এই মুহূর্তে বাজারের সেরা মাদারবোর্ড [পর্ব-০৬] :: সেরা ৫ টি Intel Z370 মাদারবোর্ড

টিউন বিভাগ পিসি বিল্ডিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

এই মুহূর্তে বাজারের সেরা মাদারবোর্ড

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতই আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আলোচনা করব কম্পিউটারের একটি হার্ডওয়্যার মাদারবোর্ড নিয়ে। আজকে  বাজারের সেরা Intel Z370 মাদারবোর্ড গুলো নিয়ে কথা বলব।

যারা বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড খুঁজছেন তাদের জন্য আজকের এই Z370 মাদারবোর্ড নিয়ে টিউনটি আশা করছি উপকারে আসবে। আজকে আমি আমার পছন্দের একটি মাদারবোর্ড নিয়ে কথা বলব, আর সেটা হচ্ছে Z370৷ মাদারবোর্ডটিতে ব্যবহার করা যাবে Intel এর  8th-gen Core প্রসেসর। Intel Z370 এর মাদারবোর্ড গুলোর দাম শুরু হবে ১০০ ডলারের (প্রায় ৮৪০০ টাকা) একটু বেশি থেকে।

এই মাদারবোর্ডের জন্য আমরা Asus, Asrock, MSI, Gigabyte, SuperMicro এবং Evga এর মত কয়েকটা অপশন দেখব। আপনার জন্য এই অপশন গুলো থেকে কোনটি উপযুক্ত বা ভাল হবে এবং পারফরম্যান্স আর বাজেট ফ্রেন্ডলি কিনা সবকিছুই আলোচনা হবে এই টিউনে।

আমি এন্ট্রি লেভেল থেকে শুরু করব। যারা বাজেট নিয়ে চিন্তায় আছেন তারা প্রথম দিকের মাদারবোর্ড গুলো সম্পর্কে ভাল ধারণা নিন আর যারা হাই-এন্ড পিসি বিল্ড করতে চাচ্ছেন তারা শেষ দিকের বোর্ড গুলো দেখুন।

সেরা এন্ট্রি লেভেল মাদারবোর্ড

MSI Z370-A Pro

আপনাদের মধ্যে যারা কিছু টাকা বাচাতে চান এবং চান আপনার GPU টা ফাস্ট হোক তাদের জন্য আমাদের হাতে ১২০ ডলার (প্রায় ১০, ১০০ টাকা) থেকে ১৩০ ডলারের (প্রায় ১১০০০ টাকা) মধ্যে কিছু মাদারবোর্ড রয়েছে।

এই দামের মধ্যে দেখতে মোটামুটি ভাল দেখাচ্ছে, Asus Prime Z370-P তবে এটাকে সেরা বলা যাবে না, তবে এটি ভাল পারফরম্যান্স অফার করছে। Asus কখনো দামের দিক থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, এখানে দেয়া হয়েছে বাজেট অডিও এবং নেটওয়ার্ক কম্পোনেন্ট।

১০ ডলার (প্রায় ৮৪৮ টাকা) কমে এ মাদারবোর্ডটি আমার কাছে আরেকটু ভাল মনে হয়েছে Gigabyte Z370 Aorus Gaming WiFi। কারণ এতে দেয়া হয়েছে, Intel Gigabit networking, Creative Sound Core 3D audio, ৬ টি SATA ports এবং Bluetooth এর সাথে  Wireless networking। এই দামের মধ্যে Asrock Z370 Pro4 মাদারবোর্ডটিও ভাল তবে, সেখানেও ভাল VRM সাপোর্ট দেয়া হয়েছে কিন্তু এর অডিও সলিউশন আমার কাছে ভাল লাগে নি।

এর পরেই আসে এই বাজেটের সবচেয়ে কম দামী মাদারবোর্ড MSI Z370-A Pro এবং আমার মতে এন্ট্রি লেভেলের জন্য এটিই সেরা। এই মাদারবোর্ডটি ওভারক্লকিং এর জন্য উপযুক্ত না হলেও বাকি সব দিক বিবেচনায় এটিই সেরা।

তবে আমাদের সেরা বিকল্প হতে পারে Asrock Z370 Pro4 এবং Gigabyte Z370 Aorus Gaming WiFi মাদারবোর্ড গুলো যেগুলো ১৩০ ডলারে (প্রায় ১১০০০ টাকা) পাওয়া যায়। এই দুটির মধ্যে ওভারক্লকিং এর জন্য ভাল হলেও অন্যদিক গুলোতে খুব একটা ভাল করতে পারে নি। সুতরাং এন্ট্রি লেভেলে  বিকল্প হতে পারে MSI Z370-A Pro মাদারবোর্ডটি।

বেস্ট ভ্যালু অলরাউন্ডার মাদারবোর্ড

Asrock Z370 Extreme 4

Asus Prime Z370, MSI Z370 Gaming M5, Gigabyte Z370 Aorus Ultra Gaming এবং Asrock Z370 Extreme4 মাদারবোর্ড গুলোর মধ্যে আপনি বাছাই করতে পারেন সেরা Intel Z370 মাদারবোর্ড। এখানে Asus  এর মাদারবোর্ডটি দারুণ হলেও এর দাম নির্ধারণ করা হয়েছে ১৭৫ ডলার (প্রায় ১৪৮০০ টাকা) যা একটু বেশি।

বাকি MSI Z370 Gaming M5, Gigabyte Z370 Aorus Ultra Gaming এবং Asrock Z370 Extreme4 তিনটি প্রায় একই রকম এবং এখান থেকে বাচাই করা একটু কঠিন। আমি এখান থেকে Gigabyte Z370 Aorus Ultra Gaming বাদ দিব, কারণ এর VRM হাই টেম্পারেচার সমস্যায় ভোগে, অনলাইনেও এই মাদারবোর্ডটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বাকি আছে দুইটি।

MSI Z370 Gaming M5 এবং Asrock Z370 Extreme 4 দুটি থেকে আমি বাছাই করব Asrock Z370 Extreme 4 কে কারণ, কম দাম হওয়া স্বত্বেও এটির দাম ১৬৫ ডলার (প্রায় ১৪০০০ টাকা), এটা দিচ্ছে দারুণ সব ফিচার এবং সলিড VRM। অনলাইন কমিউনিটি গুলোতেও Asrock Z370 Extreme 4 এর পজিটিভ রিভিউ লক্ষ্য করেছি।

এটি নেভিগেট এবং ওভারক্লকিং করাও সহজ।

তারপরেও Asrock Z370 Extreme 4 আপনার পছন্দ না হলে আপনার জন্য সেরা বিকল্প হচ্ছে MSI Z370 Gaming M5। রাউন্ড ডিজাইনের এই মাদারবোর্ডটি দেখতেও চমৎকার।

আপোষহীন বেস্ট ভ্যালু মাদারবোর্ড

MSI Z370 Godlike

আপনি যদি সেরার থেকে সেরা Intel Z370 মাদারবোর্ড চান এবং মাদারবোর্ডের পেছনে ভাল টাকা খরচ করতে চান তাহলে প্রথমেই Gigabyte এবং Asrock মাদারবোর্ড গুলো বাদ দিয়ে দিন।

Asus নিয়ে এসেছে ROG Maximus X Apex এর মত কিছু হাই এন্ড মাদারবোর্ড। বোর্ডটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৫০ ডলার (প্রায় ২৯৭০০ টাকা)। যা বিশেষ করে ওভারক্লকিং এর উপর গুরুত্ব দেয়া হয়েছে। অন্য দিকে Maximus X Formula এর দাম ৪৫০ ডলার (প্রায় ৩৮০০০ টাকা)।

অন্যদিকে MSI এর ৫০০ ডলারের (প্রায় ৪২৪০০ টাকা) একটি মাদারবোর্ডও রয়েছে যার নাম MSI Z370 Godlike। আমার কাছে সব কিছু বিবেচনায় MSI এর মাদারবোর্ডটি উপযুক্ত মনে হয়েছে। কারণ আমি  8700K দিয়ে এই মাদারবোর্ডে 5.3 GHz পর্যন্ত ওভারক্লকিং করতে পেরেছিলাম। যা অন্যান্য বোর্ড গুলো পারে নি। তাছাড়া এর প্লাস্টিক কাভারের VRM থাকার পরেও এর VRM পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সুতরাং ৫০০ ডলারের (প্রায় ৪২৪০০ টাকা) মাদারবোর্ড হিসেবে আমরা সেরা বলতে পারি MSI Z370 Godlike মাদারবোর্ডকে।

সেরা Micro ATX মাদারবোর্ড

Asrock Z370M Pro4

আপনি যদি24.4 x 24.4 cm, Micro ATX  মাদারবোর্ড নিতে চান তাহলে আপনার জন্য লিমিটেড কিছু অফার রয়েছে।

আপনাদের Micro ATX এর জন্য ভাল হবে Asrock Z370M Pro4 যার মূল্য ১৩০ ডলার (প্রায় ১১০০০ টাকা)। এখানে আপনি পেয়ে যাবেন সলিড VRM, 4-DIMM slot, 6-SATA port, Intel Gigabit LAN এবং দুটি PCIe 3.0 x16 slot।

অন্যদিকে Asus ROG Strix Z370-G Gaming মাদারবোর্ডটিও ভাল কিন্তু এর দাম একটু বেশি। এর দাম ধরা হয়েছে ১৮৫ ডলার (প্রায় ১৫৭০০ টাকা)। দাম ৫৫ ডলার বেশি থাকার জন্য এখানে পাওয়া যাবে অতিরিক্ত সুবিধা যেমন, আরও ভাল অডিও, ওয়্যারলেস নেটওয়ার্কিং, অতিরিক্ত USB পোর্ট এবং  PCIe x16 slot।

অন্যদিকে আপনি ২০০ ডলারে (প্রায় ১৭০০০ টাকা) পাবেন EVGA Z370 121-KS-E375-KR যাতে আছে, Intel Gigabit networking, Realtek ALC1220 codec কিন্তু এতে নেই, ওয়ারলেস নেটওয়ার্ক এবং Type-C  পোর্ট।

সুতরাং আপনি সব দিক বিবেচনা করে Asrock Z370M Pro4 মাদারবোর্ডটিই সিলেক্ট করতে পারেন।

সেরা Mini-ITX মাদারবোর্ড

Asrock Fatal1ty Z370 Gaming-ITX/ac

জানি অনেকেই MicroATX মাদারবোর্ড নিয়ে বেশ টেনশনে থাকেন। সুতরাং অতিরিক্ত টেনশন করার দরকার নেই, আজকে আমি এই ক্যাটাগরির তিনটি সেরা মাদারবোর্ড নিয়ে আলোচনা করব, বোর্ড গুলো হল,  Asus ROG Strix Z370-I Gaming যার দাম ১৯০ ডলার, Asrock Fatal1ty Z370 Gaming-ITX/ac এর দামও ১৯০ ডলার (প্রায় ১৬১০০ টাকা), এবং MSI Z370I Gaming Pro Carbon যা আপনি কিনতে পারবেন ১৮০ ডলারে (প্রায় ১৫২৭৯ টাকা)।

আমি এই বোর্ড গুলোর মধ্যে Asrock Fatal1ty Z370 Gaming-ITX/ac কে সেরা বলব কারণ এখানে আছে, Type-C এর সাথে USB 3.0 port, ৬ টি SATA port সাথে ব্যাকপার্টে একটি  M.2, সলিড VRM যাতে পাবেন Thunderbolt 3, এতে আছে ওয়্যারলেস নেটওয়ার্ক এবং দারুণ অডিও সলিউশন।

যদি MSI Z370I Gaming Pro Carbon এর কথা বলি তাহলে বলতে হবে এখানে বেশ কিছু ফিচার মিসিং এবং SATA পোর্ট গুলোর পজিশনিংও আমার কাছে ভাল মনে হয় নি।

অন্যদিকে  Asus ROG Strix Z370-I Gaming মাদারবোর্ডটিও ভাল এখানে দেয়া হয়েছে দুটি M.2 port এবং এর VRM ও চমৎকার তবে এর দাম ১০ ডলার (প্রায় ৮৪৮ টাকা) বেশি।

আমার কাছে Gigabyte Z370N WiFi খুব একটা পছন্দ হয় নি যদিও এর দাম অন্যান্য মাদারবোর্ড গুলো থেকে কিছুটা কম ১৬০ ডলার (প্রায় ১৩৫০০ টাকা)। তবে এর  সুবিধা গুলো আপনি ১৩৫ ডলারের (প্রায় ১১৪০০ টাকা) Asrock Z370M-ITX/ac বোর্ডেও পেয়ে যাবেন।

শেষ মূহুর্তে আমার কাছে দুটি ভাল বোর্ড থাকে Asrock এবং Asus। যেহেতু Asus নিয়ে অনেক অভিযোগ শুনা যায় সুতরাং Asrock কে বাছাই করাই সেরা সিদ্ধান্ত হবে।

শেষ কথাঃ

আশা করছি এই টিউনের মাধ্যমে আপনি আপনার চাহিদা মত সেরা Intel Z370 মাদারবোর্ডটি বেছে নিতে পারবেন।

তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের টিউনে সে পর্যন্ত ভাল থাকুন।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস