[পর্ব-১০] :: এই মুহূর্তে বাজারের সেরা CPU কুলার গুলো

টিউন বিভাগ পিসি বিল্ডিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

এই মুহূর্তে বাজারের সেরা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকের এই টিউনটি  আলোচনা করব বাজারের সেরা CPU কুলার গুলো নিয়ে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

আপনার পিসির CPU কে যদি সর্বোচ্চ কার্যক্ষমতা দিতে চান তাহলে ভাল একটি CPU কুলারে বিকল্প নেই। তবে পিসির অন্যান্য কম্পোনেন্ট গুলোর মতই কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন CPU কুলার রয়েছে।

চলুন দেখে নেয়া যাক বাজারের সেরা CPU কুলার গুলো।

জেনে নিন: 'এই মুহূর্তে বাজারের' সেরা চেইন টিউনের লিস্টের প্রতিটি প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল মার্কেটের উপর বেসিস করে করা। যেহেতু টেকটিউনস একটি গ্লোবাল Tech Social Network. বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ২৩০টি দেশে ও টেরেটরিতে টেকটিউনস কমিউনিটি বিদ্যমান। তাই আপনার পছন্দের প্রোডাক্টির Availability চেক করতে আপনার নিজ দেশের লোকাল কম্পিউটার শপ ও লোকাল কম্পিউটার শপের ওয়েবসাইট চেক করুন।

সেরা Air কুলার

Noctua NH-D15

CPU কুলারের এক বিশ্বস্ত নাম হচ্ছে Noctua। CPU Air কুলার হিসেবে আমি সেরা বলব Noctua NH-D15 কুলারটিকে।

Noctua NH-D15 কুলারটিতে দেয়া হয়েছে ছয়টি অ্যালুমিনিয়াম পাইপ এবং দুটি ফ্যান (PWM সাপোর্টেড)।  আর এই কম্পোনেন্ট গুলো অধিকাংশ Liquid কুলারের মত পারফরমেন্স দিতে পারবে। তাছাড়া এটি অনেক কম Noise দেবে। লোডের উপর ভিত্তি করে এর Noise ভলিউম 34 dBA থেকে 43 dBA এর মধ্যে থাকে।

এর ইন্সটলেশন আরও সহজ করে দেবে SecuFirm 2 মাউন্টিং সিস্টেম একই সাথে আপনি পাবেন ৫ বছরের ওয়ারেন্টি।

তবে আপনাকে কিছু বিষয়ের দিকে সচেতন থাকতে হবে যেমন এই 160 x 150 x 135mm কুলারটি  বেশ ভারী প্রায় ৩ পাউন্ড। এটির জায়গাও বেশি লাগে। এর পারফরমেন্স দারুণ হলেও অনেকে Air কুলারের পেছনে এত টাকা খরচ করতে চায় না।

Noctua NH-D15 এর তিনটি প্রাইস অপশন হয়েছে, এর বর্তমান দাম ৯০ ডলারের (প্রায় ৭৬২৫ টাকা) আশেপাশে। এটি বেশিরভাগ মডার্ন Intel এবং AMD সি পি ইউ তে কাজ করতে পারে।

সেরা বিকল্প

Noctua NH-D15 এর মত পারফরমেন্স, ওজন, দাম তবে Noise একটু বেশি এমন একটি কুলার হচ্ছে CryoRig R1 Ultimate। তাছাড়া এখানে এড করতে পারবেন তিনটি ফ্যান।

তবে কুলিং পারফরমেন্সে আরেকটু ছাড়া দিতে পারলে ৪৮ ডলারের (প্রায় ৪০৬৭ টাকা) Scythe Mugen 5 Rev. B কুলারটিও দেখতে পারেন।

Stock কুলার থেকে ভাল, সেরা বাজেট কুলিং সিস্টেম

Hyper 212 Evo

আপনি যদি স্টক কুলার থেকে একটু ভাল কুলিং পারফরমেন্স চান এবং ওভারক্লকিং আপনার জন্য খুব বেশি জরুরী না তাহলে, আপনার হাতে থাকবে ৩০ ডলারের (প্রায় ২৫৪১ টাকা) তিনটি অপশন।

প্রথমে আপনার জেনে নেয়া উচিৎ AMD এর Wraith Spire, স্টক কুলার হিসেবে বেশ ভাল তবে Intel কখনো ভাল কুলার আনতে পারে নি সুতরাং আপনার আলাদা কুলার কিনে নেয়াই ভাল হবে।

সুতরাং, আপনি যদি স্টক কুলার থেকে ভাল কোন বাজেট কুলার নিতে চান তাহলে আপনার জন্য ভাল হবে Hyper 212 Evo কুলারটি। বাজেট কুলারের মধ্যে বাজারের বহুল জনপ্রিয় হচ্ছে এটি। ২০১১ সাল থেকে বাজারে আসা ৩০ ডলারের এই কুলারটি দীর্ঘ দিন ধরেই গ্রাহকদের  দারুণ সার্ভিস দিয়ে আসছে।

তাছাড়া আপনি আরেকটু ভাল পারফরমেন্স পেতে ৩৫ ডলারের (প্রায় ২৯৬৫ টাকা) Cryorig H7 কুলারটিও দেখতে পারেন। তবে আপনি যদি আরেকটু কমের মধ্যে চান তাহলে আপনার জন্য আছে ২৫ ডলারের DeepCool Gammaxx 400 কুলারটি।

সেরা লো Noise কুলার

Be Quiet! Dark Rock Pro 3

আপনি যদি কম শব্দে সেরা কুলিং পারফরমেন্স চান তাহলে আপনার জন্য দুর্দান্ত হতে পারে Be Quiet! Dark Rock Pro 3 কুলারটি। এই ক্যাটাগরির আরও তিনটি কুলার থাকলেও, এই কুলার দিয়ে আপনি ওভারক্লকিং এর সাথে পাবেন কম শব্দে দারুণ পারফরমেন্স। কোম্পানি দাবী করে ১০০% PWM ফাংশনের পরেও এর নয়েজ হবে 26 dBA এর মত।

বাজারের অন্যতম শান্ত আরেকটি কুলার Dark Rock Pro দেবে  NH-D15 এর পারফরমেন্স। তবে কুলারটি Noctua এর টপ কুলার গুলোর মতই বেশ ভারী এবং ইন্সটলেশন বেশ জটিল।

Dark Rock Pro কুলারটি দেয়া হয়েছে দুটি ফ্যান। যার মধ্যে 120mm এবং অন্যটি 135mm। গ্রাহকরা চাইলে আরেকটি 120mm ফ্যান এড করে নিতে পারে। এখানে আপনি পাবেন তিনবছরের ওয়ারেন্টি এবং দেখতে NH-D15 থেকে বেশ স্টাইলিশ।

এই দুইটি কুলারের পরেও আপনার জন্য আরেকটি বিকল্প হতে পারে Noctua NH-U9S কুলারটি। এখানেও আপনি কম শব্দে ভাল পারফরমেন্স পাবেন। কুলারটিতে দেয়া হয়েছে একটি NF-A9 ফ্যান এবং Noise Reduction এর জন্য Low-Noise Adaptor।

সেরা লো-প্রোফাইল কুলার

Noctua NH-L12S

কয়েক বছর ধরে HTPC এবং Mini-ITX সিস্টেম গুলো বেশ জনপ্রিয়তা পাবার পর বাজারে এসেছে দারুণ দারুণ কিছু লো প্রোফাইল কুলার। এবং এত গুলো কুলার থেকে সেরাটি বাছাই করা বেশ কষ্টকর। তারপরে সেরা পারফরমেন্স এবং Low Noise এর জন্য বাছাই করব NH-L12S লো-প্রোফাইল কুলারকে।

কুলারটি NH-L12 এর উত্তর সূরী এবং বাজারে এসেছে বেশি দিন হয় নি। কুলারটি বেশ স্লিম তাছাড়া এর 120mm, NF-A12x15 ফ্যান দেবে সেরা কুলিং পারফরমেন্স। এর ফ্যান গুলো আগের 92mm মডেল থেকে বেশ ভাল পারফরমেন্স দেবে। এটি একই সাথে PWM এবং Low-Noise Adaptors সাপোর্ট করে যাতে সহজেই পারফরমেন্স, স্পীড ইত্যাদি কন্ট্রোল করা যায়।

নতুন পুরাতন সব ধরনের CPU তে ফিট হতে পারবে কুলারটি। তবে 95W TDP এর বেশি কাজ করা থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কিন্তু এই লিমিটের মধ্যে থাকলে কোন ধরনের সমস্যা হবে না।

এর দাম ধরা হয়েছে ৫০ ডলার (প্রায় ৪২৩৬ টাকা), যা বাজারের একই কুলার গুলোর জন্য বেশ প্রতিদ্বন্ধী প্রাইস।

তবে বাজারে আরও কিছু লো-প্রোফাইল কুলার রয়েছে যেমন,  Silverstone Argon AR06, Thermalright AXP-200R, এবং Be Quiet! Shadow Rock LP যেগুলোও আপনাকে ভাল কুলিং পারফরমেন্স দিতে পারে।

সেরা AIO Liquid কুলার

NZXT Kraken X62

বর্তমানে প্রায় সকল ইউজরাই থেকে বেশি প্রেফার করছে Liquid কুলার গুলোকে। কারণ সাধারণ ভাবেই কমে শব্দে সেরা পারফরমেন্স দিতে পারে কুলার গুলো। আপনি যদি এই মুহূর্তে কোন Liquid কুলার চান তাহলে আপনার হাতে অনেক গুলো ভাল অপশন থাকবে।

আপনাকে 280mm রেডিয়েটরের সাথে দারুণ পারফর্মেন্স দিতে পারবে NZXT Kraken X62 কুলারটি। যারা RGB পছন্দ করেন না তাদের কাছেও এর দারুণ লাগতে পারে এটি। কুলারটির CAM+ software লাইটিং কন্ট্রোল দেবে দুর্দান্ত একটি Infinity Mirror ডিজাইন। গ্লাসের ভেতর দিয়ে এর RGB দেখতে বেশ ভালই লাগে।

আগের ভার্সন গুলো থেকে বেশ কম Noise দেবে এই NZXT Kraken X62  এবং পারফরমেন্সও হবে দারুণ। একই সাথে এর ইন্সটলেশনও বেশ সহজ।

NZXT Kraken X62 কুলারটির দাম পড়বে ১৬০ ডলারেও (প্রায় ১৩৫৫৬ টাকা) বেশি এবং ইউজার এখানে পাবে প্রায় ৬ বছরের ওয়ারেন্টি।

সেরা বিকল্প

আপনার জন্য NZXT Kraken X6 এর সেরা বিকল্প হতে পারে AlphaCool Eisbaer 240 কুলারটি, দেখতে NZXT এর মত না হলেও পারফরমেন্স ভাল পাবেন এতে।

তবে আপনার বাজেট টাইট হলে ১০৯ ডলারের (প্রায় ৯২৩৫ টাকা) Corsair H100i v2  কুলারটিও বাচাই করতে পারেন।

সেরা বাজেট AIO কুলার

Corsair Hydro Series H60

একটু আগে বেশ কিছু AIO কুলার নিয়ে কথা বলেছি, এর মানে এই নয় যে আপনাকে AIO এর জন্য সব সময় ১০০ ডলারের (প্রায় ৮৪৭২ টাকা) উপরে খরচ করতে হবে। আপনি সেরা পারফরমেন্সের জন্য বাজেট কুলার হিসেবে ৬০ ডলারের (প্রায় ৫০৮৩ টাকা) Corsair Hydro Series H60 কুলারটিও দেখতে পারেন।

আমি নিজেও অনেক বছর ধরে এটি ব্যবহার করছি। ওভারক্লকিং সহ এর পারফরমেন্স বেশ ভাল। লোডে কাজ করলেও খুব বেশি সাউন্ড পাই নি কুলারটিতে। আর এটি দেখতে ব্যয় বহুল মনে হলেও আসলে এমনটি নয়।

Corsair Hydro Series H60 এর সবচেয়ে ভাল দিক হচ্ছে এর ইন্সলেশন খুবই সহজ। সহজেই এটি ইন্সটল করে ফেলা যায়।

Corsair Hydro Series H60 এর  বিকল্প হতে পারে Arctic Liquid Freezer 120 কুলারটি। যেখানে আপনি মাত্র ১০ ডলার (প্রায় ৮৪৭ টাকা) বেশি দিয়ে পেয়ে যাবেন দুটি ফ্যান এবং সলিড পারফরমেন্স। তবে এর বিল্ড কোয়ালিটি Hydro Series H60 এর সাথে মিলবে না। যাই হোক বাজেট AIO এর জন্য আমি Hydro Series H60 কেই এগিয়ে রাখব।

শেষ কথাঃ

তো আলোচনা করে ফেললাম এই মুহূর্তে বাজারের সেরা CPU কুলার গুলো নিয়ে। আশা করছি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন।

তো আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস