পাবেন ডিসেন্ট পারফরমেন্স বৈচিত্র্যতা।
দারুণ ফিচার সমৃদ্ধ এই হাই এন্ড মনিটর গুলোর দাম অবশ্যই বেশি হবার কথা, কিন্তু জেনে খুশি হবেন গত দুই বছর ধরে এই মনিটর গুলোর দাম অনেকটাই কমে এসেছে। সুতরাং আপনি ফ্ল্যাগ-শিপ লেভেলের মনিটর কিনে ফেলতে পারবেন ৫০০ ডলারের (প্রায় ৪২৪০১ টাকা) মধ্যে বা এরও কম মূল্যে।
এই ক্যাটাগরিতে আমাদের নির্বাচিত সেরা মনিটর হচ্ছে, LG 27GL850 27" Ultragear Nano IPS। চমৎকার এই মনিটরটি দেবে TN এর মত কালার, রেসপন্স টাইম এবং ভিউ এঙ্গেল। তার মানে আপনি গেমিং এ High Refresh Rate অভিজ্ঞতা পাবেন তাছাড়া এর 144 Hz ডিসপ্লে সাপোর্ট করবে Adaptive Sync।
27GL850 এবং অন্যান্য 1440p আইপিএস মনিটরের মধ্যে পার্থক্যগুলি স্পষ্ট। LG 27GL850 27" Ultragear Nano IPS তার সর্বোত্তম কনফিগারেশনে প্রায় 4ms, Gry To Gry রেসপন্স দেবে, যা প্রতিযোগিতামূলক বিকল্পগুলির চেয়ে অনেক দ্রুত যা সর্বোত্তম-ভাবে 5ms গড় প্যাক করে। যদিও এটি একটি “1ms” মনিটর হিসাবে বিজ্ঞাপণ দেওয়া হয়, তবুও পারফরম্যান্স TN ডিসপ্লেগুলির সমতুল্য।
27GL850 এর রয়েছে দারুণ Wide Gamut সাপোর্ট, যা আমাদের টেস্টে ছিল দারুণ। তাছাড়া এটি যেকোনো VA অথবা TN থেকে বেশ প্রশস্ত। অন্যান্য 1440p ডিসপ্লের মত এরও True HDR এর অভাব রয়েছে। কিন্তু আপনি যদি সৃজনশীল কাজের জন্য Wide Gamut চান তাহলে এটা আপনাকে সন্তুষ্ট করতে পারবে। বাজারে অন্যান্য প্রতিদ্বন্দ্বী গুলো থেকে এর ভিউ এঙ্গেল ছিল দুর্দান্ত। তাছাড়া এটি পারফরম্যান্স এবং কালার ব্যালেন্সে বেশ কার্যকরী।
27GL850 মনিটরটির Black levels এবং Contrast Ratio কে আমি সেরা বলব না, ডার্ক এনভায়রনমেন্ট গেমিং এর জন্য এটি আপনাকে তেমন সন্তুষ্ট করতে পারবে না। সেক্ষেত্রে আপনি VA ডিসপ্লে দেখতে পারেন। মনিটরটিতে Blur-Reducing Backlight ফিচারও নেই। তবে এই ফিচার গুলো পেতে হলে Asus VG27AQ মনিটরটি দেখতে পারেন।
এই দুটি সমস্যা ছাড়া আমাদের বেস্ট রেকোমেন্ডেড মনিটর হবে LG 27GL850 27" Ultragear। যার বর্তমানে বাজার মূল্য ৫০০ ডলার (প্রায় ৪২৩৮৯ টাকা)।
এই ক্যাটাগরির আরেকটা মনিটর, Dell S2721DGF কেও আপনি দেখতে পারেন। মনিটরটিও 27GL850 এর মত একই প্যানেল ব্যবহার করেছে। সুতরাং পারফরম্যান্স একই হবে তবে 27GL850 মনিটরে রিফ্রেশ রেট কিছুটা বেশি হতে পারে। Dell S2721DGF এর দামও পড়বে ৫০০ ডলার (প্রায় ৪২৩৮৯ টাকা)।
RTX 3080 লঞ্চ হবার পর থেকে অধিকাংশ গেমররা প্রথমবারের মত 4K মনিটরের কথা ভাবছে। যখন RTX Ti গ্রাফিক্স কার্ডটি 4K 60Hz গেমিং অভিজ্ঞতার জন্য ভাল তখন, হাই পারফরমেন্স রিফ্রেশ রেটের দরজা খুলে দিয়েছে RTX 3080 কার্ডটি। যা অধিকাংশ গেম গুলোর ক্ষেত্রে 100 FPS এর বেশি পুশ করে আলট্রা সেটিং ব্যবহার করার সুযোগ করে দেয়।
তবে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে সেরা এবং পুরোপুরি 4K অভিজ্ঞতা তখনই পাওয়া যাবে যখন মনিটর প্যানেল গুলো 60Hz অতিক্রম করবে। দুর্ভাগ্যবশত আপনি যদি True HDR এর সাথে কোন 4K 144Hz মনিটর চান সেটা এই মুহূর্তে পাওয়া সম্ভব নয়, কারণ এর জন্য আপনাকে কিছু দিন অপেক্ষা করতে হবে।
বর্তমান বাজারে এই ক্যাটাগরিতে আপনার জন্য দুটি অপশন রয়েছে যেমন, Acer Predator X27 এবং Asus ROG Swift PG27QA তবে মনিটর গুলো আমরা আগে রেকোমেন্ড করলেও, ২০২০ সালের শেষ দিক বিবেচনায় এই মনিটর গুলো পুরনো প্রযুক্তি ব্যবহার করছে। যাতে DSC নেই, যার মানে আপনি এখানে সর্বোচ্চ 98Hz এর 10-bit HDR, 4K অভিজ্ঞতা পাবেন। তাছাড়া এই মনিটর গুলোর দাম নির্ধারণ করা হয়েছে ১০০০+ ডলার (প্রায় ৮৪৭৭৯ টাকা)।
এই যখন অবস্থা তখন আপনার জন্য খুশির খবর হচ্ছে সামনে রিলিজ হতে যাচ্ছে, Asus PG27UQX, এবং Acer Predator X32 এর মত 4K 144Hz HDR মনিটর। তার মানে আপনার জন্য কি কোন 144Hz HDR অপশন নেই? আমি আপনাকে সহজেই হতাশ করতে চাই না! ব্যবস্থা আছে। এই মুহূর্তে আপনার জন্য সেরা হতে পারে LG OLED CX 48" TV।
এই টিভিটি আপনাকে 4K 120Hz OLED প্যানেলে দেবে দুর্দান্ত HDR অভিজ্ঞতা। রেসপন্স টাইম 1ms। মনিটরটিতে আছে RTX 30 সিরিজ সাপোর্ট করা HDMI 2.1। যার মানে আপনি পাচ্ছে 120Hz রিফ্রেশ রেটের 4K অভিজ্ঞতা।
তবে যদি অসুবিধার কথা বলি তাহলে বলতে হবে, এত বড় স্ক্রিন (48-inch TV) দূর থেকে গেমিং এর জন্য ব্যবহার করতে অনেকেই পছন্দ করবে না। তাছাড়া যেহেতু এটি OLED স্ক্রিন সুতরাং অটোমেটিক ব্রাইটনেস লিমিটের জন্য ডেক্সটপ এপ্লিকেশন ব্যবহারেও বিভিন্ন পরিস্থিতিতে কিছুটা সমস্যা হতে পারে।
এই টিভিটির এই মুহূর্তে দাম পড়বে প্রায় ১৫০০ ডলারের মত।
আপনি যদি বেস্ট ভ্যালু 4K গেমিং মনিটর চান তাহলে আপনার জন্য সেরা হতে পারে LG UltraGear 27GN950 অথবা Nixeus NX-EDG274K।
Nixeus NX-EDG274K মনিটরটিতে আপনি পাবেন 6ms রেসপন্স টাইমের 144Hz অভিজ্ঞতা। দারুণ ব্যাপার হচ্ছে এই মনিটরটিতে DSC অথবা Display Stream Compression সাপোর্ট করবে, যার মানে আপনি RTX 2080 Ti অথবা RTX 3080, গ্রাফিক্স কার্ড গুলোতে একটি সিঙ্গেল ক্যাবল দিয়ে, ফুল Adaptive Sync এ পাবেন 4K 144Hz গেমিং এক্সপেরিয়েন্স।
বর্তমান বাজারে আপনি NX-EDG274K মনিটরটি ৭৫০ ডলারে (প্রায় ৬৩৫৮৪ টাকা) পেয়ে যাবেন। এই মনিটরটির একটি নেগেটিভ দিক হতে পারে এর ক্রিপি ডিজাইন যা সাধারণত ২০০ ডলারের (প্রায় ১৬৯৫৫ টাকা) বাজেট মনিটর গুলোতে দেখা যায়।
NX-EDG274K মনিটরটির সেরা বিকল্প হতে পারে, ৫০ ডলার (প্রায় ৪২৩৮ টাকা) বেশি মূল্যের LG 27GN950 মনিটরটি। ৮০০ ডলারের (প্রায় ৬৭৮২৩ টাকা) মনিটরটি অবশ্যই NX-EDG274K মনিটর থেকে ভাল হবে। এতে ব্যবহার করা হয়েছে LG এর ন্যানো IPS প্যানেল। এর রেসপন্স টাইম আরও কম একই সাথে সাপোর্ট করে DSC এবং Semi-HDR ফাংশনালিটি।
তাছাড়া আপনি এই ক্যাটাগরিতে আসছে বছর পেয়ে যাবেন Eve Spectrum 4K 144Hz মনিটরটি।
বর্তমানে গেমারদের জন্য বিকল্প অপশন হতে পারে Ultrawide মনিটর গুলো, বিশেষ করে 3440 x 1440 রিফ্রেশ রেটের ক্ষেত্রে। আপনার GPU যেকোনো সময় হাই রিফ্রেশ রেট চাইতে পারে আর এই জন্য Ultrawide মনিটর গুলো সেরা। তবে এই মনিটর গুলো RTX 3080 এবং RTX 3070 এর মত গ্রাফিক্স কার্ড গুলোর জন্য বেশ উপযুক্ত।
বাজারে আপনার জন্য রয়েছে অসংখ্য Ultrawide অপশন। তবে সাশ্রয়ী দামের মধ্যে ভাল হচ্ছে 3440 x 1440 @ 144Hz, এর Xiaomi Mi Curved 34” মনিটরটি। মনিটরটি আপনাকে দেবে মিড লেভেল পারফরম্যান্স কিন্তু দাম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কম।
তবে প্রিমিয়াম প্রাইস অপশনে আপনাকে সাজেস্ট করতে পারি, 3440 x 1440 এর LG 34GN850 IPS মনিটরটি। মনিটরটিতে ব্যবহার করা হয়েছে LG এর ন্যানো আইপিএস প্রযুক্তি এবং মনিটরটির রেসপন্স টাইম 4ms। বোনাস হিসেবে এই মনিটরে আপনি পাবেন 160Hz Refresh Rate তাছাড়া এটি RTX 3080 এবং 3090 গ্রাফিক্স কার্ড গুলোর জন্য বেশ উপযুক্ত।
তাছাড়া ৯০০ ডলারের (প্রায় ৭৬৩০১ টাকা) এই মনিটরটি সব মিলিয়ে আপনাকে দেবে, সেরা কালার পারফরম্যান্স, Wide Color Gamut, অসাধারণ ভিউ এঙ্গেল এবং দুর্দান্ত পারফরম্যান্স।
আরেকটু উপরের LG 38GN950 মনিটরটিও আপনি বিবেচনায় রাখতে পারেন যা আছে আরও বড় প্যানেল, ৩৮ ইঞ্চির সাথে পাবেন 3840 x 1600 রেজুলেশন। তাছাড়া এই মনিটরটি দেবে 160Hz Refresh Rate এবং Semi-HDR ফাংশনালিটি।
তাছাড়া আপনি Super-Ultrawide, Samsung Odyssey G9 মনিটরটিও দেখতে পারেন যার বাজার মূল্য ১৭০০ ডলার (প্রায় ১৪৪১২৫ টাকা)। যাতে পাবেন দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স সাথে আছে Ultrawide HDR Predator X35। যদিও পারফরম্যান্সের সেরা তারপরেও প্রায় ২০০ ডলার (প্রায় ১৬৯৫৫ টাকা) দাম হওয়াই অনেকেই কাছেই এই মনিটরটি খুব বেশি আবেদন তৈরি করতে পারে না।
আমরা মনে করি না 1080p ডিসপ্লে গুলো GeForce RTX 30 সিরিজের সাথে ভাল ভাবে চলতে পারবে। সেই বিবেচনায় 1440p, 1080p থেকে অনেক ভাল। খুব কম গেমার আছেন যারা হাই ফ্রেম রেটের জন্য RTX 3080 এবং RTX 3090 গ্রাফিক্স কার্ড কিনে থাকেন।
যাই হোক আপনি যদি এই গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে থাকেন বা 1080p মনিটর চান তাহলে আপনার জন্যও সেরা রেকোমেন্ডেশন রয়েছে।
এই ক্যাটাগরিতে আপনার জন্য সেরা হতে পারে, Asus ROG Swift PG259QN মনিটরটি। যা 1080p এর জন্য এক কথায় অসাধারণ। এটি অবিশ্বাস্য ভাবে একটি IPS প্যানেলে দেবে 360Hz Refresh Rate এর ডিসপ্লে অভিজ্ঞতা। কম্পিটেকটিউনসভ গেমিং এর ক্ষেত্রে এই মনিটরটি এড়িয়ে যাওয়া বেশ কষ্টকর।
একই সাথে 1440p, 4K, Ultrawide সকল গেমিং মনিটর নিয়ে আলোচনা করে ফেললাম। এবার আপনার চাহিদা অনুযায়ী বাছাই করার পালা।
তো কেমন হল আজকের টিউন জানাতে ভুলবেন না, আমাদের জানান আপনি কোন মনিটরটি বাছাই করলেন।
তো আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ!
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।