এখনি নিয়ে নিন একটি ফ্রি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড

আসসালামুয়ালাইকুম জানিয়ে আমি আমার প্রথম টিউন শুরু করতে যাচ্ছি। আমি টেক টিউনের নিয়মিত একজন পাঠক। আমি টেকটিউনের কোনো টিউন মিস করি না। যাই হোক না কেনো আমি যদি আমার প্রথম টিউনে কোনো ভুল করি তা ক্ষমা দ্রিষ্টতে দেখবেন।

যাই হোক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি । আমি আমার প্রথম টিউনটি করতে চাই কিভাবে একটি ভেরিফাইড ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড বাংলাদেশে ফ্রী পাবেন। যা দিয়ে আপনি পেপাল ভেরিফাইড করতে পারবেন ।

যে ভাবে আমি পেয়েছিঃ

১। আপনি এই লিঙ্কে প্রবেশ করুন দেখবেন যে নিচের মত একটি পেইজ আসবে।

ফ্রী মাস্টার কার্ড

২।সাইন আপ বাটনে ক্লিক করুন এবং সাইন আপ শুরু করুন নিচের ছবির মত করে।

৩।ছবিতে দেয়া তত্থ্য পুরণ করুন ১ নং মার্কে অবশ্যই আপনার মাস্টার কার্ড এর পিন দিবেন।এবং ২ নং এ অবশ্যই Royel mail select করবেন তাহলে আপনার মাস্টার কার্ড ফ্রী তে পাবেন ।তারপর  next step এ যান ।

৪। আপনার ইমেইল আইডি আবার প্রবেশ করান এবং পাসওয়ার্ড দিন ।

৫। আপনার ইমেইল ভেরিফাই করুন ।

৬। এই লিঙ্ক এ গিয়ে লগইন করুন । দেখবেন নিচের মত পেইজ আসবে ।

৭। epID no  আপনার মেইন ওয়ালেট আই ডি।

৮। আপনি এরপর সেটিং এ গিয়ে verification select korun . তারপর আপনার ন্যাশনাল আইডি , সার্টিফিকেট এর স্ক্যান কপি আপ্লোড করুন । এবং মোবাইল নং ভেরিফাইড করুন। নিচের মত করে।

৯।আপনি চাইলে নিজের আইপি ভেরিফাই করতে পারবেন ।

১০। কিছু দিন অপেক্ষা করুন আপনার নিকট ইমেইল আসবে আপনার একাউন্ট ভেরিফাইড।

১১।বাস আপনার কাজ শেষ ২১ দিনের মদ্ধ্যে আপনার বাসার ঠিকানায় আপনার কাংখিত মাস্টার কার্ডটি পেয়ে যাবেন। ঠিক নিচের মত করে আপনার ঠিকানায় মাস্টার কার্ড আসবে।

১২। আপনার কাছে আসা খামটি খুলুন এবং ওয়েবসাইট এ গিয়ে আপনার দেয়া পিনটি দিয়ে আপনার কার্ড এক্টিভ করুন ।

১৩। আপনি চাইলে এটি দিয়ে পেপাল ভেরিফাইড করতে পারবেন ।

টিউনটি তে কোন ভুল থাকলে ক্ষমা করবেন । আর ভাল লাগলে আমার ওয়েবসাইট ঘুরে আশবেন প্লিজ।ফেইসবুকে আমি  । ধন্যবাদ ।

Level 0

আমি শাকিল প্রধান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কার্ড বাসায় এসে দিয়ে জাবে???এতেওকি কন চার্জ নিবে না তারা?????

ভাই ক্যাস উইথড্রো করতে কত খরচ হবে?

যদি আমার টিউনটি পছন্দ হয় তাহলে আমার ওয়েবসাইট http://dholvangha.com থেকে ঘুরে আসবেন প্লিজ

বার্ষিক ফি কিন্তু $34.95 মাত্র
https://www.epayments.com/tariff

    @তুহিন রাজশাহী: এর চেয়ে payoneer use করেন । কোন খরচ নাই ।

      @Technology Pagol:
      আমি যতদুর জানি নেটেলারে খরচ লাগে না , payoneer বার্ষিক খরচও অনেক

প্রথম লিঙ্ক কাজ করে না

এই লিঙ্ক try করো https://www.epayments.com/tariff

ন্যাশনাল আইডি এবং এডুকেশন সার্টিফিকেট (এই ‍দুইটির) এর স্ক্যান কপি দিতে হবে, নাকি যে কোন একটি দিলেই হবে?

    @আরিফ: হ্যা ন্যাশনাল আইডি ২ পার্ট + এডুকেশন সার্টিফিকেট কপি + যদি ব্যাংক ইনফো থাকে তাহলে ব্যাংক ইনফো + যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট কপি । যাস্ট তোমার address verifY korlei hobe . thanks plz visit my website http://dholvangha.com

বছরে ফী কত দেখছেন ভাই?
পুরা ডাকাইত যে।

EPA Membership Fees:
$34.95 – annual membership
$124.95 – annual membership with Express Delivery of your ePayments Prepaid MasterCard®
ePayments Prepaid MasterCard® Fees:
$20.00 – Card Issue (included in the Membership Fee)
No charge – Card Activation
No charge – Point-of-sale (POS) transactions
$1.50 – ATMs, per transaction
No charge – Active Account fee, per month
No charge – Inactive Account fee, per month
$10.00 – Abandoned Account fee, per month (after 6 months of no use)
$5.00 – Account Closure
$35.00 – Lost/Stolen Card Replacement
ePayments Prepaid MasterCard® Limits:
$10.00 – Initial Minimum Load
$3,000.00 – Maximum Daily Cash Access at ATMs or Bank Tellers
$10,000.00 – Maximum Amount per Load
$20,000.00 – Maximum amount on a card

    @আর রাদ: ভাইরে ফ্রী জিনিস এইরকমই হয়

    @তুহিন রাজশাহী: @আরিফ: এর চেয়ে payoneer use করেন । কোন খরচ নাই ।@আর রাদ: এর চেয়ে payoneer use করেন । কোন খরচ নাই ।

ভাই এটা তো পুরাই জল্লাদ

    @তুহিন রাজশাহী: @আরিফ: এর চেয়ে payoneer use করেন । কোন খরচ নাই ।@আর রাদ: এর চেয়ে payoneer use করেন । কোন খরচ নাই ।@জুবায়ের আহমেদ: এর চেয়ে payoneer use করেন । কোন খরচ নাই ।

ভারতে হবে

বড়ো হলে বানাইমু প্রিয়তে রাখলাম

Thanks for this tune

    @মনা পাটওয়ারী: thanks a lot of you also . আমি পারিবারিক কারনে ব্যস্ত থাকায় আপনাদের সমস্যার উত্তর দিতে পারি নাই সে জন্য সরি ।

ভাই আমি একটা কার্ড আর কোম্পানিতে জব করি যার ফি ৪০ ইউ এস ডি ( অবশ্য ওইখানে কিছু বারটি সুযোগ সুবিধা আছে না অন্য কোথাও নেই ) আর এরা দিচ্ছে ফ্রি তাও যারা ভাবছেন তাদের বলার কিছু নেই আমার যারা কার্ড এর এই মিনিমাম ফি দিতে পারবেন না তাদের কার্ড নেয়াড় যোগ্যতা নেই মানে দরকার ও নেই আমি কাউকে কস্ট দিয়ে কথা বলছি না যারা এই ফি ও দিতে পারবেন না তারা কার্ড নিয়ে করবেন কি একবার ভেবে দেখুন এখন কেউ যদি বলে মানুষকে দেখাবো তাই কার্ড নিব তাহলে আর বলার কিছু নেই এইটা খেলনা না।

সাকিল ভাইকে অনেক ধন্যবাদ পোষ্ট কার জন্য আর ভাই আপনার সাইট টা দেখলাম তবে অনেক বেশি এড দিয়ে ফেলছেন ।

    @BD Payment Service: সরি ভাই আমি ব্যস্ত থাকার কারনে আপনাকে ধন্যবাদ জানাতে পারি নাই।

Level 2

সারা জীবন piracy করেই চলব, দরকার নাই এত ঝামেলার।

    @zubaer1995: এর চেয়ে payoneer use করেন । কোন খরচ নাই ।

      @Technology Pagol: ভাই একাদিক বার চেষ্টা করেও একাউন্ট ভেরিফাই করতে পারি নি। একাউন্ড ভেরিফাই করার কি কোন সহজ উপায় জানা আছে আপনার।

@শাকিল প্রধান ভাই epayments- এর routing number কোথায় পাবো

Level 0

Card order request has been submitted.
Card will be ordered after the completed payment for the Membership of the Association.

etar mane ki?
amak ki pay korte hobe?
naki order processing hoe gese?

    @elegance: কোন পে করতে হবে না । আপনার আই ডি ভেরিফাই হলে কার্ড আপনার বারিতে ফ্রী আসবে

    @elegance: এর চেয়ে payoneer use করেন । কোন খরচ নাই ।

ভাই এইটার মানে কি
ePayments Prepaid MasterCard ® will be ordered for you and sent by mail (Royal Mail) to the delivery address stated during registration within a few business days after the completed payment for the Membership of the Association in the amount of 34.95 USD for the first year.
Available options to process payments for Membership fee are: internal e-wallet transfer, bank transfer or by PayPal.

    @সামিউল: ভাই আপনার অর্ডার কম্পলিট কিন্ত আপনার আই ডি ভেরিফাই হয় নি ভেরিফাই হলে কার্ড আপনার বাসার ঠিকানায় আসবে ফ্রী তারপর কার্ড এক্তিভ করুন । ব্যস বছর পর তারা তাদের বার্ষিক ফি ৩৪ ডলার নিবে ।

ভাই সব কিছু ঠিক ভাবে করসি, ইমেইল ভেরিফিকেশন অ হইসে কিন্তু সেখানে ত কার্ড পাঠানোর বশয়ে কিছু লিখে নাই শুধু বলল যে আম্র একাউন্ট ভেরিফাইড হইসে। এখন কি করবো??

    @জুবায়ের আহমেদ: শুধু ইমেইল না আপনার ন্যাশনাল আই ডি ও ভেরিফাইড করুন

এই লেখাটা আসছে Card order request has been submitted.
Card will be ordered after the completed payment for the Membership of the Association.

    জুবায়ের আহমেদ: এর চেয়ে payoneer use করেন । কোন খরচ নাই ।

Address line a latin characters chasse..ami google translate kore dilam.but hoy na kno..plz help me.

Level 2

access code কি দিব ?

    @inferon: আপনার প্রথমে যে কার্ডের সাইটে যে কোর্ড দিয়েছিলেন তাই ডেন

    @জুবায়ের আহমেদ: @শাকিল প্রধান: @শাকিল প্রধান: @akm forhad hossain: @inferon: এর চেয়ে payoneer use করেন । কোন খরচ নাই ।

ভাইজানেরা আপনাদের অর্ডার কম্পলিট কিন্ত আপনার আই ডি ভেরিফাই হয় নি ভেরিফাই হলে কার্ড আপনার বাসার ঠিকানায় আসবে ফ্রী তারপর কার্ড এক্তিভ করুন । ব্যস বছর পর তারা তাদের বার্ষিক ফি ৩৪ ডলার নিবে । কিন্তু কার্ড জতদিন আসে নাই ভেরিফিকেশন ততদিন waiting e Thakbe. Thanks a lot of u for comment and see my post . আপনাদের অবশ্যই আমার ওয়েব সাইট http://www.dholvangha.com দেখা উচিত।

ভাই আমি আমার ন্যাশনাল আইডি কার্ড ঐখানে আপলোড করসি

এর চেয়ে payoneer use করেন । কোন খরচ নাই ।

@Technology Pagol ভাই আমি যতটুকু জানি যে Payoneer এক্টিভ করতে নাকি ১০০ ডলার লাগে আম্র পে পালে মাত্র ৫ ডলার আছে আমি কি সেটা দিয়ে আমার কার্ড এক্টিভ করতে পারবো প্লিজ ভাই এক্টু জানাবেন

শাকিল প্রধান@ … মিয়া ফাজলামি করেন ?..
কার্ড অ্যাপ্লাই করছি এখন Membership Fee $34.95 দিতে বলে…
তাইলে কেমনে ফ্রী মাস্টার কার্ড হয়…
ফাজলামি বাদ দিয়া ভাল কিছ পোস্ট করেন…
ফাজিল কোথা কার 😛 @শাকিল প্রধান
আমি টেকটিউনস এর কাছে অনুরোধ করব টিউনটি মোছে দেওার জন্য

    @মাহাদি হাছান: মি. মাহাদি হাসান এই টা কোনো ফাইজলামির টিউন না । আপনার যদি ফ্রি মাস্টার কার্ড নিতে ইচ্ছে না হয় তাহলে টাকা দিয়ে কিনে নিয়েন কখনো বাজে মন্তব্য করে টিটির অন্যন্য ভিজিটরকে চিন্তায় ফেলবেন না। আর যদি আপনি apply করে থাকেন wait করেন ২১ দিন তারপর মন্তব্য করিয়েন । আমি কি খামাখা টিউন করছি। মাস্টার কার্ড পেয়েই করছি ।thanks

এটা দিয়ে কি পেপাল অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া ভেরিফাই করতে পারবো?
প্লিজ, উত্তর দিয়েন।

Level 0

akhon kintu vuya id card dila application decline kora dai mana block kora dai so shaboy shabdan plz….payoneer anoke bhalo but akhon payoneer card poya anoke jotil

@shakil prodhan, apnar may be vul hosse. amio mail pelam registration complete. but ekhon 34.95 USD dile ora bashay card pathabe. Screenshot dite parci na system na thakay

    Level 0

    @আল আমীন সামি: aponar id ki verify hoise na hole montobbo koren na plz

জাদের Payoneer Prepaid MasterCard® Card অ্যান্ড পেপাল ভেরিফাইদ অ্যাকাউন্ট লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন . Skype: Mahady.Hasan34

ভাই আমার একটা সমস্যা আছে সেটা হল যে, epayments er MasterCard apply korlee amar baritee ashate delivery charge or shipping cost kono katbe ki or kaw k kono fee dite hobe ki? skype: maruf94_mbs

    Level 0

    @মোঃ মারুফ ই মিশকাত: free paben kono fee nai

akane jodi ami accesss code dai , tahole tho problem hobe mone hoi , karon akta access code dia tho onna card dia access kore
akto janben

r ami thaki uae te , akan ar adress dila tho hobe ? akane id or other kon kaner ta dibo, akto valo kore janaben

Level 0

vai, national id card to amar nai. kintu amar birth certificate ase. oita upload korle cholbe ki?