আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতই আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আলোচনা করব কম্পিউটারের একটি হার্ডওয়্যার মাদারবোর্ড নিয়ে। আজকে বাজারের সেরা AMD X570 মাদারবোর্ড গুলো নিয়ে কথা বলব।
তৃতীয় প্রজন্মের Ryzen, আপনাকে ভাল দামের মধ্যে দেবে সেরা Core-Rich CPU। আপনি ব্যক্তিগত ব্যবহারের জন্য সেরা ভ্যালুর CPU চান তাহলে আপনাকে Ryzen 3600 সাজেস্ট করব আর যদি প্রোডাক্টিভিটি বা ওয়ার্ক স্টেশন লেভেলের পারফরম্যান্স চান তাহলে তাহলে বলব আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে Ryzen 9 3900X। তবে এই দুটির মধ্যে, Ryzen 3700X, ১৬ টি থ্রেড পাওয়ার জন্য দারুণ পছন্দ হতে পারে।
এখন, আপনারা যারা পুরনো Ryzen processor থেকে আপগ্রেড করছেন তারা পুরানো AM4 মাদারবোর্ড ব্যবহার করতে পারেন এতে করে আপনার টাকাও অনেকটা বেঁচে যাবে।
নতুন ফ্ল্যাগ-শিপ AMD X570 প্ল্যাটফর্মটি বেশিরভাগই হাই-এন্ড মাদারবোর্ডগুলি নিয়ে গঠিত যাতে আছে, PCIe 4.0 এবং M.2 Gen 4 স্টোরেজের মতো প্রত্যাশিত প্রযুক্তিগুলি। মডেলের উপর নির্ভর করে আপনি ল্যাটেস্ট ইউএসবি স্ট্যান্ডার্ড, Wi-Fi 6 এবং 10 gigabit ethernet ফিচার গুলোও পেতে পারেন।
যাই হোক চলুন AMD X570 এর জন্য সেরা কিছু মাদারবোর্ড দেখে নেয়া যাক। আমি শুরুতে এন্ট্রি লেভেলের মাদারবোর্ড বোর্ড গুলো নিয়ে আলোচনা করব এবং শেষদিকে কথা বলব হাই-এন্ড মাদারবোর্ড নিয়ে।
AMD X570 মাদারবোর্ডের জন্য আমার পরামর্শ থাকবে ১৭০ ডলারের (প্রায় ১৪৪০০ টাকা) নিচে না যাওয়াই ভাল। ২০০ ডলারের (প্রায় ১৬৯৫৮ টাকা) কম বাজেট এবং AMD X570 মাদারবোর্ডের জন্য আপনার সেরা পছন্দ হতে পারে Asus Prime X570-P মাদারবোর্ডটি। যার মূল্য ১৭০ ডলার (প্রায় ১৪৪০০ টাকা)। সাথে এটাও বলতে চাই আপনার বাজেট ২০০ ডলারের (প্রায় ১৬৯৫৮ টাকা) মত হলে X570 মাদারবোর্ডই ভাল।
তবে আপনার বাজেট আরেকটু বাড়াতে পারলে ২০০ ডলার (প্রায় ১৬৯৫৮ টাকা) দিয়ে Asus TUF Gaming X570-Plus WiFi মাদারবোর্ডটি নিতে পারেন। মাদারবোর্ডের VRM পারফরম্যান্স একই হলে এতে অতিরিক্ত কিছু ফিচার পাবেন যেমন, Wireless-AC, USB Type-C, দুর্দান্ত অডিও এবং অতিরিক্ত দুটি SATA পোর্ট।
অন্যদিকে AMD X570 এর এই বাজেট সেগমেন্টের নতুন প্রতিযোগী MSI Tomahawk মাদারবোর্ডও আমাদের পরীক্ষায় ভাল ফলাফল দিয়েছে। নিউ কামার হিসাবে তারা Asus TUF এর চেয়ে ভাল অফার দিচ্ছে। আমাদের OC টেস্টে এটি ১৬ ডিগ্রি ঠাণ্ডা তাপমাত্রায় চলতে সক্ষম হয়েছিল। বাজার দখন করার আগেই আপনি নিয়ে নিতে পারেন Tomahawk এর মাদারবোর্ড।
আপনি যদি AMD X570 মাদারবোর্ডের ক্ষেত্রে ৩০০ ডলার (প্রায় ২৫৪৩৭ টাকা) খরচ করতে চান তাহলে আপনার হাতে থাকবে অনেক গুলো অপশন। আর স্বাভাবিক ভাবে বেশি দামের মাদারবোর্ড গুলোতে Mainstream Socket সাপোর্ট করবে। তবে আপনি একটু কম দামের মধ্যে MSI X570 Tomahawk দেখতে পারেন এর VRM পারফরম্যান্স গুলোও ভাল, শুধু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে ফিচার গুলো চাচ্ছেন সেগুলো এখানে আছে কিনা।
৩০০ ডলার বাজেটের মাদারবোর্ডের ক্ষেত্রে আমি Asrock X570 Taichi কে এগিয়ে রাখব। আমাদের থার্মাল টেস্টিং এ এর ফলাফল ছিল দুর্দান্ত একই সাথে এই মাদারবোর্ডে পেয়ে যাবেন Wi-Fi 6, ফুল কাভারেজ Heatsink সহ তিনটি M.2 slot, আটটি SATA port, High quality audio, Intel Gigabit LAN, অনেক গুলো USB 3 ports, BIOS Flashback এর মত ফিচার। লাইটিং ইফেক্টের জন্যও এই বোর্ডটি যথেষ্ট ভাল।
অন্যদিকে আরও দুটি মাদারবোর্ডও দেখতে পারেন যেমন, Gigabyte X570 Aorus Ultra অথবা Asus ROG Strix X570-F Gaming মাদারবোর্ড।
তবে আপনি কিছু টাকা সেভ করতে চাইলে আগের জেনারেশনের মাদারবোর্ডও দেখতে পারেন, যেমন আপনার যদি PCIe 4.0 না দরকার হয় তাহলে এই X470 Taichi মাদারবোর্ডটি যথেষ্ট ভাল।
৪০০ ডলারের (প্রায় ৩৩৯০০ টাকা) মধ্যে চারটি মাদারবোর্ড আছে এবং সব গুলোই আমরা পরীক্ষা করে দেখেছি। মাদারবোর্ড গুলো হল ৩৫০ ডলারের (প্রায় ২৯৬৭৭ টাকা) Asrock X570 Phantom Gaming X, ৩৬০ ডলারের (প্রায় ৩০, ৫০০ টাকা) Gigabyte X570 Aorus Master, ৩৭০ ডলারের (প্রায় ৩১৩০০ টাকা) MSI MEG X570 Ace Gaming এবং ৩৮০ (প্রায় ৩২২০০ টাকা) ডলারের Asus ROG Crosshair VIII Hero। Asus ROG Crosshair VIII Hero এর ওয়াই ফাই ভার্সনটির দাম ৩৮০ এবং Wifi ছাড়া এর দাম পড়বে ৩৬০ ডলারের (প্রায় ৩০, ৫০০ টাকা) মত।
সব গুলো মাদারবোর্ডের মধ্যে আমাদের থার্মাল টেস্টে বিজয়ী ছিল Gigabyte X570 Aorus Master। MSI এবং Asrock কে হারাতে পারলেও এর ফলাফল Asus ROG Crosshair VIII Hero এর মতই ছিল।
আমার পছন্দ হচ্ছে Aorus Master মাদারবোর্ডটিই। এর পেছনে কয়েকটি কারণও রয়েছে যেমন, 3rd-gen Ryzen আসার পর এর BIOS আপডেট টি ছিল দারুণ, এবং এর BIOS ডিজাইনও আমার কাছে চমৎকার লেগেছে।
আমাদের বিকল্প আরেকটি মাদারবোর্ড হচ্ছে Crosshair VIII Hero। আগেই বলেছি থার্মাল টেস্টে এর ফলাফল এর মতই ছিল। এই দুটি মাদারবোর্ড থেকে যেকোনো একটি বেছে নেয়া মন্দ হবে না।
আপনার বাজেট যদি বেশি থাকে তাহলে আপনি Gigabyte X570 Aorus Xtreme মাদারবোর্ডটি দেখতে পারেন। ১০০০ ডলারের (প্রায় ৮৪৭০০ টাকা) মত বাজেট থাকলে আপনি Gigabyte X570 Aorus Xtreme এর দিকে যেতে পারেন।
আপনার বাজেট যদি ৭০০ ডলার (প্রায় ৫৯৩৫৪ টাকা) হয় তবে আপনি Ryzen 9 3950X কে বেছে নিতে পারেন। এখানে পাবেন দারুণ কিছু ফিচার যেমন, এর 16-phase Infineon Digital VRM এর জন্য কোন কুলিং এর দরকার হয় না, বোর্ডের পিছনে একটি বিশাল অ্যালুমিনিয়াম ব্যাক-প্লেট দেয়া হয়েছে যা তাপ নিষ্কাশনে সহায়তা করে। সামনের দিকে আপনি সমস্ত হিট-স্পিডের অধীনে যেকোনো পিসিবি খুঁজে বের করতে পারবেন।
বোর্ডটিতে আরও পাবেন 10 Gigabit LAN, ESS Sabre HiFi, Wi-Fi 6, Triple M.2 Slot এর মত সুবিধা। এখানে Q-Flash Plus নামে দারুণ একটি ফিচার আছে যা দিয়ে CPU ছাড়াই এর BIOS আপডেট দেয়া যাবে।
আপনি যদি MicroATX X570 মাদারবোর্ড নিতে চান সেক্ষেত্রে আপনার জন্য খুব বেশি অপশন নেই। আপনাকে হয় Asrock X570M Pro4 অথবা Biostar Racing X570GT বাছাই করতে হবে। দুইটার মধ্যে আমি সাজেস্ট করব Asrock X570M Pro4 কে।
Biostar এর BiOs ফিচারটি আমার কাছে জঘন্য লেগেছে যা মডার্ন মাদারবোর্ড গুলোর ক্ষেত্রে বেশ বেমানান। Biostar এর VRM পারফরম্যান্সও খুব বাজে লেগেছে।
যারা ভাল MicroATX X570 চাচ্ছেন তারা ১৮৫ ডলার (প্রায় ১৫৬০০ টাকা) দিয়ে Asrock X570M Pro4 মাদারবোর্ডটি নিতে পারেন। এতে পাবেন বিশাল বড় VRM Heatsink। তাছাড়া এই দামে আপনি যা চান সবই পেয়ে যাবেন এতে।
বাজারে প্রচুর X570 মাদারবোর্ড আছে এবং গ্রাহকদের হাতেও অনেক অপশন থাকতে পারে কিন্তু সব মাদারবোর্ডের দাম আমাদের প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে আর এজন্যই এই টিউন সব গুলো মাদারবোর্ডের দাম এবং পারফরম্যান্স এর সাথে তুলনা করে দেখালাম।
সর্বশেষ যদি বলি, Asus এর B450 এবং Z390 মাদারবোর্ড গুলো খুব একটা ভাল না হলেও তাদের X570 সিরিজের মাদারবোর্ড গুলো দারুণ করেছে। অন্যদিকে Asrock এবং Gigabyte বোর্ড গুলোতে কিছু ভাল গুন থাকলেও সেগুলো আবার অন্যদিক দিয়ে আশাহত করে। সুতরাং আমি হাই-এন্ড পিসির জন্য আমি আপনাকে পরামর্শ দেব আপনি MSI X570 মাদারবোর্ড ব্যবহার করতে পারেন।
তো কেমন হল আজকের টিউন তা অবশ্যই জানান, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ!
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।