অবশেষে এই মাসেই বাংলাদেশে পেপাল আসছে

ইন্টারনেটে অর্থ লেনদেনের সুবিধার্থে এ মাসেই বাংলাদেশে পেপাল চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে অর্থ মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “আমি গভর্নরের সঙ্গে দশ দিন কথা বলেছি, তিনি বলেছিলেন জুনের মধ্যে কাজ শুরু করতে পারবেন। ইতোমধ্যে একটি ব্যবস্থা হয়েছে। এখন বলছেন এ মাসের মধ্যে সম্ভব হবে। এটি শুরু হলে ‍যারা আউট সোর্সিং করে তারা আর কম টাকা পাবে না। ”

সম্মেলনে জেলা প্রশাসকরা দুর্যোগের জন্য বরাদ্দ চেয়েছেন বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, দুর্যোগের জন্য ফান্ড করা হয়েছে কিন্তু এক্টিভেটেড করা হয়নি। এক্টিভেটেট হলে জেলা প্রশাসকদের ক্ষমতা দেয়া হয়েছে যেন তারা স্বয়ংক্রিয় এ বরাদ্দ পান।

বেসরকারি ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণ না করায় সমস্যা হচ্ছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসকরা।

জেলা প্রশাসকরা অর্থবছর মেয়াদ পরিবর্তনের সুপারিশ করেছে বলেও জানান আবুল মাল আবদুল মুহিত।

এ বিষয়ে তিনি বলেন, “অর্থবছর পরিবর্তনের কোন সুযোগ নেই, বর্তমানে যে অর্থবছর আছে তা জুলাই থেকে জুন, তা আমাদের দেশের জন্য বেস্ট। মে থেকে এপ্রিল হবে ডিফিকাল্ট।

পোস্টটি এখান থেকে সংগৃহীত।

ফেসবুকে আমি 

আমার ভালোবাসার গল্প সম্বলিত ব্লগ। সময় পেলে একবার ঘুরে আসবেন।

 ধন্যবাদ

Level 0

আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আবুল মাল আবদুল মুহিত কথা কেউ বিশ্বাস করবেন না কারন সে একটা বেইমান সময় পাস করত পারেন না শুধু শুধু আমাদেরক লোভ দেখায় সে একটা লোভী…

    @ansar-koluma: সংসার সুখ-দুঃখ তরঙ্গের খেলা, আশাই তার একমাত্র ভেলা। আশা করতে থাকুন!

    কমেন্টের জন্য ধন্যবাদ।

Level 0

সে একটা ‘দুষ্টু লোক’। তার কথায় বিশ্বাস করতে নেই।

বললেই তো হবে না……..
বহুদিন আগে শুনেছি- “বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি গ্রহন করা শেষ । এখন পেপালের আভ্যন্তরিন টেকনিক্যাল প্রস্তুতি চলছে”
যতদুর জানি পেপালেরই তেমন আগ্রহ নেই ।
কুড়ির বাকী এখনও সাড়ে ঊনিশ 😀 😀 😀
আবুল মাল আবদুল মুহিত এর ইচ্ছায় পেপাল চলেনা ।

Level 0

আবুল মাল আবদুল মুহিত যখন বলেছেন তখন আমরা নিশ্চিত যে পেপাল আসবেই…

    @tahmim: আসবে কিন্তু কবে আসবে কোথায় আসবে কেমতে আসবে আল্লাহই মালুম

bissase bilai bostu torke bohudur

Level 0

যে মাল,মাল বুঝে না,সে বুঝে পেপাল ????

ইনি তো কয়েক বছর ধরে প্রতি মাসেই আমাদের জন্য পেপাল নিয়ে আসছেন। ভবিষ্যতেও এভাবে পেপাল আনতে থাকবেন।

Vai voye asi….paypal aslo….Gov 10% vat bosaiy dilo……..tar por amer ki hobe….vat ditay to taka shas………

Tar por o bolbo…….valo news…

Level 0

ভপ বুঝেন, ভপ? মুহিত স্যার আবার ভপ মারতে আসচেন…।।হই তো বলার মত কিছু পান নি তাই মুক্ত পেশাজীবী দের আসার বানী দিসছেন। কিন্তু আমি মোটেও আসা গ্রস্থ না এই বাপার টাই।

এই জিনিস যেইদিন এই দেশে আসিবে, সেইদিন মুই বিশ্বাস করব ইহা আসিয়াছে। তাহার আগে এ জীবন থাকতে নহে…

Level 0

আরে ভাই বুঝলেন না সামনে নির্বাচন, এসব জনগনের কাছে ভালো হওয়ার মন্তর। দেশের ইন্টারনেট খরচ আজ পর্যন্ত কমাতে পারে নাই আবার বিদেশ থেকে পেপাল নিয়ে আইবো। বড়ই মজা পাইলাম হা হা হা………..

Level 0

অই বুড়াকে তো হালের বলদ এর সাথে তুলনা করলে বলদের ও অপমান করা হবে । যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এর কথা মনে পরে গেলো , উনি বলেছিলেন “বয়স হয়েছে তো তাই কি বলতে কি বলে তার ঠিক নাই”। এই বুড়া বলদ বলে ছিল মে মাসের মাঝামাঝি পে-পাল চালু হবে , কিন্তু কোন বছর বা কোন সাল সেটা বলে নাই (বলদ হলেও চালূ আছে 😛 )। এখন নির্বাচন সামনে একথা বলে সবাইকে (Young Generation & Free-Lancer ) খুশি রাখার চেষ্টা । যেটা আগেও করেছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলে ।।

Level 0

আবুল মাল আবদুল মুহিত আর সদর ঘাট সমান । সে শুধু তার বড় মুখ দিয়ে ফস ফস করতে পারে।

Level 0

পেপাল অনেক অনেক প্রয়োজন আমাদের দেশের জন্য।
http://www.livesports10.com

Level 0

পেপাল তো অনেক আগেই এসেছে। আবার আসার দরকার কি?

Level 0

পেপাল তো অনেক আগেই এদেশে এনেছেন সরকার। আবার আসার দরকার কি?

পেপাল প্রতি বছর একবার আয় আবার আমাদেরকে সালাম দিয়ে চলে যায় আর এইবার সত্যি আবুল মাল আবদুল মুহিত পেপাল বাংলাদেশে এনে দিবে যদি এনে দেয় আমি তাকে আবার ক্ষমতায় বসার জন্য কাজ করব >>>>>>

Level 0

পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ভুয়ামির আর জায়গা পাইলনা মালের বাপ।

mal ar upor borosha nai

Level 0

মাস তো পেরিয়ে গেলো ভাই… 🙁

Level 2

কোন সালের জুলাই মাসে আসবে !!!! যে সমস্ত পদক্ষেপ নিলে দেশ এগিয়ে যাবে সেসব আমাদের দেশে সবার পরে হয়, অনেক সময় হয়ও না । বড়ই দুর্ভাগা জাতি আমরা ।

Level 0

এখন October মাস…।। 😀