বাংলাদেশে ‘পেপাল’ চালু মে মাসে

আজ কোন আইটি টিঊন না, শুধু আইটি নিউজ।

দেড় মাসের মধ্যে বাংলাদেশে ইন্টারনেটে অর্থ লেনদেনের সহজ পদ্ধতি পেপাল ‘পেপাল’ চালু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে সিলেটে ই-বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সিলেটের মোহাম্মদ আলী জিমন্যাসিয়ামে আয়োজিত ওই মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে তিনি বলেন, “আগামী দেড় মাসের মধ্যে দেশে চালু হবে ইন্টারনেটে অর্থ লেনদেনের সবচেয়ে জনপ্রিয় ও সহজ পদ্ধতি পেপাল। এখন দেশে অনেক প্রতিষ্ঠান ই-কমার্সের মাধ্যমে লেনদেন করছে। মোবাইল ও ইন্টারনেট প্রযুক্তির কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে।”

তবে বর্তমান সরকারের মেয়াদে ই-গভর্মেন্ট করা সম্ভব হবে না বলে জানান অর্থমন্ত্রী।

তথ্যসূত্রঃ বিডিনিঊজ২৪

আমাকে ফেসবুকে। আমার বাংলাদেশী দৈনিক সংবাদ পত্রের একটা নিঊজ ডাইরেক্টরী আছে আশা করি একবার দেখবেন। 'অল ডেইলি নিউজপেপার'

Level 0

আমি shamkabir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার তথ্যটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Level 2

ভসই, এইটা কি দেড় বছর আগের নিউজ?

খুব খুশির সংবাদ । তবে আমি আছি অন্য চিন্তায় 🙁 আমি এবার এসএসসি দিলাম, বয়স মাত্র ১৬ । জাতীয় পরিচয় পত্র পাবার কোন সুযোগ নেই 😛 কিন্তু আমার পেপাল খুব দরকার ! এখন কি যে করি কিছু মাথায় আসতেছে না 🙁 ছাত্র দের জন্য কোন ব্যবস্থা নেই?

Level 0

হায় হায় !!!! সত্যি

এই লোকগুলোর কথায় আপনাদের আস্থা আছে? অদ্ভুত!

Level 0

হলে ভালো, কিন্তু ঠিক বিশ্বাস করতে মনে চায় না।

Level 0

আবুল মাল আবদুল মুহিত আর ছাগলের কথায় সমান আগে চালু করুক সে বলছে দেড় মাসের মধ্যে দেড় মাসের কেন দেখেন দেড় বছরে চালু করের নি

Level 0

paypal12 vai apni thik bolecen..

Level 0

Our finance minister is mental, So we r waiting …………..

মাল খেয়ে মাল টাল হয়ে এসব কথা বলছে। 😛

Level 0

মাল খেয়ে টাল হয়ে…মাল…এসব কথা বলছে।