এই মুহূর্তে বাজারের সেরা মাদারবোর্ড [পর্ব-০৩] :: সেরা ৫টি Intel Z390 মাদারবোর্ড

টিউন বিভাগ পিসি বিল্ডিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

এই মুহূর্তে বাজারের সেরা মাদারবোর্ড

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতই আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আলোচনা করব কম্পিউটারের একটি হার্ডওয়্যার, মাদারবোর্ড নিয়ে।

আপনি যখন কোন মাদারবোর্ড বাছাই করবেন তখন AMD অথবা Intel থেকে অনেক ধরনের মাদারবোর্ডই বাছাই করতে পারেন। আজকে আমি আলোচনা করব Intel এর Z390 মাদারবোর্ড নিয়ে।

যদিও Z390 এর অনেক মাদারবোর্ড রয়েছে তবে আমি পারফরম্যান্স, বাজেট ইত্যাদি বিষয় বিবেচনায় সেরা কিছু বোর্ড আপনাদের সামনে তুলে ধরব এবং পরামর্শ দেব কোনটি আপনার জন্য উপযুক্ত হতে পারে।

সেরা এন্ট্রি লেভেল মাদার বোর্ড

Gigabyte Z390 UD

এন্ট্রি লেভেলের মাদার বোর্ডের জন্য এর ১৩০ ডলারে (প্রায় ১১০০০ টাকা) Gigabyte Z390 UD মাদার বোর্ডটি সেরা তবে আপনি যদি ১৭০ ডলার (প্রায় ১৪৪০০ টাকা)  খরচ করতে চান তাহলে MSI Z390-A Pro মাদারবোর্ডটি দেখতে পারেন।

১৩০ ডলারের মাদারবোর্ডের ক্ষেত্রে মাদারবোর্ডটি যথেষ্ট ভাল করেছে Gigabyte Z390 UD এর VRM পারফরম্যান্স দারুণ ছিল এই বাজেটের মধ্যে। তবে এন্ট্রি লেভেলের মাদারবোর্ডের ক্ষেত্রে সব সময় এড়িয়ে যাওয়াই ভাল।

১৭০ ডলারের MSI Z390-A Pro মাদারবোর্ডে আপনি বাড়তি কিছু সুবিধা পাবেন তাছাড়া আপনি Gigabyte এর মাদারবোর্ড না কিনতে চাইলেও আপনার জন্য সেরা বিকল্প হতে পারে এটি।

ভ্যালু  অলরাউন্ডার

Gigabyte Z390 Aorus Elite

আপনি যদি মাদারবোর্ডের জন্য ২০০ ডলার (প্রায় ১৭০০০ টাকা) বাজেট রেখে থাকেন তাহলে আপনার জন্য সেরা পছন্দ হবে Gigabyte Z390 Aorus Elite অথবা Z390 Aorus Pro মাদারবোর্ডটি। তবে Z390 Aorus Pro এর জন্য অতিরিক্ত ১০ ডলার ব্যয় করতে হবে যেখানে Gigabyte Z390 Aorus Elite এর দাম ১৮০ ডলার (প্রায় ১৫২০০ টাকা)। দুটি বোর্ড একই হলেও অতিরিক্ত কিছু ফিচার দেয়া হয়েছে Z390 Aorus Pro এর মধ্যে যেমন, উভয় M.2 slot এ দুটি থার্মাল গার্ড এবং USB type-C।

তবে আপনি যদি অতিরিক্ত ফিচার গুলো না চান তাহলে আপনার জন্য Gigabyte Z390 Aorus Elite মাদারবোর্ডটিই উপযুক্ত। আমাদের থার্মাল টেস্টে দুটি মাদারবোর্ডের গুলোর পারফরম্যান্স দুর্দান্ত ছিল যা Asus এর ৩০০ ডলারের (প্রায় ২৫৪০০ টাকা) মডেল গুলোকেও ছাড়িয়ে যায়।

Asrock’s Z390 Extreme4 ও একটি সলিড বোর্ড তবে আপনি যদি Core i9-9900K এর কথা ভেবে থাকেন অথবা আপগ্রেডের চিন্তা থাকলে তাহলে চোখ বন্ধ করে Gigabyte Z390 Aorus Elite অথবা Z390 Aorus Pro বাছাই করুন।

সেরা হাই এন্ড মাদারবোর্ড

MSI MEG Z390 Godlike

আপনার বাজেট যদি ৬০০ ডলারের (প্রায় ৫০, ৮০০ টাকা) মত হয় তাহলে আপনার জন্য আছে দুটি বোর্ড Gigabyte Z390 Aorus Xtreme অথবা MSI MEG Z390 Godlike। দুটি প্রোডাক্টই একটা আরেকটার প্রতিদ্বন্দ্বী, তবে মনে রাখতে হবে এগুলোর দাম Core i9-9900K এর দাম কেও ছাড়িয়ে যাবে।

আপনি যদি Gigabyte Z390 Aorus Xtreme মাদারবোর্ড চান তাহলে এর দাম পড়বে  ৫৫০ ডলার (প্রায় ৪৬৬৩৫ টাকা) আর যদি MSI MEG Z390 Godlike নিতে চান তাহলে আপনাকে গুনতে হবে ৬০০ ডলার। এই দুটি মাদারবোর্ড থেকে যেকোনো একটি বাছাই করা বেশ কঠিন কারণ দুটি বোর্ডেই আছে দারুণ দারুণ ফিচার। উভয়ই 32-core Threadripper CPU এর জন্য উপযুক্ত। অন্যদিকে M.2 slot ও বাড়ানো হয়েছে।

তবে আপনি Aorus Xtreme কে বাছাই করতে পারেন কারণ এতে আছে 10 Gigabit networking এবং কুলিং এর জন্য এর ব্যাকপ্লেটকে দারুণ উন্নত করা হয়েছে, একই সাথে এর RGB ligh একে অন্য লেভেলে নিয়ে গেছে।

সেরা Micro ATX মাদারবোর্ড

MSI MPG Z390M Gaming Edge AC

Micro ATX এর জন্য আমাদের হাতে চারটি অপশন আছে। ১৮০ ডলার (প্রায় ১৫২০০ টাকা) এর Asus TUF Z390-M Pro Gaming আমার কাছে উপযুক্ত মনে হয় নি কারণ এতে যুক্ত করা হয়েছে লো বাজেট VRM। অন্যদিকে Asrock Z390M Pro4 তেমন ভাল নয়, তবে ১৩৫ ডলারের (১১৪০০ টাকা) মধ্যে অবশ্যই তারা তাদের জায়গায় ঠিক আছে। তো এখন আমাদের হাতে বাকি থাকল, MSI MPG Z390M Gaming Edge AC এবং Gigabyte Z390 M Gaming।

দুটি বোর্ডের ভেতর ভ্যালুর দিকে চিন্তা করলে আমার কাছে Gigabyte Z390 M Gaming উপযুক্ত মনে হয়েছে। তবে আপনি আরও ২৫ ডলার (প্রায় ২১১৯ টাকা) ব্যয় করেন তাহলে পাচ্ছেন MSI MPG Z390M Gaming Edge AC। যাতে দেয়া হয়েছে, Realtek ALC1220 audio, Intel Wireless-AC 9560 সাথে Bluetooth 5.0 এবং ভাল VRM heatsink।

তবে আপনি যদি বাজেট বাড়াতে না চান তাহলে MSI MPG Z390M Gaming Edge AC কেই বাছাই করুন এবং এটি Micro ATX  এর সাথেও বেশ ফিট হয়।

সেরা Mini-ITX মাদারবোর্ড

ASRock Z390 Phantom Gaming ITX/ac

আমরা ইতিমধ্যে কয়েক ডজন  17 x 17 cm Z390 Mini-ITX মাদারবোর্ডের অপশন পেয়েছি। এবং আমরা সব দিক বিবেচনা করে বাচাই করব  Z390 Phantom Gaming ITX/ac কে।

ছোট এই মাদারবোর্ডে দেয়া হয়েছে 5-phase VRM। এর ISL9927 পাওয়ার স্টেজ রয়েছে এবং এটি একমাত্র মাদারবোর্ড যা 60A ব্যবহার করতে পারে। ১৯০ ডলারে (প্রায় ১৬১১০ টাকা) এই মাদারবোর্ডটি আসলেই একটি হাই কোয়ালিটি মাদারবোর্ড। এতে দেয়া হয়েছে,  8 layer PCB, ভাল কুলিং সিস্টেম, Sound Blaster Cinema 5, 1x Thunderbolt 3, Dual M.2 slots, চারটি USB 3.1 Gen 2 ports, Intel 2T2R Dual Band 802.11ac WiFi সাথে Bluetooth 5.0।

আপনি বিকল্প হিসেবে Gigabyte Z390I Aorus Pro WiFi এবং MSI MPG Z390I Gaming Edge AC কেও দেখতে পারেন তবে এগুলোকে Z390 Phantom Gaming ITX/ac এর মত আল্টিমেট মাদারবোর্ড বলা যাবে না।

শেষ কথাঃ

আশা করছি এই টিউনের মাধ্যমে আপনি সেরা  Z390  মাদারবোর্ডটি বাছাই করতে পারবেন।

তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস