আসসালামুয়ালাইকুম।
সবাই ভাল আছেন নিশ্চই। অনেকে হয়ত পেওনিয়ার একাউন্ট পেপাল দেরিফাই করেছেন কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে - পেপাল এখন আর পেওনিয়ার এর ব্যাংক ভেরিফাই দিচ্ছে না। ব্যাপারটা জানতে পারলাম - কিছু দিন আগে আমার পেওনিয়ার এর ব্যাংক একাউন্ট পেপাল এ অ্যাড করেছিলাম। কিন্তু গতকাল এক ইউকের ক্লায়েন্ট আমার পেপাল এ কিছু টাকা পাঠাবার কথা তাই পেপাল এ লগ ইন করলাম শুরুতে আমাকে ব্যাংক একাউন্ট অ্যাড করতে বলে। আমি আমার ইউ এস পেমেন্ট এর ব্যাংক একাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার দিলাম কিন্তু পেপাল একসেপ্ট করল না। পরে গুগলিং করলাম রেজাল্ট এ এবার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এই আর্টিকেলে http://community.payoneer.com/en/discussion/19680/paypal-no-longer-accepting-payoneer
পরে ক্লায়েন্ট কে পেপাল এ পেমেন্ট দিতে না করলাম। আপনি চাইলে গুগল করতে পারেন paypal no longer accepting payoneer।
মূলকথা -
যদি আপনি পেপাল দিয়ে পেওনিয়ার এ টাকা আনতে চান তাহলে পেপাল ভেরিফাই না করাই ভাল। কারন আমি কোন পথ দেখছি না (আপনাদের যানা থাকতে বলবেন)।
পেপাল ভেরিফাই করতে পারেন যদি আপনি অনলাইনে পেমেন্ট করতে চান মানে কোন কিছু কেনা, অ্যাড কাম্পেইন করা, কাউকে পেপালে পেমেন্ট দেয়া ইত্যাদি। অনেকে হয়ত বিষয়টি জানেনা তাই দয়া করে শেয়ার করে দিবেন, বিশেষ করে নতুন ফ্রিলাঞ্চাররা হয়ত জানে না।
আমার জানার মধ্যে ভুল থাকতে পারে বা পুরো বিষয়ে ধারণা নাও থাকতে পারে, সচেতনতার জন্য শেয়ার করলাম। টিউমেন্ত আশা করছি।
ধন্যবাদ
আমি পাপ্পু ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার কথা সত্যি কারন আমি পেওনিয়ার দিয়ে পেপাল ভেরিফাই করছিলাম পরে তারা রিমুভ করে দিয়েছে আর বলছে পেওনিয়ার তার ব্যাংক আইন মানছে না।