আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতই আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আলোচনা করব কম্পিউটারের একটি হার্ডওয়্যার মাদারবোর্ড নিয়ে। আজকে বাজারের সেরা Intel Z490 মাদারবোর্ড গুলো নিয়ে কথা বলব।
নতুন Z490 মাদারবোর্ড প্ল্যাটফর্মের সাথে এসেছে Intel Core CPU গুলির সর্বশেষ প্রজন্ম। বর্তমানে ৫০ টিরও বেশি Intel Z490 এর মাদারবোর্ড রয়েছে। বাজারে Intel Z490 মাদারবোর্ড গুলোর দাম ১৫০ ডলার (প্রায় ১২৭০০ টাকা) থেকে ১৩০০ ডলারের (প্রায় ১১০২৩০ টাকা) মধ্যে।
যদিও Z490 এবং Z390 চিপ-সেট গুলো 10th-gen CPU এবং তাদের পূর্বসূরিদের মতই তবুও Intel, LGA115x থেকে LGA1200 নতুন সকেট বেছে নিয়েছে। অধিকাংশ LGA115x কুলার নতুন সকেটে কাজ করবে তবে আপনি যদি 10th-gen Intel Core প্রসেসর কিনে থাকেন তাহলে আপনাকে নতুন মাদারবোর্ড কিনতে হবে।
ভাল এবং উপযুক্ত Intel Z490 মাদারবোর্ড কোন গুলো এই বিষয় গুলো নিয়েই এখন আলোচনা করব।
আমরা মিড রেঞ্জের মাদারবোর্ড বিশেষ করে যেগুলোর দাম ২০০ ডলারের আশেপাশে এগুলো নিয়ে কথা বলব।
এন্ট্রি লেভেলের Intel Z490 মাদারবোর্ড থেকে শুরু করলে আমাদের হাতে দুটি মাদারবোর্ড থাকবে যেমন, Asus Prime Z490-P এবং MSI Z490-A Pro।
আপনি অবশ্যই মাদারবোর্ডে গুলোতে K-series Intel প্রসেসর চালানো আশা করবেন বিশেষ করে ওভারক্লকিং করার ক্ষেত্রে। Asus Prime Z490-P এবং MSI Z490-A Pro উভয়কেই ধন্যবাদ দিতে হয় কারণ এগুলো ভাল VRM এর পাশাপাশি, 5.1 GHz এ Core i9-10900K কেও হেন্ডেল করতে পারে।
এই দুটি মাদারবোর্ডের ফিচার গুলোর দিকে নজর দেয়ার আগে অবশ্যই একবার ভেবে নেবেন ১৬০ ডলার (প্রায় ১৩৫০০ টাকা) মূল্যের মাদারবোর্ডে এর চেয়ে ভাল ফিচার আশা করা যায় কিনা।
তবে এই প্রাইস রেঞ্জের বাইরে গেলে আপনি Gigabyte Z490M Gaming X এবং Z490 UD সহ আরও মাদারবোর্ড বাছাই করতে পারেন তবে ১৬০ ডলারের মাদারবোর্ড হিসেবে Asus Prime Z490-P এবং MSI Z490-A Pro কে বেশ উপযুক্ত বলে মনে হয়েছে আমার কাছে।
আপনার বাজেট যদি ২০০ ডলার (প্রায় ১৭, ০০০ টাকা) থাকে তাহলেও ভাল একটি মাদার বোর্ড বাছাই করে নিতে পারেন। আপনি এই দামের মধ্যে MSI MAG Z490 Tomahawk মাদারবোর্ডটি দেখতে পারেন। ১৯০ ডলারের (প্রায় ১৬১০০ টাকা) মধ্যে পেয়ে যাবেন দারুণ কোয়ালিটির একটি মাদারবোর্ড। আমাদের পরীক্ষায় একটি Core i9-10900K প্রসেসরে 1.35v এ এর ক্লক স্পীড ছিল 5.1 GHz। সুতরাং আপনাকে অধিক টাকা ব্যয় করে Intel এর নতুন জেনারেশনের 10-core Processor কিনতে হবে না, যদিও এটি দিয়ে ওবারক্লকিং করা হলে অতিরিক্ত পাওয়া দরকার হবে।
Tomahawk এর মধ্যে vcore VRM এর জন্য MSI একাধিক পাওয়ার স্টেজ এর মধ্য দিয়ে গিয়েছে, যেমন তারা 660A Capacity কে সংযুক্ত করতে প্রায় এক ডজন 55A Powerstage ব্যবহার করেছে। এই মাদারবোর্ডটিতে আরও যুক্ত করা হয়েছে ৩৩৭ গ্রামের Heatsinks। বাজারের অন্যান্য সস্তা ব্র্যান্ডের তুলনায় এই মাদার বোর্ডে আপনি পেয়ে যাবেন, 2.5 Gbit LAN, 20 Gbps সাপোর্টের জন্য USB 3.2 Gen 2x2, এবং অতিরিক্ত কিছু USB ports, সহ দারুণ কিছু সুবিধা।
আমাদের অন্য আরেকটি বিকল্প Gigabyte Z490 Vision G মাদারবোর্ড আপনার বেস্ট চয়েস হতে পারে কারণ ২০০ ডলারের (প্রায় ১৭, ০০০ টাকা) মধ্যে এটি এক মাত্র মাদারবোর্ড যাতে আপনি পাচ্ছেন তিনটি PCIe x16 স্লট ৷ এর প্রাইমারি স্লটটি x16 bandwidth এর জন্য তারযুক্ত করা হয়েছে কারণ LGA1200 প্রসেসর গুলোতে পর্যাপ্ত PCIe সাপোর্ট করে না, সেকেন্ডারি স্লটটিও তার যুক্ত যা দেবে x8 bandwidth, এবং যখন এই স্লটটি ব্যবহৃত হবে তখন প্রাইমারি স্লটে অর্ধেক bandwidth পাওয়া যাবে, এবং তৃতীয় স্লটটি তারযুক্ত যা সরবারহ করতে পারে x4 bandwidth।
তাছাড়া Vision G এর I/O প্যানেলে রয়েছে অতিরিক্ত দুটি USB 3.2 পোর্ট। যদিও এটি ২.৫ গিগাবাইট ল্যান ধরে রাখার সময় নেটওয়ার্কিং ড্রপ করে। Vision G এর VRM পারফরম্যান্স মোটামুটি Tomahawk এর সমান।
এই দামের ভেতর আরেকটি Gigabyte Z490 Aorus Elite মাদারবোর্ডও ভাল, আমরা টেস্টিং এ ভাল ফলাফল পেয়েছি তবে আমি MSI এর বোর্ডকেই প্রেফার করব। এদিক বিবেচনা করলে Asus TUF Gaming Z490-Plus মাদারবোর্ডটিও ভাল।
আমাদের কাছে বর্তমানে mATX এর জন্য ৫ টি অপশন রয়েছে যেমন, Asrock, Asus, Gigabyte এবং MSI।
Asrock Z490M Pro4 বোর্ডটিতে Phantom Gaming 4 এর মত VRM ব্যবহার করা হয়েছে। Gigabyte Z490M Gaming X বোর্ডও Z490 UD এর মত একই VRM ব্যবহার করা হয়েছে সুতরাং আমরা এগুলো এড়িয়ে যেতে পারি।
আপনি ১৫০ ডলার (প্রায় ১২৭১৮ টাকা) দিয়ে Asus Prime Z490M-Plus মাদারবোর্ডটি কিনতে পারেন যদিও এটি বেস্ট নয় তবুও আমরা বলতে পারি এটি ভাল মানের একটি মাদারবোর্ড। এর Vcore এ দেয়া হয়েছে ৮ টি পাওয়ার স্টেজ দিয়ে। কয়েকটি পরীক্ষায় এর পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল।
যদিও এর ফিচারের দিকে কিছু লিমিট রয়েছে তবে আপনাকে অবশ্যই এর দামের বিষয়টিও ভাবতে হবে।
তবে আপনি নেটওয়ার্কিং করতে চাইলে আপনার জন্য MSI MPG Z490M Gaming Edge WiFi সেরা হতে পারে। এর দাম ১৯০ ডলার (প্রায় ১৬১০০ টাকা)।
তবে ATX Z490 এর জন্য সেরা হবে Asus ROG Strix Z490-G Gaming Wi-Fi যার মূল্য ২৪০ ডলার (প্রায় ২৩৭৪১ টাকা প্রায়)। এতে এর সাথে দেয়া হয়েছে ১ ডজন 45A power stages এবং বড় Heatsink।
বোর্ডটিতে আছে ছয়টি USB 3.2 পোর্ট, I/O প্যানেলে আছে একটি USB Type-C পোর্ট, এবং একটি BIOS FlashBack বোটম।
এই Mini-ITX Z490 ধরনের মাদারবোর্ডের ক্ষেত্রে আমাদের হাতে চারটি অপশন আছে তবে এর মধ্যে আমি দুটিকে বেশি গুরুত্ব দেব যেমন, Gigabyte Z490i Aorus Ultra অথবা MSI Z490i Unify।
তবে Gigabyte Z490i Aorus Ultra এর I/O প্যানেলে অতিরিক্ত USB পোর্ট দেয়া হয়েছে একই সাথে এর ল্যাআউটটিও চমৎকার। যাতে SATA পোর্ট গুলো অগোছালো ভাবে পজিশন করা হয় নি।
এর থেকে কিছুটা বেশি মূল্যের একটা মাদারবোর্ড হচ্ছে Asus ROG Strix Z490-I Gaming। এখানে আরও CPU সকেট ব্যবহার করা হয়েছে যা কুলার কম্পিটিবিলিটিতে প্রবলেম তৈরি করতে পারে।
একই সাথে Asrock Z490 Phantom Gaming-ITX ভাল তবে এটিতেও Asus ROG Strix Z490-I Gaming এর মত CPU কম্পিটিবিলিটি সমস্যা থাকতে পারে।
আপনি যদি দামী বা হাই এন্ড মাদারবোর্ড চান তাহলে আপনার হাতে তিনটি অপশন থাকবে যেমন, MSI Z490 Godlike, Gigabyte Z490 Aorus Xtreme এবং Asus ROG Maximus XII Extreme।
আমাদের মতামত হবে MSI Z490 Godlike। আপনি ৭৫০ ডলার (প্রায় ৬৩৫০০ টাকা) মূল্যে এই মাদারবোর্ডটি পেয়ে যাবেন যেখানে রাখা হয়েছে 90A পাওয়ার-স্টেজ। আপনি ওভার ক্লকিং না করতে চাইলে ফ্যানের আওয়াজ পরিবর্তন হবে না।
এটি দেয়া হয়েছে, 10 Gigabit LAN + 2.5 Gigabit LAN, তিনটি M.2 স্লট, দুটি Thunderbolt 3 Type-C 40Gb/s পোর্ট, Intel AX201 Wi-Fi 6, Bluetooth 5.1, এবং 8-channel Audio এর মত সুবিধা।
আমি প্রথমেই বলেছি বাজারে Intel Z490 এর অনেক মাদারবোর্ডই রয়েছে তবে পারফরমেন্স এবং বাজেট বিবেচনায় কিছু মাদারবোর্ড নিয়ে আলোচনা করলাম। আশা করছি আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে।
কেমন হল এই টিউনটি জানাতে ভুলবেন না, আর অবশ্যই আপনি জানান আপনার পিসির জন্য কোনটিকে বেছে নিয়েছেন।
তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।