$25 বোনাস সহ ফ্রিতে Payoneer Master Card নিন একদম ঘরে বসে [স্ক্রীনশর্ট সহ দেখুন]

টিউন বিভাগ পেপাল
প্রকাশিত

Image result for payoneer  আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Payoneer Master Card ফ্রিতে আপনি ঘরে বসে পেতে পারেন? তাও আবার 25 ডলার বোনাস সহ Payoneer Master Card কি কাজে লাগে বা এটা কিসের তা আশা করি বলতে হবে না, তারপরও সংক্ষেপে বলি, এটা দিয়ে আপনি বাহিরের যে সকল মার্কেট প্যালেসে কাজ করেন সেই সকল মার্কেট প্যালেস সহ বিশ্বের বিভিন্ন যায়গা থেকে পেমেন্ট আনার সহজ উপায় হলো Payoneer Master Card এই কার্ডে টাকা এনে আপনি বাংলা দেশের যে কোন ব্যাংকের ATM, Both থেকে টাকা উত্তোলন করতে পারবেন, আবার বিশ্বের বিভিন্ন স্থান/ওয়েব সাইট থেকে ভিবিন্ন জিনিস ক্রয়ও করতে পারবেন। তাহলে আর কথা না বারিয়ে কাজে চলে যাই।

সকল তথ্য গুলোই গুরুত্ব পূর্ণ তাই সব কিছু সেভ/লিখে করে রাখুন।
প্রথমে Signup করতে এখানে ক্লিক করুন করুন। নিচের ছবিটি দেখুন।

Click Signup &Earn $25 এরপরে যে ফরমটি আসবে সেই ফরমটি পূরর্ণ করুন একদম আপনার আইডি কার্ড অনুসারে, যদি আইডি না থাকে তাহলে ড্রেরাইভিং লাইন্সেস, পাসপোর্ট যে কোন একটি থাকতে হবে। যদি এমন কিছু না থাকে তাহলে হবে না। তাহলে আপনার এই সকল ইনফোরমেশন মত সব কিছু ঠিক কি দিন।
এবার Next পেস করুন।

তারপর নিচের Picture মত পূরন করুন

এখানে ঠিকানটা দিবেন এমন ভাবে যেন আপনাকে ঐ ঠিকানায় এসে কেহ খুজলে পাওয়া যাবে, যেমন আমি দিলাম। প্রথমে ইচ্ছা করলে আপনি আপনার বাসার ঠিকানা ও প্রতিষ্ঠানের ঠিকানা দিতে পারেন।
শেষ হলে Next প্রেস করুন।
এবার এই ধাপটিও পূরন করুন

 

এবার next প্রেস করুন।
পরবর্তী ধাপ দেখুন,

প্রথমে আপনার যে কার্ড আছে যেমন: ন্যাশনাল আইডি কার্ড/পাসপোর্ট/ড্রেরাইভিং লাইন্সেস ইত্যাদি সিলেক্ট করুন, এরপরে সেই কার্ডের নাম্বার লিখুন, কোন দেশ থেকে কার্ড নিয়েছেন সেই দেশ (বাংলাদেশ) সিলেক্ট করুন।
নিচে দেখুন সিপিং এ্যডড্রেস নামে একটি অপশন আছে। আপনি যদি অন্য কোথাও থেকে থাকেন যে, আপনার আইডির ঠিকানা বাড়িতে, কিন্তু আপনি থাকেন ঢাকাতে, আর আপনি কার্ডটি পেতে চান ঢাকার ঠিকানায় তাহলে সিপিং টা সিলেক্ট করুন তাহলেই ঠিকানা চাবে, আপনি ওখানে আপনার ঠিকানা দিন। আর উপরে যে ঠিকানা দেয়া হয়েছে তা অবশ্যই আপনার আইডির ঠিকানা হতে হবে।
সব শেষে নিচে দেখুন তিনটি অপশন আছে সব গুলোতে টিক দিন। এবার ফিনিস এ ক্লিক করুন। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনাকে রিডায়রেক্ট করে লগইন পেজে নিয়ে যাবে

এবার সাবমিট এ ক্লিক করুন ব্যাস কাজ শেষ।
লগইন করলেই নিচের মত পেজ আসবে সেখানে দুটি প্রশ্ন সিলেক্ট করুন, এবং সাথে তার উত্তর দিন।

এবার অপেক্ষা করুন, আপনার সকল ইনফো তারা রিভিউ করবে এবং আপনার কাছে এমন একটি ই-মেইল যাবে।

কিছু দিনের মধ্যে আপনার ই-মেইলে এমন একটি মেইল আসবে তখন আপনি যে কার্ডের নাম/নাম্বার দিয়ে ছিলেন সেই কার্ড SCAN করে দুই পিটই এ সাথে করে Upload link এ ক্লিক করে আপলোড করেদিন।
সব শেষে সাবমিট করুন।

এরপর আবার আপনার আইডি সহ সব কিছু রিভিউ করবে, যদি আপনার সকল ইনফো ঠিক থাকে তাহলে কিছু দিনের মধ্যে আপনাকে একটি মেইল দেয়া হবে
আপনি লগইন করেও দেখতে পারবেন আপনি কোন অবস্থানে আছে।
এবং আপনি কার্ডটি কত তারিখ হাতে পাবেন সেই তারিখ দেখতে payoneer.com ভিজিট করুন এবং আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন View your status এ ক্লিক করুন তাহলেই দেখতে পাবেন।

ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
[বি: দ্র: একটি আইডি কার্ড দিয়ে একবার’ই apply করা যায়, যদি কোন ক্রোমে কার্ড না আসে তাহলে তাদের সাপোর্ট সেন্টারে কথা বলুন, তাহলে তারা আবার পাঠাবে। আর 25ডলার বোনাস পাবেন যখন আপনি মাষ্টারকার্ড Active করবেন তারপর সর্ব প্রথম যদি আপনি 100 ডলার রির্চাজ করেন তাহলেই 25 ডলার বোনাস পাবেন।]

Level 0

আমি Cyber Star। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

please first know properly, then post a tune. From now payoneer not give any master card free. after open your payoneer account, you need to take at least 30 usd payment. when you have 30 usd on your account then you will get the option Order card. then payoneer will cut 29.95 USD from your account to issue the card. This is the new rules.

    আপনার কোথাও ভুল হচ্ছে। পাইওনিয়ার যে $২৯.৯৫ চার্জ নেয় তা হল বাৎসরিক চার্জ, যা সব কোম্পানিই নেয়। কিন্তু এটিএম কার্ডের জন্য কোন চার্জ নেয় না। আপনি পাইওনিয়ার সাইটে (পোস্টে লিঙ্ক দেয়া আছে) ঢুকে দেখুন পরিস্কার লেখা আছে ফ্রি এটিএম কার্ড। আমিও ফ্রি পেয়েছি কয়েকদিন হল।