Paypal হ্যাক করার অভিনব কায়দা…………।

আমার মেইল বক্স এ রাত ৯ টার দিকে একটা মেইল ঢুকল। সেখানে বলছে  "  Your Account Has Been Restricted !".

আমি মেইলটা পরে আশ্চর্য হলাম। নিচে একটা Verify লিঙ্ক দিসে। তারপর বিষয়টা পুরোপুরি বুঝতে পারলাম।

এটা কিছুই না। Paypal account এবং Credit Card information জানে নেয়ার একটা কায়দা মাত্র। তাই সবাই সাবধান।

Level 0

আমি srizon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ছবিগুলো বড় Resulation এ upload করেন। না হলে url ও লেখা বোঝা যাচ্ছে না।

    @ফিরোজ আহমেদ: হুম ঠিক কইসেন

কেউ একটু হেল্প করে…
আমার পেপাল পাসওয়ার্ড আর সিকুরিটি কিউ এর উত্তর ভুলে গিছি,
আর মোবাইল তো উএসের একটা উলটো পাল্টা ।
আমার শুধু ইমেইল আইডি টা আছে,
কোন ভাবে কি ফেরত পাওয়া যাবে ?
অনেক বার আমি কন্টাক্ট করেছি বাট ফল হয়নাই ।
দুই ডলার আছে ওটাই !

ধন্যবাদ সতর্ক করে দেয়ার জন্য…।

ধন্যবাদ। অনেকের উপকার হবে।

ধন্যবাদ সতর্ক করবার জন্য

এই ধরনের কাজ যারা করে আর যারা টিপস দেয় তাদের এক ও একমাত্র শাস্তি আজীবন জেল।

এই ধরনের কাজ যারা করে আর যারা টিপস দেয় তাদের এক ও একমাত্র শাস্তি আজীবন জেল যেটা আমি মনে করি হওয়া উচিত। আইনের বিধান আমার জানা নেই।

সতর্ক করে দেয়ার জন্য THANKS .

paypal er varified account kivabe khulbo

writerbuddha দাদা্‌, আপনাদের ওইখানে তো paypal বৈধ্য তাই না….? আর শাস্তির বিধান ও তো এক ই তাইনা…? দাদা, আমাদের সোনার ***বাংলাদেশে*** আসলে এক কাপ চা খেয়ে যাবেন কিন্তু…!!