আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকের এই টিউনটি আলোচনা করব পিসি বিল্ডিং নিয়ে। আজকে কথা বলব ২০২০ সালের বাজারের গ্রাফিক্স কার্ড গুলো নিয়ে।
কম্পিউটার হার্ডওয়্যারের ক্ষেত্রে যখন গ্রাফিক্স কার্ডের কথা উঠে তখন বিষয়টি খুব গভীর ভাবে বিচার বিশ্লেষণ করে নিতে হয়। তাছাড়া আপনার গ্রাফিক্স কার্ড কেমন হবে সেটা আপনার কাজের উপর অনেকটাই নির্ভর করবে। আপনি যদি সাধারণ কোন কাজে গ্রাফিক্স কার্ড চান সেক্ষেত্রে কম বাজেটেই হয়তো পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি গ্রাফিক্স ডিজাইন বা গেমিং এর কথা বিবেচনায় রাখেন তাহলে আপনাকে বাজেট একটু বাড়িয়ে চিন্তা করতে হবে। গেমিং পিসি বিল্ডিং এর ক্ষেত্রে CPU, মাদারবোর্ড, প্রসেসর থেকে অনেকে গ্রাফিক্স কার্ডকে বেশি গুরুত্ব দেয়। কারণ হাই গ্রাফিক্স গেমের আসল মজা তখনই পাবেন যখন আপনার গ্রাফিক্স কার্ড সর্বোচ্চ পারফরম্যান্স দিতে পারবে। তাছাড়া অনেকে ইন্টেগ্রেট গ্রাফিক্স কার্ড থেকে কিছুটা ভাল পারফরম্যান্স পেতেও বাজেট GPU গুলো পছন্দ করতে পারে।
আমি মনে করি পিসি বিল্ডিং এর জন্য গ্রাফিক্স কার্ড নির্বাচনের এটাই মুখ্য সময়, কারণ আপনি জানলে খুশি হবেন, Nvidia সম্প্রতি রিলিজ করেছে নতুন RTX Super GPU, একই সাথে তারা অফার করছে মিড রেঞ্জের বিভিন্ন GPU অন্যদিকে AMD বাজারে নিয়ে এসেছে দুর্দান্ত পারফরম্যান্সের সেরা কিছু GPU। সব মিলিয়ে বলা যায় ভিডিও কার্ড বাছাই করার উপযুক্ত সময় এটি।
আপনার চাহিদা অনুযায়ী বাজারের সেরা গ্রাফিক্স কার্ডটি বাছাই করার আল্টিমেট গাইডলাইন নিয়ে হাজির হয়েছি আজকে। চলুন দেখে আশা যাক বাজারের সেরা গ্রাফিক্স কার্ড গুলো।
জেনে নিন: 'এই মুহূর্তে বাজারের' সেরা চেইন টিউনের লিস্টের প্রতিটি প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল মার্কেটের উপর বেসিস করে করা। যেহেতু টেকটিউনস একটি গ্লোবাল Tech Social Network. বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ২৩০টি দেশে ও টেরেটরিতে টেকটিউনস কমিউনিটি বিদ্যমান। তাই আপনার পছন্দের প্রোডাক্টির Availability চেক করতে আপনার নিজ দেশের লোকাল শপ ও লোকাল শপের ওয়েবসাইট চেক করুন।
গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আপনি যদি পাওয়ার ইফিসিয়েন্সি বিবেচনায় নেন তাহলে আপনার জন্য সেরা হতে পারে GeForce GTX 1650 Super গ্রাফিক্স কার্ডটি, এই কার্ডের দাম পড়বে ১৬০ ডলার (প্রায় ১৩৫৭৪ টাকা)। তবে আপনি যদি পাওয়ার ইফিসিয়েন্সি থেকে বাফারকে বেশি গুরুত্ব দেন তাহলে নিনে পারেন Radeon RX 580 গ্রাফিক্স কার্ড, যা আপনাকে 8GB মেমোরি বাফার দেবে। তাছাড়া একই সুবিধার জন্য ২০০ ডলারের (প্রায় ১৬৯৬৭ টাকা) RX 590 কার্ডটিও দেখতে পারেন।
এই প্রাইজ রেঞ্জে আপনার জন্য আরও আছে ২০০ ডলারের (প্রায় ১৬৯৬৭ টাকা) Radeon RX 5500 XT, যেখানে পাবেন 8GB VRM মেমোরি বাফার তাছাড়া ১৮০ (প্রায় ১৫২৭১ টাকা) ডলার দিয়ে 4GB ভার্সনও নিতে পারেন।
তবে RX 5500 XT গ্রাফিক্স কার্ডে PCIe 4.0 x8 Bandwidth লিমিটেশন রয়েছে, যাদের কাছে PCIe 3.0 সাপোর্ট যথেষ্ট নয় তাদের জন্য মনে করছি এই কার্ডটি উপযুক্ত হবে না।
সর্বশেষ এই সেগমেন্টে আমাদের হাতে আছে একটি সাশ্রয়ী গ্রাফিক্স কার্ড, Radeon RX 570। যার 8GB ভার্সনটি সেরা ভ্যালুর কার্ড না হতে পারলেও, 4GB ভার্সনটি আপনি মাত্র ১২০ ডলারে (প্রায় ১০১৮০ টাকা) কিনে নিতে পারবেন, যা আপনাকে সেরা ভ্যালুটি দিতে পারবে। তাছাড়া কিছু ডলার কমে ১০০ ডলারের (প্রায় ৮৪৮৩ টাকা) নিচের এন্ট্রি লেভেল গ্রাফিক্স কার্ড গুলো থেকে সেরা অপশন হতে পারে এটি।
যে সমস্ত গেমাররা ভাল গ্রাফিক্সের জন্য ৩০০ ডলার (প্রায় ২৫৪৫১ টাকা) বাজেট করেছেন তাদের জন্য আমার হাতে ভাল কিছু গ্রাফিক্স কার্ড অপশন রয়েছে। এই সেগমেন্টে আমার পছন্দ GeForce GTX 1660 Super কার্ডটি যা আপনি পেয়ে যাবেন ২৩০ ডলারে (প্রায় ১৯৫১৩ টাকা)। যা দেবে এই দামে সেরা ভ্যালু এবং যা প্রতিদ্বন্দ্বী সকল কার্ডকে বিট করেছে।
এই GeForce GTX 1660 Super গ্রাফিক্স কার্ডটি Radeon RX 590 থেকেও অনেক বেশি দ্রুত তাছাড়া এর রয়েছে অধিক VRM সাপোর্ট। তবে Vega 56 এর সাথে তুলনা করলে কিছু স্লো হচ্ছে GeForce GTX 1660 Super তবে সেক্ষেত্রে আপনাকে দামটি অবশ্যই বিবেচনা করতে হবে।
অন্যদিকে ৩০০ ডলার (প্রায় ২৫৪৫১ টাকা) মূল্যে পারফরম্যান্সের জন্য চমৎকার হতে পারে Radeon RX 5600 XT কার্ডটি যার দাম যেহেতু কিছুটা বেশি সুতরাং Radeon RX 5700 থেকে ভাল পারফরম্যান্স দেবে এটি।
অন্যদিকে আমরা যদি GeForce RTX 2060 কার্ড গুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাই সেগুলোর ৩২০ ডলারে (প্রায় ২৭১৪৮ টাকা) বিক্রি হচ্ছে কিন্তু পারফরমেন্স বিবেচনায় তারা Radeon RX 5600 XT এর মতই।
সব দিক বিবেচনায় পিউর ভ্যালু গ্রাফিক্স কার্ড হতে পারে ২৭৯ ডলারের (প্রায় ২৩৬৭০ টাকা) Radeon RX 5600 XT। যা আমাদের ২৫ টি গেমিং বেঞ্চমার্কিং এ দুর্দান্ত ফলাফল দিয়েছে। তবে কিছু টাকা বাড়াতে পারলে GeForce RTX 2060 গ্রাফিক্স কার্ডটিও দেখতে পারেন।
সম্ভাব্য ড্রাইভার ইস্যু দূরে রাখলে AMD এর Radeon RX 5700 এবং 5700 XT সেরা ভ্যালুর জন্য মার্কেট লক করে রেখেছে। কয়েক সিরিজ 5700, 5700 XT, RTX 2060 Super এবং RTX 2070 Super, মডেল গুলোর গেমিং বেঞ্চ মার্কিং এর পর আমরা কিভাবে কম্পেয়ার করা যায় এ নিয়ে ভাল একটা অভিজ্ঞতা পেয়েছিলাম। ছোট করে বলতে গেলে Radeon 5700 XT কার্ডটি RTX 2070 থেকে ১০০ ডলার (প্রায় ৮৪৮৩ টাকা) সাশ্রয়ী তবে পারফরম্যান্স বিবেচনায় এটি 1440p তে মাত্র ৬% স্লো।
RTX 2070 Super, 4K গেমিংয়ের জন্য বেশ দ্রুত এবং আমরা এর প্রতিশ্রুতিবদ্ধ DLSS নবজাগরণও প্রত্যক্ষ করেছি। তাছাড়া Radeon আরও ভাল মানের প্রস্তাব, 5700 XT, 4K সহ আরও মান দেয়।
হাই এন্ড গ্রাফিক্স মার্কেটে Nvidia বেশ জটিল কিছু চয়েস রয়েছে যেমন আপনি যদি কোন গ্রাফিক্স কার্ডের পেছনে ৭০০ ডলারের (প্রায় ৫৯৩৮৭ টাকা) বেশি ব্যয় করতে চান তাহলে
RTX 2080 Super এবং GeForce RTX 2080 Ti নিতে পারেন।
এভারেজে GeForce RTX 2080 Super 1440p এর ক্ষেত্রে 5700 XT থেকে মাত্র ~15% বেশি দ্রুত কিন্তু মজার বিষয় হচ্ছে দাম ৭৫% বেশি। 4K এর ক্ষেত্রে 2080 Super আবার Radeon RX 5700 XT থেকে ২৬% বেশি ফ্রেম অফার করে।
তাছাড়া GeForce RTX 2080 Ti, RTX 2080 Super থেকে ২০% বেশি পারফরম্যান্স অফার করে। 4K এর ক্ষেত্রে এটি আবার RX 5700 XT থেকে ৪৭ বেশি দ্রুত। তবে অবশ্যই, এটি বিশাল প্রিমিয়ামে আসে।
লঞ্চের দেড় বছর পরেও, প্রতিযোগিতার অভাবে 2080 Ti কার্ড এখনও MSRP চেয়ে বেশি দামে রয়েছে।
দামের বিষয়টি বাদ দিয়ে এই মুহূর্তে সেরা 4K গেমিং অভিজ্ঞতা দিতে RTX 2080 Ti এককথায় অপ্রতিদ্বন্দ্বী। আপনার কাছে যদি বাজেট থাকে এবং বাজারের সেরা গ্রাফিক্স কার্ডটি চান তাহলে চোখ বন্ধ করে RTX 2080 Ti কার্ডটি কিনে ফেলুন।
তো আপনাদের সিদ্ধান্ত নেয়াকে সহজ করতে আলোচনা করে ফেললাম এই মুহূর্তে বাজারের সেরা মেইনস্ট্রিম, হাই-এন্ড 1440p এবং 4K গ্রাফিক্স কার্ড গুলো নিয়ে। এবার আপনি সহজেই ১০০ ডলার থেকে শুরু করে ৭০০ ডলার পর্যন্ত বাজেটের GPU গুলো বাছাই করতে পারবেন।
সেরা গ্রাফিক্স কার্ডটি বাছাই করতে আমার পরামর্শ থাকবে, প্রথম আপনার চাহিদা নির্ধারণ করুন, তারপর সেই অনুযায়ী অন্যান্য হার্ডওয়্যার সিলেক্ট করুন এবং সব গুলো হার্ডওয়্যারের মধ্যে একটি সামঞ্জস্যতা রেখে গ্রাফিক্স কার্ড
তো কেমন হল আজকের টিউন তা অবশ্যই জানান, টিউমেন্ট করুন আপনি এখান থেকে কোন কাজের জন্য কোন গ্রাফিক্স কার্ড ব্যবহার করলেন।
আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পিসি বিল্ডিং টিউনে সে পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হাফেজ!
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
Informative ❤