এটা আমার প্রথম টিউন। আপনারা চাইলে দেখতে পারেন। কাজে আসতে পারে।
http://techmyline.blogspot.com/2015/12/payoneer-master-card.html
হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমি জানি Paypal নিয়ে এর আগে অনেক টিউন হইছে। But আমার কাছে অনেক জন Phone করেছিলেন, তাদের ভিতর দুই এক জন ছাড়া বাকি সবার Paypal একাউন্ট ছিলনা। আর আমার Payonner Master Card এর পরের ধাপ Paypal। কারন এদের দুইজনের ভিতর সম্পর্ক অনেক গভির পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশে Paypal থেকে ডলার তোলা যায়না। কারন বাংলাদেশে Paypal নেই। তাই আমার এই টিউন, আমদের যদি Payonner Master Card থাকে তাহলে আমরা Paypal থেকেও বাংলাদেশের ATM থেকে ডলার তুলতে পারব। বাংলাদেশের জন্য Paypal ও Payonner একে অপরের পরিপূরক। আমার Blog এ এই সম্পর্কে আলোচনা করা আছে।
আমরা হলাম মানব জাতি। আল্লাহ্ তায়ালা আমাদেরকে এমন ভাবে তৈরি করেছে যাতে আমরা কোন কিছুতে হার না মানি। আর সেই আমরা সামান্য Paypal এর কাছে হেরে যাবো এটা আপনারা ভাবলেন কিভাবে। যাইহোক আমি ঐ দিকে না যাই। আসল কথায় আসি।
কথাটা হল আজকে আমরা (বাংলাদেশের মানুষ) Paypal Account তৈরি করেই ছাড়বো। কি বোলেন আপনারা? তাহলে শুরু করা যাকঃ
প্রথমে আপনি এই Link গিয়ে এখানে যেকোনো দেশের যে কোন একটি Address বাছুনঃ
এবং সেই Address টি Note pad এ তুলে রাখুনঃ
তারপর আপনার ব্রাউজারের জন্য Zen mate Add ons টা Install করে নিনঃ
Zen mate For Chrome, For Opera, For Mozilla
তারপর Zen mate এ ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে Active করে নিন। এরপর Zen mate, ON করে দিয়ে, আপনার ইচ্ছা মতো একটা দেশ বাছুন(আপনি যে দেশ থেকে Paypal খুলতে চান সেই দেশি বাছুন)
এখন আসুন Paypal Account খুলিঃ Sing Up
নিচের মতো একটি পেজ আসবে। তাতে লেখা Sing Up এ ক্লিক করুনঃ
এখানে আপনি Personal Account টি Choose করুন। কেননা এই টিউন এর অপরেই। তারপর Continue তে ক্লিক করুনঃ
এখানে আপনার দেশের নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে Continue তে ক্লিক করুনঃ
এখানে আপনার নাম, ঠিকানা, ও মোবাইল নাম্বার দিয়ে, একটা টিক দিয়ে
Agree and Create Account এ ক্লিক করুনঃ
(এখন আপনি চিন্তা করছেন মোবাইল নাম্বার পাবো কই? কোন ব্যাপার না আমি আছিতো। এই লিঙ্কে যান আপনি মোবাইল নাম্বার পেয়ে যাবেন।) এখন (আপনার Dingtoon App এ যদি ১০০ ক্রেডিট না থাকে তাহলে Fake একটা নাম্বার দিন। পরে বদলে দিবেন, তবে মাত্র একদিনের ব্যাপার ১০০ ক্রেডিট সংগ্রহ করা। চেষ্টা করেন, পাবেন)
যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে নিচে দেখুনঃ
তারপর আপনি কোন Bank বা কোন Master Card, Add করবেন না। সবগুলাতে No thanks দিয়ে যাবেন।
এখন আপনার একাউন্ট তৈরি হয়েছে। এরপর একাউন্ট টি Log Out করে দিন।
এবং কিছুক্ষণ পর আপানার মেইল ও পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্ট Log In করুনঃ
এখানে দেখুন শুধু Account Created অপশনটাই সবুজ হয়ে আছে। এখন আপনি Confirm Email এ ক্লিক করে আপনার মেইল টা Confirm করুন।
তারপর দেখুন আপনার দুইটা অপশন সবুজ হয়ে আছে। আর যে তিনটা আছে এই ৩টার মধ্যে ২টি সবুজ হবে যদি আপনার Payonner Account এবং Master Card থাকে তাহলে।
কাজ শেষ। আপনার Paypal Account তৈরি হয়ে গেছে। এখন আপনি যখন আপনার Paypal Account এ Log In করবেন তখন আপনি Zen mate টি On করে রাখবেন। তাহলে দেখবেন আপনার একাউন্টে কোন প্রকার Error মেইল আসবে না। আর আপনার Paypal Account সব সময় সুরক্ষিত থাকবে।
আমার সম্পর্কে আমি আর লিখতে পারবনা। আমাকে বিশ্বাস করলে করেন না করলে না করেন আমি আর কিছু বলতে পারব না। আমার সম্পর্কে জানতে আমার প্রথম টিউন দেখুন।
আশা করি আপনাদের ভালো লেগেছে।
আমার টিউনে আপনাদের উপকার কতখানি হবে জানিনা, তবে ক্ষতি যে হবেনা এটা আমি ১০০% শিওর।
সবাইকে ধন্যবাদ।
Munna
আমি Munna NeeL। Administrator, TechLines, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
amar acc ta 60% (phone + email) verified. but bank ar card add koratai holo problem. konovabe help korte parben??