payza বাংলাদেশ এর জন্য চালু করলো International Master Card

অনেক দিন পর টেকটিউন এ ফিরে আসলাম ,আমরা যারা বেশি বেশি ট্রাভেল করি তাদের জন্য ইন্টারন্যাশনাল কার্ড খুব প্রয়োজনীয়  একটা  জিনিষ। আমি নিজে একটা ইন্টারন্যাশনাল কার্ড র জন্য বাংলাদেশ এর অনেক গুলো ব্যাংক এ যোগাযোগ করছিলাম কিন্তু ওদের এত্ত এত্ত শর্ত পুরন করতে করতে আমি হাঁপাই গেছি,আপনাদের অবস্তা ও নিশ্চয়ই আমার মত।

আপনারা অনেকে payza এর নাম শুনেছে,payza বাংলাদেশে অনেক দিন ধরে কাজকর্ম চালিয়ে যাছে,কিছু দিন হল payza বাংলাদেশ র জন্য ইন্টারন্যাশনাল কার্ড চালু করল  এই কার্ড পেতে আপনাকে খুব বেশি কস্ট করতে হবে না,এর জন্য আপনাকে প্রথমে নিছের লিঙ্ক এ ঢুঁকে একটা payza অ্যাকাউন্ট করতে হবে

www. payza .com

অ্যাকাউন্ট সাকসেস ফুল্ল হলে আপনি অ্যাকাউন্ট টি আপনার ন্যাশনাল id অথবা পাসপোর্ট অথবা ড্রাভিং লাইসেন্সর scan copy দিয়ে ভেরিফ্যাই করে নিতে হবে

 

এর পর আপনি payza ইন্টারন্যাশনাল master  কার্ড র জন্য এপ্লাই করতে পারবেন,

কার্ড ফি ১৬০০ টাকা  আপনি বিকশ  মাধ্যমে লোড করতে পারবেন,বিকাশ এ ইনস্ট্যান্ট  লোড করা যায়

কার্ড এ yearly কোন ফি নাই

আপনি আপনার কার্ড  USD or CAD কারেঞ্চি যে কোন একটা র জন্য আবেদন করতে পারবেন,তবে আমি যত টুকু দেখেছি USD কারেঞ্চি তে এ সার্ভিস চার্জ একটু বেশি তাই আপনি যদি খরচ কমাতে চান তাহলে  CAD কারেঞ্চি তে কার্ড র জন্য আবেদন পারবেন,আপনি চাইলে কার্ড এ আপনার নাম ও অ্যাড করতে পারবেন

কার্ড র জন্য আবেদন করার পর আপনাকে ২-৮ week অপেক্ষা করতে হবে

আপনি এই কার্ড দিয়ে দেশে  বিদেশে এবং অনলাইনে amazon, ebay  এর মত ওয়েবসাইট থেকে  কেনাকাটা করতে পারবেন যেখানে  master card সাপোর্ট করে

কোন হেল্প লাগলে আমাকে মেইল করতে পারবেন  ইমেইল অ্যাড্রেস  [email protected]

Level New

আমি Rupom Mariner। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবার জন্য এই কার্ড নয়! বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে টাকা ডলার হিসেবে লোড করা যাবে না! যারা ফ্রিল্যান্সিং করে তারা বা অন্য কারো যাদের ইন্টারন্যাশনাল কার্ড রয়েছে তাদের কাছ থেকে বা বাইরের কোন উৎস থেকে এ কার্ডে ডলার লোড করা যাবে। সুতরাং, এই কার্ড থেকে আমরা যারা সাধারণ বাংলাদেশী রয়েছি তারা তেমন সুবিধা পাবো না।

Level New

সুবিধা পাবনা এটা ভুল কথা ,বিকাশ থেকে USD লোড করা যাবে না এটা বাংলাদেশ ব্যাংক র রেগুলেশান। আপনি ছাইলেই যারা payza ডলার সেল করে তাদের মাধ্যমে কার্ড এ USD লোড করতে পারবেন
আপনারা চাইলে আমার রেফেরাল ব্যাবহার করে ও payza অ্যাকাউন্ট করতে পারবেন
https://secure.payza.com/?JlhT2NIcDS1X9X%2fkQgk%2byA%3d%3d

Is it credit card or Debit Card ?
Please response.
Thanks,

Muster Card, Debit বললে ভুল হবে না, Prepaid Card বলতে পারেন।

ভাইয়া, ফেসবুক বা পেপাল কি Payza Mustercard সাপোর্ট করে?