[পর্ব-০৯] :: এই মুহূর্তে বাজারের সেরা কিবোর্ড গুলো

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

এই মুহূর্তে বাজারের সেরা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকের এই টিউনটি মূলত কম্পিউটার কিবোর্ড নিয়ে। আজকে আলোচনা করব ২০২০ সালের বাজারের সেরা ম্যাকানিক্যাল, গেমিং, ওয়্যারলেস, HTPC এবং বাজেট কিবোর্ড গুলো নিয়ে।

শুরুর কথাঃ

পিসির অভ্যন্তরীণ বিষয় গুলো নির্ধারণের পর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজ অনুযায়ী একটি উপযুক্ত কিবোর্ড বাছাই করা। একটা ভাল কিবোর্ড ছাড়া যেন আমাদের পিসি বিল্ড বিষয়টাতেই অপূর্ণতা রয়ে যায়। তবে সবার পিসির জন্য যে একই ধরনের কিবোর্ড হবে এমন কিন্তু নয়। ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন চাহিদার কিবোর্ড থাকতে পারে।

কাজ অনুযায়ী কিবোর্ড ভিন্ন হওয়া খুবই স্বাভাবিক বিষয়, কারণ আপনি কখনো সাধারণ কোন কিবোর্ড দিয়ে ম্যাকানিক্যাল কিবোর্ড অথবা প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন না, উৎপাদনশীল কাজের কিবোর্ড গুলোতে অবশ্যই অতিরিক্ত ফিচার থাকতে হবে। একই ভাবে গেমিং এর জন্য আপনার দরকার হবে আলাদা কিবোর্ডের।

আজকে আমি একই সাথে ম্যাকানিক্যাল কিবোর্ড, গেমিং কিবোর্ড, বাজেট গেমিং কিবোর্ড এবং বাজেট কিবোর্ড নিয়ে আলোচনা করব। এই কাজ গুলোর জন্য বাজারে বর্তমানে কোন কিবোর্ড গুলো সেরা এই বিষয়টিই আমার এই টিউনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।

চলুন ব্যবহারের উপর ভিত্তি করে বাজারের সেরা কিবোর্ড গুলো সম্পর্কে জেনে আসি।

জেনে নিন: 'এই মুহূর্তে বাজারের' সেরা চেইন টিউনের লিস্টের প্রতিটি প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল মার্কেটের উপর বেসিস করে করা। যেহেতু টেকটিউনস একটি গ্লোবাল Tech Social Network. বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ২৩০টি দেশে ও টেরেটরিতে টেকটিউনস কমিউনিটি বিদ্যমান। তাই আপনার পছন্দের প্রোডাক্টির Availability চেক করতে আপনার নিজ দেশের লোকাল কম্পিউটার শপ ও লোকাল কম্পিউটার শপের ওয়েবসাইট চেক করুন।

প্রোডাক্টিভিটির জন্য সেরা কিবোর্ড

Das Keyboard 4Q

একাধিক বছর ধরে আমাদের ম্যাকানিক্যাল কীবোর্ডের সুপারিশগুলোতে প্রথমেই ছিল, Das Keyboard। এক দশক ধরে কীবোর্ড উত্সাহীদের মধ্যে একটি বিশ্বস্ত নাম হচ্ছে Das Keyboard। কয়েক বছরের পুরোনা কিবোর্ড গুলো এখনো নিখুঁত কাজ করতে পারে।

Das Keyboard 4Q, আজকে উৎপাদনশীলতার জন্য আমার শীর্ষ পছন্দ থাকবে, এটি আগের Das Keyboard 4 Professional মতই দারুণ, তবে এটি দেখতে কিছুটা স্টাইলিশ এবং আছে RGB ব্যাক-লাইটিং। Das Keyboard 4Q এর ১০৫ Key এর ল্যাআউটে আছে একটি ডেডিকেটেড মিডিয়া হাব, একটি ভলিউম নব, মিউজিক Play/Pause বাটন, পুরো সিস্টেম Mute করার ব্যবস্থা। আমি যদি 4Q কীবোর্ডের অ্যালুমিনিয়ামের টপ প্যানেলটির কথা উল্লেখ না করি তবে অন্যায় হবে, এই প্যানেলটির মাধ্যমে শুধু কিবোর্ডের স্থায়িত্বই বাড়াবে না, এটি আঙুলের ছাপও প্রতিরোধ করবে।

এই কিবোর্ডে Q software এর সাপোর্ট থাকবে যা আগের Das 5Q এবং X50Q কিবোর্ড গুলোতেও ছিল। এর মাধ্যমে আপনি পছন্দ মত লাইটিং সিলেক্ট করতে পারবেন এবং প্রয়োজন মত কাস্টমাইজ করতে পারবেন।

কিছু কারণে এই কিবোর্ডটিতে দুটি USB পোর্ট যুক্ত করেছে যদিও পোর্ট গুলো USB 2.0। তবে Das Keyboard 4 Pro এ USB 3.0 পোর্ট ছিল। তবে একটা বিষয় অবাক করার মত সেটা হচ্ছে ২৫০ ডলারের (প্রায় ২১২০০ টাকা) Das 5Q কিবোর্ডটিতে আবার কোন USB Hub নেই।

যে কারণে এই কিবোর্ডটি বেশি পছন্দনীয় সেটা হচ্ছে এর রাউন্ড ডিজাইনটি, এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যা দিয়ে প্রোডাক্টিভিটি কাজ গুলো খুব ভাল ভাবে করে ফেলা যাবে। গেমিং এর জন্যও এই কিবোর্ড বেশ উপযোগী হতে পারে। কিবোর্ডটি আপনাকে দেবে ফার্স্ট রেট টাইপিং এক্সপেরিয়েন্স। কিবোর্ডটিতে দেয়া হয়েছে Cherry MX Brown সুইচ যা ম্যাকানিক্যাল কিবোর্ড গুলোতে শান্ত পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ।

কিবোর্ডটির বাজার মূল্য ধরা হয়েছে ১৯৯ ডলার (প্রায় ১৬৮০০ টাকা)।

অর্ধেক দামের সেরা বিকল্প

আপনার জন্য আরও সাশ্রয়ী দামে সেরা বিকল্প হতে পারে Logitech এর G610 Orion কিবোর্ডটি। যাতে দেয়া আছে Orion Brown  সুইচ। এর ডিজাইন গেমিং কিবোর্ড গুলোর সাথেও বেশ মিলে। দারুণ রাউন্ড ডিজাইন, সাদা ব্যাক-লাইট, মিডিয়া কী ফিচার সহ কিবোর্ডটি আপনি পেয়ে যাবেন মাত্র ৯৯ ডলারে (প্রায় ৮৩৯৭ টাকা)।

সেরা গেমিং কিবোর্ড

Corsair K95 RGB Platinum

গেমিং কিবোর্ডের জন্য সব সময় জনপ্রিয় ছিল Corsair ব্র্যান্ড এবং আজকেও গেমিং কিবোর্ড হিসাবে আমার পছন্দ থাকবে Corsair এর K70 RGB কিবোর্ডটি যা একই সাথে দেবে দুর্দান্ত পারফরমেন্স একই সাথে যা বেশ সাশ্রয়ী।

K70 RGB কিবোর্ডটির দাম আগে ২৫০ ডলার (প্রায় ২১২০০ টাকা) থাকলের এর দাম কমিয়ে ১৭০ ডলারে (প্রায় ১৪৪০০ টাকা) আনা হয়েছে। এই দামে আপনি পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়াম ডিজাইন, এবং কাস্টমাইজড RGB লাইটিং এর চমৎকার একটি কিবোর্ড। এর লাইটিং আপনি নিজের মত কাস্টমাইজ করে নিতে পারবেন। কিবোর্ডটিতে আরও দেয়া হয়েছে  Volume Scroll Wheel এবং ফুল প্রোগ্রামেবল Macro Keys।

K70 RGB কিবোর্ডে দেয়া হয়েছে Cherry MX Brown সুইচ। দারুণ এই স্যুচিং এর মাধ্যমে আপনার টাইপিং হবে একদম নিঃশব্দ। এতে আরও যুক্ত করা হয়েছে দারুণ কিছু বাটন যা দিয়ে মিডিয়া কন্ট্রোল, এক্সিডেন্টাল প্রেস এড়াতে উইন্ডোজ বাটন লক, ব্রাইটনেস কন্ট্রোলার ইত্যাদি। তাছাড়া Corsair এর iCUE সফটওয়ার দিয়ে আরও ভাল ভাবে ইউজাররা নিজের মত কাস্টমাইজড করে নিতে পারবে কিবোর্ডটিকে।

বাজেট ফ্রেন্ডলি গেমিং কিবোর্ড

Logitech G513

আপনার বাজেট যদি কিছুটা কম থাকে এবং K70 RGB এর চেয়ে কম দামী কিবোর্ড চান তাহলে আপনার জন্য সেরা হতে পারে 104-key ল্যাআউটের Logitech G513 কিবোর্ডটি। আপনার তালুকে বিশ্রাম দেয়ার জন্য এতে আছে দারুণ ব্যবস্থা। এই কিবোর্ডে আপনি পাবেন, Tactile, Linear, এবং GX Blue এর মত তিনটি সুইচ অপশন, এবং মিডিয়া কন্ট্রোল বাটন। এই কিবোর্ডের দাম পড়বে ১২৫ ডলার (প্রায় ১০৬০০ টাকা)।

আরও বাজেট সচেতন গেমাররা Corsair এর K68 কিবোর্ডটিও দেখতে পারেন যাতে আছে, Cherry MX Red, Blue, এবং Speed এর মত তিনটি সুইচ এবং IP32 Dust and Spill Resistance এর মত সুবিধা। তাছাড়া এটি Tenkeyless ডিভাইস নয়, তাই আপনার কাছে এখনও ফাংশন কীগুলির একটি সম্পূর্ণ সেট এবং একটি Numpad এর অ্যাক্সেস থাকবে। এই কিবোর্ডটির দাম মাত্র ৭০ ডালার (প্রায় ৬০০০ টাকা)।

সেরা ওয়ারলেস কিবোর্ড

Logitech Wireless Illuminated Keyboard K800

আপনি যদি তারের ঝামেলা না চান, আপনার টাইপিং এ আরও স্বাধীনতা চান তাহলে বেছে নিতে পারেন Logitech এর Wireless Illuminated Keyboard K800 কিবোর্ডটি। কিবোর্ডটিতে পাবেন, সাইজ এবং ফিচারের দুর্দান্ত ব্যালেন্স।

কীবোর্ডটিতে দেয়া হয়েছে পাতলা এবং স্টিম-লাইন ডিজাইন। যার সামনের দিকটাকে পাতলা করা হয়েছে সুতরাং যখন এটি ব্যবহার করা হবে না তখন সহজেই দাড় করিয়ে রাখা যাবে, যাদের ডেস্কে জায়গা কম তাদের এই ডিজাইনটি বেশ ভাল লাগবে আশা করছি। কীগুলির বাইরের অংশটিতে চকচকে কালো প্লাস্টিকের ফিনিশিং দেয়া হয়েছে এবং আরামদায়কভাবে টাইপ করতে কিবোর্ডে দেয়া হয়েছে একটি আর্গোনমিক পাম রেস্ট সুবিধা।

নাম দেখেই বুঝা যাচ্ছে এটি একটি Backlit  কিবোর্ড। তবে এর ব্যাক লাইটিং ফিচারে অন্য মাত্রা যোগ করেছে চমৎকার দুটি সেন্সর। যেমন এতে দেয়া হয়েছে একটি Ambient Light সেন্সর যা বাইরের আলোর পরিমাণ ডিটেক্ট করে কী গুলোর ব্রাইটনেস বাড়াতে কমাতে পারে, এই কিবোর্ডে যুক্ত করা হয়েছে আরও একটি মোশন সেন্সর যা আপনার হাতের উপস্থিতেই কেবল কী গুলোকে আলোকিত করবে, যাতে করে আপনার ব্যাটারি বেশ সেভ হবে।

K800 কিবোর্ডে একই সাথে এর সাথে দেয়া হয়েছে, Numpad, ফাংশন কী, এবং মিডিয়া কন্ট্রোলার। টেস্টিং এর সময় আমি  2.4 GHz RF কানেকশনে এই কিবোর্ডে কোন ল্যাগ লক্ষ্য করি নি। তাছাড়া টাইপিং এক্সপেরিয়েন্স ছিল দারুণ।

AA NiMh ব্যাটারির সাথে একবার চার্জ দিলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় ১০ দিন। চার্জের জন্য এতে দেয়া হয়েছে micro-USB পোর্ট। ব্যাটারি সাশ্রয় করতে কিবোর্ডে অফ অন স্যুইচও যোগ করা হয়েছে।

আপনি ল্যাপটপের জন্য কম সাউন্ডের কোন কিবোর্ডে খুঁজে থাকেন তাহলে চোখ বন্ধ করে কিনে ফেলতে পারেন দারুণ এই কিবোর্ডটি। একটি ওয়ারলেস Backlit কিবোর্ডের দাম ৬০ ডলার (প্রায় ৫০৯০ টাকা) আমার কাছে খুব বেশি লাগে নি। Amazon এ কিবোর্ডটির ৫১৭০ এর বেশি পজিটিভ রিভিউ আমাকে আরও ইমপ্রেস করেছে।

সেরা HTPC কিবোর্ড

Logitech Illuminated Living Room Keyboard K830

আপনি যদি Home Theater PC অথবা HTPC কিবোর্ড খুঁজে থাকেন তাহলে আপনার জন্য দারুণ হতে পারে Logitech এর K830 কিবোর্ডটি। আগে যার দাম ছিল ৮০ ডলার (প্রায় ৬৮০০ টাকা) এখন সেটা পেয়ে যাচ্ছেন মাত্র ৬০ ডলারে (প্রায় ৫০৯০ টাকা)।

এই কিবোর্ডে আপনি পাচ্ছেন, বিল্ড-ইন টাচ প্যাড, Left, Right মাউস বাটম এবং ভলিউমের জন্য তিনটি Hotkeys। এর ডিজাইনই আপনাকে বলে দেবে হোম এন্টারটেইনমেন্টের জন্যই এটি তৈরি করা।

K800 কিবোর্ডটির মতই এখানে আছে Ambient Light সেন্সর, যার মানে যখন ব্যবহার করবেন না তখন স্বয়ংক্রিয় ভাবেই কী গুলোর আলো কমে যাবে, এটি একই সাথে যেমন আপনার ব্যাটারি সেভ করবে তেমনি মুভি দেখার সময় এর আলো আপনার চোখে পড়ে বিরক্তির সৃষ্টি করবে না। কিবোর্ডটির উপরের সাড়ীতে দেয়া হয়েছে, Closing Windows, Showing Desktop, Searching, এবং Playing/Pausing Media ফিচার গুলো। আর এই সব কিছুই আপনি Logitech এর নির্দিষ্ট সফটওয়ার দিয়ে কাস্টমাইজ করতে পারবেন।

তবে যাদের বাজেট একটু টাইট তারা সেরা বিকল্প হিসেবে ২৪ ডলারে (প্রায় ২০৩৫ টাকা) K400 Plus  দেখতে পারেন। এই কিবোর্ডটিতে ব্যাক লাইট না থাকলেও সব দিক বিবেচনায় এই দামের মধ্যে সেরা কিবোর্ড এটি।

সেরা ব্লুটুথ এবং মাল্টি-ডিভাইস কিবোর্ড

Logitech K780 Wireless Multi-Device

আপনি কি আপনার সকল ডিভাইস এক কিবোর্ড দিয়েই নিয়ন্ত্রণ করতে চান? আপনার চাহিদা মত বেশ কার্যকরী কিবোর্ড হতে পারে Logitech এর K780 কিবোর্ডটি। এটি পৃথক ভাবে চলমান তিনটি ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারবে যেমন, iOS, Android, Windows, Chrome OS। আপনার ল্যাপটপ বা ডেক্সটপে ব্লুটুথ না থাকলেও টেনশন করার কিছু নেই Logitech এর নিজস্ব রিসিভার দিয়ে কিবোর্ড কানেক্ট করা যাবে।

কিবোর্ডটি রাউন্ড কী দিয়ে ডিজাইন করা, প্রথম দিকে এটি আপনার কাছে কিছুটা অদ্ভুত লাগলেও কিছুদিন ব্যবহার করলেই অভ্যস্ত হয়ে যাবেন। কী গুলোর মধ্যে দূরত্বটা আমার কাছে বেশ ভাল লেগেছে, আশা করছি এর জন্য আপনার ভুল টাইপিং অনেক কমে যাবে।

নতুন ডিভাইসের সাথে Pair হওয়া খুবই সহজ, আপনি F1, F2, অথবা F3 কী চেপে রাখুন যতক্ষণ লাইট না জ্বলতে থাকে। লাইট জ্বলতে থাকলে বুঝবেন এটি Pairing মুডে আছে এবং আপনার কাছাকাছি সকল ডিভাইসে এটি Visible হবে, এবং নির্দিষ্ট ডিভাইসের সাথে কানেক্ট করে নিন।

ট্রাভেল বা আউট ডোর কোন কাছে বেশ আরামে টাইপ করতে পারবেন এই কিবোর্ড দিয়ে। Logitech এর সিস্টেমটি PerfectStroke Key এই বিষয়টি আরও সহজ করে দিয়েছে। তবে একটি বিষয় দুঃখ জনক কিবোর্ডটিতে বিল্ড-ইন কোন স্ট্যান্ড দেয়া হয় নি, স্ট্যান্ড থাকলে এটি দিয়ে টাইপিং আরও আরামদায়ক হতো।

তবে কিবোর্ডে ব্যাক লাইট রাখা হয় নি কিন্তু যেহেতু ২ বছর Heavy ইউজের পরেও ব্যাটারি বদলাতে হয় না সুতরাং এই বিষয়ে আমার অভিযোগ থাকবে না।

Logitech এর আরও কিছু ব্লুটুথ কিবোর্ড আছে তবে ৬০ ডলারের মধ্যে এই K780 কিবোর্ডটিকে সব কিছু মিলিয়ে সেরা বলব।

আপনার বাজেট কম থাকলে ৩০ ডলারের (প্রায় ২৫০০ টাকা) K380  কিবোর্ডটিও দেখতে পারেন যা বেশ পাতলা এবং ছোট কিন্তু এতে স্মার্ট-ফোন বা ট্যাবলেট এড করার সুবিধা নেই।

সেরা বাজেট কিবোর্ড

Logitech MK270R

এতক্ষণ দামী দামী কিবোর্ড নিয়ে কথা হল এবার চলে আসলাম একেবারে বাজেট কিবোর্ডে। আপনি এই ক্যাটাগরিতে দুটি কিবোর্ড দেখতে পারেন যেমন, Microsoft Wireless Desktop 900 এবং Logitech MK270R। তবে আপনার বাজেট যদি একটু বেশি থাকে তাহলে আমি বলব ২১ ডলারের (প্রায় ১৮০০ টাকা) Logitech MK270R কিবোর্ডটি আপনার জন্য সেরা হতে পারে যাতে পেয়ে যাবেন নিজস্ব একটি মাউসও।

Logitech MK270R, মাইক্রোসফট কিবোর্ড থেকে আরও ন্যাচারাল টাইপিং এক্সপেরিয়েন্স দেবে তাছাড়া এখানে পাবেন ফাংশন কী, Numpad বাটন, এবং ফুল সেটের প্রোগ্রামেবল Hotkeys। যা সাধারণত কম দাবী কিবোর্ড গুলোতে দেখা যায় না। কিবোর্ডটিতে আপনি Media Controls, Calculator, এবং একটি Power Toggle অপশনও পেয়ে যাবেন এবং প্রয়োজনে এগুলো Tweak করেও নিতে পারেন।

তবে এই দামের মধ্যে একই সাথে একটি মাউস পাওয়া আসলেই দারুণ ব্যাপার।

তবে ম্যাকানিক্যাল বাজেট কিবোর্ডের মধ্যে দারুণ একটি কিবোর্ড হচ্ছে GranVela MechanicalEagle Z-77। যার পাওয়া যাবে ৩২ ডলারে (প্রায় ২৭০০ টাকা)। আমাদের টেস্টে কিবোর্ডটির পারফরমেন্স যথেষ্ট ভাল ছিল। তাছাড়া এই কিবোর্ডে ছিল মাল্টি-কালার ব্যাক-লাইট সুবিধা। তবে এটি একটি তারযুক্ত কিবোর্ড

সুতরাং Logitech MK270R এর ব্যাটারি চেঞ্জ করা আপনার কাছে বিরক্তির কারণ হলে GranVela MechanicalEagle Z-77 বিকল্প হতে পারে।

তাছাড়া আপনি GranVela MechanicalEagle Z-77 এর বিকল্প কোন কিছু চাইলে Microsoft Wired Desktop 600 কিবোর্ডটি দেখতে পারেন, Microsoft Wired Desktop 600  আপনাকে ফার্স্ট রেট টাইপিং এক্সপেরিয়েন্স না দিলেও এটি মাত্র ৩০ ডলারেই পেয়ে যাবেন।

তবে বাজেট কিবোর্ডের ক্ষেত্রে আমি জয়ী করব Logitech MK270R কিবোর্ডকেই।

শেষ কথাঃ

আপনার পিসি দিয়ে যে ধরনের কাজ করবেন চেষ্টা করুন কাজ অনুযায়ী কিবোর্ড বাছাই করতে, কারণ সাধারণ ব্যবহারের জন্য অবশ্যই ১৯৯ ডলারের কিবোর্ড ভাল পছন্দ হবে না, আর আপনি নিজেও এত টাকা খরচ করবেন না। একই ভাবে আপনি যদি প্রোডাক্টিভিটিতে ২১ ডলারের কিবোর্ড ব্যবহার করেন সেটিও উপযুক্ত হবে না। এজন্য প্রথমে আপনার চাহিদা নির্দিষ্ট করুন তারপর এই টিউনটি থেকে আপনার বাজেট অনুযায়ী সেরাটি গ্রহণ করুন।

আশা করছি সকল কাজে আপনার জন্য সেরা কিবোর্ড গুলো তুলে ধরতে পেরেছি।

তো কেমন হল আজকের টিউন তা অবশ্যই জানান, টিউমেন্ট করুন আপনি এখান থেকে কোন কিবোর্ডটি বাছাই করলেন।

আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউনে সে পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হাফেজ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস