আমরা যারা ফেইক এড্রেস দিয়ে পেপাল ব্যবহার করছি তারা প্রায়ই একটি সমস্যার সম্মুখিন হই। আর তা হল একাউন্টে ডলার লোড নেয়ার পর ভেরিফিকেশনে পাঠিয়ে দেয়। সাধারণত নতুন একাউন্ট খুলার পর প্রথম কয়েকদিন কোন ঝামেলা ছাড়াই ব্যবহার করা যায়। কয়েকদিন পর দেখা যায়, একাউন্টে লগিন করা যাচ্ছে না।
আমরা যে ভুলটা করি তা হলো - আমরা লগিন করার সময় paypal.com এই এড্রেস ব্যবহার করে ডাইরেক্ট লগিন করে ফেলি। এটি একটি ভুল কাজ তাদের জন্য যারা অন্যকোন দেশের ফেইক এড্রেস ব্যবহার করে পেপাল ব্যবহার করছেন। কারণটা একটু পরেই বুঝিয়ে বলছি।
কয়েকদিন আগে আমার আমেরিকার বন্ধু বাংলাদেশে বেড়াতে এসেছে। বাংলাদেশে থেকে তার পেপাল একাউন্টে লগিন করে ডলার সেন্ড করতে চাইল। লগিন পাসওয়ার্ড সব কিছু ঠিকভাবে দেয়ার পরও লগিন করতে পারছিল না। বাংলাদেশ থেকে লগিন করতেই দিচ্ছিল না। যেহেতু তার একাউন্টটি ছিল ইউএস এর এড্রেসে। বাংলাদেশের আইপি থেকে লগিন করতে দিচ্ছিল না। এক্ষেত্রে আমরা যে কাজটি করি তা হলো একাউন্ট যে দেশের সে দেশের আইপি ব্যবহার করে ভিপিএন ব্যবহার করে একাউন্ট ব্যবহার করি। কিন্তু যারা পেপাল একাউন্ট ব্যবহার করেন তাদের ছোট ছোট ট্রানজেকশনের কাজে তাদের জন্য ভিপিএন ব্যবহার করা ব্যায় বহুল। আমরা যেটাকে বলি, বাজনার চেয়ে খাজনা বেশি। তাছাড়া বিশ্বস্থ ভিপিএন ব্যবহার না করলে আপনার পেপালের ডলার চুরি যেতে পারে।
এখন উপায়? বলছি। তার আগে যে কথা বলছিলাম সে কথা শেষ করে নেই। আমার বন্ধুকে বললাম, চল আমার বাসায়। কোন প্রকার ভিপিএন ছাড়াই তোর ডলার ট্রানজেকশন করে দিচ্ছি। তারপর ২ মিনিটেই কোন ঝামেলা ছাড়াই ট্রানজেকশন করে দিলাম। কিভাবে কাজটি করলাম ও জানতে চাইল। জানি আপনারাও জানতে চান! তাকে বললাম, তুই যে পেপাল.কম ভিজিট করে লগিন করতে চেয়েছিস এটাই ছিল তোর ভুল স্টেপ। ও তো আকাশ থেকে পড়ল। পেপাল একাউন্ট পেপাল ডট কম থেকেই তো লগিন করতে হবে। তা না হলে একাউন্ট হ্যাক হয়ে যাবে। অনেক ফিশিং সাইট রয়েছে, যারা পেপালের মতো লগিন পেইজ দেখাবে। লগিন করলেই আপনার একাউন্ট গায়েব হয়ে যাবে।
আমি পেপালের ওয়েবসাইটেই লগিন করেছি কিন্তু ডাইরেক্ট পেপাল.কম এ ভিজিট করি নি। ভিজিট করেছি https://www.paypal.com/signin?country.x=US&locale.x=en_US এই লিংকে। আপনি আপনার ব্রাউজার থেকে paypal.com এ ভিজিট করুন। দেখবেন ব্রাউজার রিডাইক্টে হয়ে আমার উপরের লিংকের মতো লিংক আসবে। তবে ইউএস এর জায়গায় অন্য কোন এড্রেস আসতে পারে। আপনি যে দেশ থেকে লগিন করছেন আপনার ব্রাউজার সে তথ্য পেপালকে দিবে। পেপাল আপনার একাউন্টের এড্রেসের সাথে মিলিয়ে দেখবে। যদি সেইম হয় তবে লগিন করতে দিবে, তা না হলে ভেরিফিকেশনে পাঠিয়ে দিবে। আমি বলছি না যে, পেপাল বুঝতে পারবে না আপনি আসলে কোন দেশ থেকে লগিন করছেন। কিন্তু পেপালের অটো ট্রেকিং সিসটেম আপনাকে ডিনাই করে দিবে যদি সেইম কান্ট্রির লিংক ছাড়া লগিন করেন।
https://www.paypal.com/signin?country.x=AU&locale.x=en_AU
https://www.paypal.com/signin?country.x=CA&locale.x=en_CA
উপরের লিংক দুটি দেখেন। একটি অষ্ট্রেলিয়া এবং অন্যটি কানাডার বাসিন্দাদের জন্য লগিন পেইজ। এভাবে পেপাল সাপোর্টেড প্রতিটি দেশের লগিন পেইজ রয়েছে। আপনার একাউন্ট যে দেশের নামে তৈরি করেছেন সেদেশর লিংক ব্যবহার করলে পেপাল লগিন করা যায় তুলনামূলক কম ঝামেলায়। আমি বলছি না, এভাবে লগিন করলে আপনি ঝামেলা ছাড়াই নিশ্চিত ব্যবহার করতে পারবেন। তবে একথা বলতে পারি তুলনামূলক সেইফ এবং কম ঝামেলায় ব্যবহার করতে পারবেন।
এই প্রদ্ধতিতে আমি তুলনামূলক কম ঝামেলায় বিগত কয়েক বছর ধরে পেপাল ব্যবহার করছি। বর্তমানে আমার একাউন্টটি আমার ইউএসের বন্ধুর মোবাইল দিয়ে তৈরি করা। তাই মোবাইল ভেরিফিকেশন চাইলে ওর সাথে যোগাযোগ করে মোবাইল ভেরিফাই করে নেই। কিন্তু মজার কথা হচ্ছে, একাউন্ট খুলার সময় মোবাইল ভেরিফাই করেছিলাম, তারপর আর সেটার প্রয়োজন হয় নাই। তাছাড়া আমি পেপাল থেকে বড় কোন ট্রানজেকশন করিও নি। সেটাও একটা কারণ হতে পারে। আরো একটি কথা, পেপাল দিয়ে যে সাইটে পেমেন্ট করবেন বা যে পেপাল একাউন্টে পেমেন্ট করবেন সেটাও নজরে রাখতে হবে। ওয়েবসাইট হলে সেটা এসএসএল আছে কিনা এবং পেপাল একাউন্ট হলে সেটা ভেরিফাইড কি না সেটাও দেখা উচিত। কান্ট্রির বাইরে ট্রানজেকশসের ক্ষেত্রে বড় কোন এমাউন্ট ট্রানজেকশন না করাই ভালো। তবে যারা রিয়েল মোবাইল দিয়ে ভেরিফাই করার সুযোগ আছে তারা চাইলে ট্রানজেকশন করতে পারেন। অনেকে ভার্চুয়াল নাম্বার দিয়ে মোবাইল ভেরিফাই করে নেন ঠিকই কিন্তু বড় এমাউন্ট ট্রানজেকশনের সময় পুনরায় মোবাইল ভেরিফিকেশন চাইলে ঝামেলায় পড়ে যান। তাই ভার্চুয়াল নাম্বার ব্যবহার না করাই উত্তম। আমার কাছে কয়েকটি পেপাল একাউন্ট আছে যা রিয়েল মোবাইল দিয়ে ভেরিফাই করানো।
মন্দা কথা, বাংলাদেশে পেপাল এসে গেছে। শুধু ছোট্র একটি অসুবিধা। টাকা আপনার হাতে আসার মধ্যে মাধ্যম মাত্র তিনটি। ডলার হাতে এসে পৌছাতে পৌছাতে ট্রানজেকশন ফি বাদ দিয়ে কিছু অবশিষ্ট থাকে কি না সেটাই দেখার বিষয়!!!!!!
কারো কোন পেপাল একাউন্টে ডলার ফেলে রাখা আছে কি? লগিন প্রবলেম তাই টাকা ট্রানফার করতে পারছেন না?? আমি কি একবার চেষ্টা করব? আমি কেন? আপনিই ট্রাই করে দেখুন। উপরের ট্রিকসটি ফলো করে দেখুন তো।
ফেইসবুকে আমি-->
আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)
comment and help plz.