আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতই আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আলোচনা করব কম্পিউটারের একটি হার্ডওয়্যার মাদারবোর্ড নিয়ে।
এতদিন অনেক গুলো মাদারবোর্ড নিয়ে আমি টিউন করেছি আজকে আমি কথা বলব Intel B360 মাদারবোর্ড নিয়ে। তবে আপনাকে একটা কথা বলে দেয়া উচিৎ সেটা হচ্ছে B360 মাদারবোর্ডের এর জন্য ১০০ ডলারের (প্রায় ৮৪০০ টাকা) বেশি খরচ করা উচিত না। খুব বেশি ফিচার না চাইলে ৮০ ডলারের (প্রায় ৬৭০০ টাকা) উপরে না যাওয়াই ভাল।
আমার মতে অন্য যেকোনো বোর্ড থেকে সেরা হচ্ছে Asrock B360M Pro4। এখন পর্যন্ত বাজারের সেরা B360 মাদারবোর্ড বললেও বলা যায় এটি হচ্ছে Asrock B360M Pro4। দারুণ এই মাদারবোর্ডটির দামও মাত্র ৮৫ ডলার (প্রায় ৭২০০ টাকা)।
আপনার মনে প্রশ্ন আসতে পারে এই মাদারবোর্ডে কি সুবিধা পাবো। এই দামের মধ্যে যত গুলো কম্পোনেন্ট পাবার কথা সব গুলোই পেয়ে যাবেন এই মাদারবোর্ডটিতে।
বোনাস হিসেবে এই মাদারবোর্ডে আছে, চারটি DIMM স্লট, দারুণ অডিও সলিউশন এবং নেটওয়ার্কিং কম্পোনেন্ট সাথে 6 SATA 6Gb/s পোর্ট এবং এক জোড়া M.2 স্লট।
Asrock B360M Pro4 একটি সেরা B360 মাদারবোর্ড যাকে এই দামে অন্যান্য মাদারবোর্ড গুলো বিট করতে পারবে না।
যদি আপনি ফুল সাইজ ATX বাছাই করতে চান তাহলে আপনার হাতে থাকবে দুটি অপশন, একটি হচ্ছে Asrock B360 Pro4 আরেকটি MSI B360-A PRO। দুটি বোর্ডই চমৎকার।
তবে এই দুটি থেকে আমি Asrock B360 Pro4 কে বাছাই করব কারণ এটি কম দামে ভাল কম্পোনেন্ট অফার করে। তবে আপনি যদি Asrock পছন্দ না করেন তাহলে MSI B360-A PRO কে বাছাই করতে পারেন, ১০ ডলারের (প্রায় ৮৪৮ টাকা) মধ্যে আরও পাবেন, অতিরিক্ত PCB, আরও বড় Heatsink এবং অধিক PCIe x1।
আপনার কাছে স্ট্যান্ডার্ড ATX কেস থাকলে অবশ্যই Asrock B360 Pro4 ব্যবহার করুন।
Asus TUF B360M-E Gaming আরেকটি কোয়াটিলিটি MicroATX B360 মাদারবোর্ড কিন্তু উপরে বর্ণিত Asrock মাদারবোর্ড থেকে এর ফিচার কিছুটা কম, এখানে DIMM স্লটের ঘাটতি রয়েছে। মাত্র দুটি স্লটের মানে হচ্ছে ভবিষ্যতে মেমোরি আপগ্রেড বেশ ব্যয় বহুল হয়ে যাবে।
অন্যদিক গুলো বিবেচনায় বোর্ডটি ভাল হলেও SATA পোর্ট গুলোর পজিশনিং আমার কাছে ভাল লাগে নি।
তারপরেও Asrock B360M Pro4 মাদারবোর্ডের বিকল্প হিসাবে দারুণ হতে পারে এই Asus TUF B360M-E Gaming মাদারবোর্ডটি।
আপনি যদি Asrock পছন্দ না করেন তবে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে Gigabyte B360M D3H। যার বাজার মূল্য মাত্র ৮০ ডলার (প্রায় ৬৭০০ টাকা) যা আগের দুটি মাদারবোর্ড থেকে বেশ সাশ্রয়ী।
Asus B360M-E Gaming মাদারবোর্ডের মতই এই বোর্ডটিও যথেষ্ট সলিড। এখানে তারা কিছু লিগেসি কম্পোনেন্টও যুক্ত করেছে যেমন PCI slot। এতে একই সাথে আরও যুক্ত করা হয়েছে যেমন, USB 3.1 Gen 2 Type-A port, এবং একটি M.2 slot। Core i7-8700 এবং Core i5-8400 প্রসেসরের জন্য উপযুক্ত হবে এই মাদারবোর্ডটি।
আপনি যদি মিনি কম্পিউটার বানাতে চান তাহলে আপনাকে অবশ্যই Mini-ITX মাদারবোর্ডে যেতে হবে। তবে Z370 Mini-ITX মাদারবোর্ডের জন্য এর দাম শুরু হবে ১৩৬ ডলার (প্রায় ১১৫০০ টাকা) থেকে। অধিকাংশ অপশন গুলো হবে ১৬০ ডলার (প্রায় ১৩৫০০ টাকা) থেকে ১৭০ ডলারের (প্রায় ১৪৪০০ টাকা) মধ্যে।
Z370 Mini-ITX এর জন্য আমরা দুটি মাদারবোর্ডকে বিবেচনায় রাখব, একটি হচ্ছে, Asrock B360M-ITX/ac এবং আরেকটি হল MSI B360I Gaming Pro AC। তবে দুটি থেকে যেকোনো একটি সিলেক্ট কিছুটা কঠিন কাজ কারণ দুটি মাদারবোর্ডই কোয়ালিটি পারফরম্যান্স দেয়।
তবে আমি বিষয়টি পরিষ্কার করে দিতে পারি, প্রথমে যদি MSI B360I Gaming Pro AC ধরি তাহলে বলতে হবে এই মাদারবোর্ডটির VRM তুলনা মূলক একটু বেশি ভাল। সাথে এর দামও বেশ সাশ্রয়ী।
তবে আপনি কিছু টাকা বাড়িয়ে, ৯৫ ডলার (প্রায় ৮০৬১ টাকা) দিয়ে Asrock B360M-ITX/ac নিলে আরও বেশি সুবিধা পাবেন, এটি আপনাকে দেবে, একটি single PCIe 3.0 x16 slot, চারটি SATA পোর্ট, চারটি USB 3.0 পোর্ট, Intel 802.11ac WiFi plus Bluetooth 4.2, আরও পাবেন একটি Ultra M.2 slot।
একটি বিষয় খুবই অদ্ভুত সেটা হচ্ছে বেশিরভাগ B360 মাদারবোর্ড গুলোই ১০০ ডলারের উপরে, যেখানে এই দামে Z370 মাদারবোর্ড গুলোই পাওয়া যায়। তাছাড়া বেশি ভাগ Z370 মাদারবোর্ড গুলো ১২০ ডলারের (প্রায় ১০১৮২ টাকা) মধ্যে কিনে নেয়া যায়।
সবচেয়ে সাশ্রয়ী B360 মাদারবোর্ড বলতে গেলে ৭০ ডলারের মধ্যে পাওয়া যায় তবে এগুলোতে অনেক ফিচার মিসিং থাকতে পারে। সুতরাং ৮০ থেকে ৮৫ ডলারের (প্রায় ৭২১২ টাকা) মাদারবোর্ড গুলো আপনার জন্য ভাল সিদ্ধান্ত হতে পারে। একই সাথে এই বাজেটের মধ্যে লক করা Core i5 প্রসেসর গুলোতেও ভাল চলবে। অন্যদিকে H310 মাদারবোর্ড গুলো লক Core i3 এর জন্য বেশ উপযুক্ত যার দাম শুরু হবে ৬০ ডলার (প্রায় ৫০৯০ টাকা) থেকে।
তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।