বাংলাদেশ থেকে কিভাবে PayPal একাউন্ট খোলা যায়? বাংলাদেশ থেকে লিগ্যাল ওয়েতে PayPal Verified Account খোলা যায় না বললে আসলে ভুল হবে। বাংলাদেশ থেকে লিগ্যাল ওয়েতে PayPal Verified Account খোলা যায় কিন্তু অনেক ডলার খরচ হবে।
আপনি যদি USA থেকে পেপাল একাউন্ট করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে SSN (সোশাল সিকিউরিটি নাম্বার) অথবা EIN (ইমপ্লয়ী আইডেন্টিফিকেশন নাম্বার) যেই নাম্বারটা পেতে হলে আপনার USA এর একটা কোম্পানি থাকতে হবে। যেই নাম্বারটা মেইনলি টেক্স ইনফরমেশন বা টেক্স ভেরিফিকেশন এর জন্য ইউ এস গভার্মেন্ট থেকে দিয়ে থাকে।
আপনি যদি সম্পূর্ন রিয়েল এবং সম্পূর্ন লিগ্যাল ওয়েতে পেপাল একাউন্ট করতে চান তাহলে আপনার যা যা লাগবে।
এসব ডকোমেন্টস যোগার করাটা আসলে অনেক ব্যয় বহল। আর এই খরচটা প্রতি বছরে করতে পারলেই বাংলাদেশ থেকে সম্পূর্ন লিগ্যাল ওয়েতে PayPal একাউন্ট খোলা যাবে এবং PayPal একাউন্ট ব্যবহার করা যাবে।
যেটা কিনা একজন নতুন মার্কেটার বা ফ্রিলান্সার এর পক্ষে সম্ভব হয় না।
বর্তমানে ফেক ইনফরমেশন দিয়ে ইউ এস এর পেপাল একাউন্ট গুলো অনেক বেশি পরিমানে ফোন ভেরিফিকেশন চাওয়ার কারনে বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট ব্যবহার করা অনেকটা বিরক্তিকর হচ্ছে।
তবে আপনি যদি সব সময় একই ডিভাইস থেকে পেপাল একাউন্টে লগিন করেন তাহলে এতটা ফোন ভেরিফিকেশন চায় না।
আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট করা যায়। তবে হ্যা, আবারো বলছি এই পেপাল যে ১০০% রিস্ক ফ্রি এমন কিন্তু না। আপনি আপনার কাজ শুরু করার জন্য এই একাউন্ট তৈরি করে কিছুদিন লেনদেন করুন এবং সম্ভব হলে USA থেকে একটি কোম্পানি লাইসেন্স করে লিগ্যাল একটি পেপাল একাউন্ট করে আপনার বিজনেসকে আরো এক ধাপ এগিয়ে নিন।
ইউটিবে খুজলে আপনি অনেক উপায় পাবেন যার মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট খুলতে পারেন। তবে সেগুলো সবই কয়েকদিন পর বন্ধ হয়ে যায়।
একাউন্টের মূল্যঃ
১। USA পার্সোনাল একাউন্টঃ 1850 টাকা
২। USA business একাউন্টঃ 2350 টাকা
-
1. Email Address With Voice Number
2. Number Verification Account
3. SSN & Shipping address Confirmed.
4. Bank Verification + Confirmed.
5. Routing Number
6. Don't need to change your "MAC/IP"
7. Instant Payment receive (NO HOLD 21-days)
Ex: Facebook Ads, Survey Sites, Ebay, Upwork, Freelancer, Domain-Host, VPN, Online Shopping etc. payment.
১। USA অ্যাকটিভ ফোন নাম্বার (format: +1 323-487-XXXX) একটি ইমেইল অ্যাকাউন্টের সাথে ফরোয়ার্ড করা থাকবে। এজন্য খুব সহজেই যেকোন ভেরিফিকেশন কোড বা ভয়েস কল পাবেন সেই ইমেইল ইনবক্সে। তাই ভবিষ্যতে কখনো ভেরিফিকেশন চাইলে আপনি নিজেই ভেরিফাই করে নিতে পারবেন।
২। USA And cacanada Local Bank- যেমনঃ Discover, American Express ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাইড করা।
৩। International VISA অথবা Master Card দিয়ে ভেরিফাইড করা।
৪। 24 Hours এর মধ্যে এক্সপ্রেস ডেলিভেরী।
৫। সর্বোচ্চ সিকুউরিটি নিশ্চত করতে যে ইমেইল দিয়ে পেপাল একাউন্ট খোলা হবে সেই ইমেইল একাউন্টের পাসওয়ার্ড/ রিকভারী ইমেইল, সিকুরিটী এন্স্যার সব কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে।
৬। শর্ত সাপেক্ষে পাবেন প্রডাক্ট/সার্ভিসের পেমেন্ট ইন্সট্যান্টলি ফান্ড এভইলেবল হওয়ার সুবিধা, তাই দীর্ঘ্য ২১ দিন ধরে ফান্ড HOLD হয়ে থাকবে না।
৭। আনলিমিটেড ডলার ট্রানজাকশনের সুবিধা। পেপ্যাল একাউন্টে কোন মান্থলি ট্রানজ্যাকশন লিমিট থাকবে না। তবে কিছু নিয়ম আছে যেগুলো ফলো করতে হবে।
৯। একাউন্ট ডেলিভেরির সময় বিশেষ ব্যবহার নির্দেশিকা দেওয়া হবে।
এছাড়াও ব্যাঙ্ক ডিটেলস, কার্ড ডিটেইলস, SSN কোড, রাউটিং নম্বর পেপাল এর সাথে দিয়ে দেয়া হবে।
অর্ডার করতে এবং সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি পেজে ইনবক্স করুন।
messenger
phone number :01762309332
আপনি চাইলে সরাসরি দেখা করে একাউন্ট সংগ্রহ করতে পারেন
আমি শাকিল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ak ta paypal dam kato