আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন আসাকরি ভালোই আছেন techtunes এর সাথে থাকলে ভালই থাকার কথা। নতুন কিছু দেখুন নতুন কিছু শিখুন বাংলায়
চলুন শুরু করা যাক আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে বাংলাদেশ থেকে কোন ঝামেলা ছাড়ায় পেপাল অ্যাকাউন্ট খুলবেন আপনি এখন নিজেই ১০-৩০ মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট। আপনার পেপাল একাউন্ট করতে যা লাগবে
আর কিছু লাগবে না আমাদের এই গুলো হলেই হবে, আপনি যা শুনেছেন বা পড়েছেন তা একদম সত্য। আপনাদের লিখে বোঝানো যাবে না। বোঝাতে গেলে আমাকে তিন দিন ধরে techtunes তে টিউন করতে হবে। তার জন্য আমি খুবী দুঃখিত তাই আমি ভিডিও বানিয়ে দিলাম। এবং শুধু আপনাদের জন্য আমি এই Youtube Channel তৈরি করেছি।
how to create paypal account full 100% verified in Bangladesh
যাই হোক অনেক সময় নষ্ট করলাম আশা করি অল্প কিছু হলেও শিখাতে বা জানাতে সক্ষম হয়েছি। দোয়া করবেন আপনাদের জন্য যেন আরো নতুন কিছু শেয়ার করতে পারি। ভালো থাকেন সুস্থ থাকুন। আমাদের সকলের সাইট techtunes সাথেই থাকুন। আমিও আপনাদের দলভুক্ত মানুষ। ভুল ত্রুটি থাকলে স্নেহের স্বরূপ ক্ষমা করবেন। আসা করি সবাই এই টিউটোরিয়াল টা মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে না দেখলে আপনি কিছুই বুঝতে পারবে না। বুঝতে কোনো প্রবলেম হলে নিচে comment করুন। ধন্যবাদ
আমি নয়ন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bank account koi ? eta kothay pabo?