অনলাইনে অর্থ লেনদেনের ক্ষেত্রে PayPalএর গুরুত্ব কতটুকু সেটা আমরা যারা অনলাইন এ কাজ করেন তারা সবাই বোঝেন। PayPal বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পেমেন্ট মেথড হলেও এবং এর বিশ্বব্যাপী আকাশ ছোঁয়া চাহিদা থাকলেও তারা আজ পর্যন্ত আমাদের দেশে তাদের সেবা চালু করেনি। PayPal এর সেবা আমাদের দেশে না থাকলেও আমাদেরকে ভিন্ন ওয়েতে সেটা ব্যবহার করতে হচ্ছে, যেমন ফ্রিলাঞ্চিং এ ক্লাইন্টদের পেমেন্ট নেয়া, অ্যাফিলিয়েট কমিশন নেয়া, কেনাকাটা ইত্যাদি সহ আরো অনেক ক্ষেত্রে। আজকের এই ভিডিও দেখাবো কিভাবে USA এর phone number দিয়ে ভেরিফাই করবেন আপনার পেপাল একাউন্ড। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আশাকরি, কার্ডের ব্যাপারে বুঝতে পেরেছেন।
আজ আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করবো, এবং আশা করি এই টিপস গুলো ফলো করার মাধ্যমে হয়তো আপানার PayPal অ্যাকাউন্টিকে লিমিট অথবা ব্যান হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন।
একাধিক IP তে পেপাল লগইন করবেন না। পেপাল এর অ্যাপস ব্যবহার করে একটি একাউন্ড ব্যবহার করুন।
আমি বেলাল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।