এই মুহূর্তে বাজারের সেরা মাদারবোর্ড [পর্ব-০৪] :: সেরা ৫টি AMD B450 মাদারবোর্ড

টিউন বিভাগ পিসি বিল্ডিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

এই মুহূর্তে বাজারের সেরা মাদারবোর্ড

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতই আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আলোচনা করব কম্পিউটারের একটি হার্ডওয়্যার মাদারবোর্ড নিয়ে। আজকে  বাজারের সেরা AMD B450 মাদারবোর্ড গুলো নিয়ে কথা বলব।

আমরা যখন ভাল মানের কোন পিসি বিল্ড করতে চাই তখন যে জিনিসটি বেশি ভাবায় সেটা হচ্ছে কম্পিউটারের মাদার বোর্ড। যেকোনো ইউজারের প্রথম পছন্দ AMD, অথবা Intel হলেও এই দুটি ব্র্যান্ডের মত রয়েছে কয়েক মডেলের মাদারবোর্ড। AMD অথবা Intel বাছাই করার পর আমরা কনফিউজড হয়ে যাই এবার MSI কিনবো, নাকি Asrock কিনবো নাকি Asus কে বাছাই করব? আপনাদের এই কনফিউশন দূর করতে আজকের এই টিউন। আমি আজকে আপনার বাজেট অনুযায়ী একটি সিদ্ধান্ত দিতে পারব যে কোন মাদারবোর্ড ব্যবহার করবেন।

AMD এর আগের B350 মাদারবোর্ড থেকে বর্তমান বাজেট B450 প্লাটফর্মটির খুব বেশি পার্থক্য নেই। Asus এবং Gigabyte এর অপশন গুলো B450 মাদারবোর্ডের ক্ষেত্রে কিছুটা হতাশাজনক। Asrock মোটামুটি ভাল কিন্তু সবার চেয়ে এগিয়ে থাকবে  MSI এর মাদারবোর্ড গুলো। আশা করছি আমার আজকের আলোচনা আপনাকে সেরা B450 মাদারবোর্ড নির্ধারণে সাহায্য করবে।

আপোষ বিহীন সেরা মাদারবোর্ড

MSI B450 Gaming Pro Carbon

আপনি যদি আল্টিমেট AMD B450 মাদারবোর্ড চান তাহলে আপনার জন্য সেরা অপশন হচ্ছে MSI B450 Gaming Pro Carbon। ২০০ ডলার (প্রায় ১৬৯০০ টাকা) বাজেটের মধ্যে এটি দারুণ একটি মাদারবোর্ড যার নিতে দাম পড়বে মাত্র ১৩০ ডলার (প্রায় ১১০০০ টাকা)। এই বোর্ডটি তাদের  X470 Gaming Plus, X470 Gaming Pro এবং ১৮০ ডলারের (প্রায় ১৫২০০ টাকা)  X470 Gaming Pro Carbon মডেল গুলো থেকেও বেশ ভাল।

তবে MSI X470 Pro Carbon এর VRM একটু বেশি ভাল। MSI B450 Gaming Pro Carbon এর আছে  5+2 phase VRM যেখানে  B450 Pro Carbon এ দেয়া হয়েছে  4+2 phase VRM।  তবে বড় heatsink সহ MSI B450 Gaming Pro Carbon এর কুলিং সিস্টেম আমার কাছে বেশি ভাল লেগেছে।

MSI B450 Gaming Pro Carbon মাদারবোর্ডে একই সাথে আরও আছে Intel dual band Wireless-AC এবং Bluetooth 5.0। এখানে শুধু দুটি বিষয় মিসিং সেটা হচ্ছে দুটি SATA Port এবং একটি Third PCIe x16 slot।

আপনার অবাক হবার কথা B450 Pro Carbon, মাদারবোর্ডটি RT8894A controller  ব্যবহার করে।

তবে X470 Pro Carbon এবং B450 Pro Carbon মাদারবোর্ড গুলোর মধ্যে একটু সমস্যা হচ্ছে এগুলোর BIOS এ ‘voltage offset’ সাপোর্ট করে না।

এন্ট্রি লেভেলের সেরা মাদারবোর্ড

Asrock B450M-HDV

বর্তমান সময়ে AMD B450 এর এসেছে সাশ্রয়ী কিছু মাদারবোর্ড যা মাত্র ৭০ ডলারেই (প্রায় ৬০০০ টাকা) পাওয়া যায়৷ বর্তমানে, Asrock, MSI এবং Gigabyte সবাই এন্ট্রি লেভেলের মাদারবোর্ড নিয়ে এসেছে।

এই দামের মধ্যে আমার হাতে আছে তিনটি মাদারবোর্ড যেমন, Asrock B450M-HDV,  MSI B450M PRO-M2 এবং Gigabyte B450M DS3H। আমরা প্রথমে Gigabyte B450M DS3H কে ইগ্নুর করব কারণ তারা চারটি DIMM slot যুক্ত করলেও তাদের VRM পারফরম্যান্স আমার কাছে সুবিধাজনক মনে হয় নি। পরবর্তী মাদারবোর্ড  Asrock B450M-HDV  এর দিকে যদি দেখি তাহলে বলতে হবে এর VRM পারফরম্যান্স Asus এবং Gigabyte এর সমান হলেও অন্যদিক থেকে এটি বেশি ভাল।

একই ভাবে MSI B450M PRO-M2 মাদারবোর্ডটিও ভাল তবে আমরা Asrock B450M-HDV কে সেরা বলব কারণ তারা vcore VRM এ দিচ্ছে একটি Heatsink। একই ভাবে এই ডিজাইনও চমৎকার। সুতরাং বলা যায় এন্ট্রি লেভেলের মাদারবোর্ডের জন্য Asrock B450M-HDV দুর্দান্ত যা Ryzen 7 2700X থেকেও ভাল কাজ করে।

এখন আপনি যদি ওভারক্লকিং করতে চান বা আরেকটু বাজেট বাড়াতে চান তাহলে পরবর্তী মাদারবোর্ড গুলো দেখুন।

বেস্ট ভ্যালু আলরাউন্ডার মাদার বোর্ড

MSI B450 Tomahawk

আপনার পক্ষে যদি ৪০ ডলার (প্রায় ৩৩০০ টাকা) বাড়ানো সম্ভব হয় তাহলে সব সময়ের মত বলব এন্ট্রি লেভেলের মাদারবোর্ড গুলো স্কিপ করুন। যদিও ৪০ ডলার (প্রায় ৩৩০০ টাকা) বাড়ানোটা একটু বেশি হয়ে যায় তবুও এর মাধ্যমে আপনি বেস্ট ভ্যালু মাদারবোর্ড পেতে পারেন যা যেকোনো Ryzen CPU হ্যান্ডেল করতে পারে।

৪০ ডলার (প্রায় ৩৩০০ টাকা)  বাড়লে আপনার হাতে চলে আসবে, Asrock B450 Gaming K4, MSI B450 Gaming Plus এবং MSI B450 Tomahawk এর মত অপশন গুলো।

এই মাদারবোর্ড গুলোর মধ্যে আমি Asus এবং  Gigabyte কে বাদ দিয়ে দেব কারণ সব দিকে বিবেচনা করে এগুলো আমার কাছে উপযুক্ত মনে হয় নি।

আপনার জন্য সেরা হতে পারে MSI B450 Tomahawk মাদারবোর্ডটি। কারণ এটি ১১০ ডলারে (প্রায় ৯৩০০০ টাকা)  প্যাক করেছে দারুণ কিছু ফিচার। বোর্ডটি দেখতেও দারুণ এতে আছে RGB lighting। যদি আপনার এটি কেনার মত বাজেট থাকে তাহলে এখানে আর কিছু বিবেচনা করার মত নেই।

দামের দিকে বিবেচনায় এর বিকল্প হতে পারে না কারণ সাধারণ ভাবে একটি ডেক্সটপের মাদারবোর্ডে যা দরকার সব কিছুই এখানে পেয়ে যাবেন যেমন, নিরাপদ টেম্পারেচার বাজায় রাখতে ভাল মানের VRM এবং এতে আছে একটি Overclocked Ryzen 7 প্রসেসর।

অন্যদিকে MSI B450 Tomahawk কার্পণ্য করে নি VRM পারফরম্যান্সে, তারা Vcore এবং  SoC VRM  উভই জায়গায় দিয়েছে বড় Heatsink। সুতরাং দাম এবং সার্বিক পারফরম্যান্স বিবেচনায় MSI B450 Tomahawk কে অলরাউন্ডার বলা যায়।

সেরা Micro ATX মাদারবোর্ড

Asrock B450M Pro4

আপনি MicroATX X470 এর জন্য কে বেছে নিতে পারেন  Asrock  কে। মাত্র ৮০ ডলারের (প্রায় ৬৭০০ টাকা) মধ্যে পেয়ে যাবেন Asrock B450M Pro4 মাদারবোর্ডটি। এতে দেয়া হয়েছে একটি 3+3 phase VRM। এর Vcore এবং SoC উভয় পার্টে দেয়া হয়েছে VRM সাপোর্ট। যা অধিকাংশ মাদারবোর্ড দেয় না। Raven Ridge APU এর ক্ষেত্রে SoC VRM কুলিং আসলেই গুরুত্বপূর্ণ যখন আপনি ইন্টিগ্রেটেড Vega GPU তে ওভারক্লকিং করতে চাইবেন।

মাদারবোর্ডটিতে দেয়া হয়েছে, এক জোড়া M.2 slot, দুটি PCIe x16 slot, চারটি DIMM slot, চারটি SATA পোর্ট এবং USB Type-C সহ আরও অনেক সুবিধা।

সেরা  Mini-ITX মাদারবোর্ড

MSI B450I Gaming Plus AC

Mini-ITX এর মাদারবোর্ডের  জন্য আমাদের হাতে রয়েছে তিনটি অপশন যেমন, Asrock B450 Gaming ITX/AC, MSI B450I Gaming Plus AC এবং Asus ROG Strix B450-I Gaming। এই মাদারবোর্ড গুলোর মধ্যে Asus ROG Strix B450-I Gaming ভাল হলেও এর দাম একটু বেশি। Asus ROG Strix B450-I Gaming এর দাম প্রায় ১৫০ ডলারের (প্রায় ১২৭০০ টাকা) মত যেখানে প্রতিদ্বন্দ্বীরা আরও কম দামে ভাল ফিচার দিচ্ছে।

এই মাদারবোর্ড গুলোর মধ্যে আপনার জন্য সেরা হতে পারে MSI B450I Gaming Plus AC মাদারবোর্ডটি যা সাপোর্ট করে 3-phase Vcore VRM। তবে এর SoC VRM কিছুটা দুর্বল সুতরাং এটি APU এর জন্য উপযুক্ত নয়। APU এর জন্য Asus ভাল হলেও এর এই দামের কোন মানে হয় না।

Asrock B450 Gaming ITX/AC এ দেয়া হয়েছে 3 + 2 phase VRM। এটি খারাপ না তবে আরও ১০ ডলার (প্রায় ৮৪৭ টাকা) কমে MSI B450I Gaming Plus AC আমি মনে করি বেশি ভাল। সব কিছু বিবেচনায় অন্যান্য বোর্ড গুলোর পক্ষে MSI B450I Gaming Plus AC কে বিট করা অসম্ভব।

শেষ কথাঃ

আপনাদের পারফরম্যান্স এবং বাজেট বিবেচনায় কোন মাদারবোর্ড ভাল হতে পারে তার বিস্তারিত জানানোর চেষ্টা করলাম, এবার সিদ্ধান্ত নেয়ার পালা আপনার।

কেমন হল এই টিউনটি জানাতে ভুলবেন না, আর অবশ্যই আপনি জানান আপনার পিসির জন্য কোনটিকে বেছে নিয়েছেন।

তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস