আর্টিকেল লিখে আয়ের বিশ্বস্ত ৩টি সাইট, পেইমেন্ট বিকাশে

Level 3
১ম বর্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও

বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আর্টিকেল লিখে আয়ের বেশ কিছু বিশ্বস্ত সাইট। এদের সবগুলোই হলো বাংলাদেশি সাইট। আর এগুলো সব ট্রাস্টেড সাইট। এগুলোতে কাজ করে আপনারা ঘরে বসেই আয় করতে পারবেন। ১০০% পেইমেন্ট করে এমন ওয়েবসাইট সম্পর্কে আজকে আমি এই টিউনে আলোচনা করছি। তো চলুন শুরু করি।

১. টেকটিউনস

টেকটিউনস

 

প্রথমে যে সাইটের কথা বলব, সেটা হচ্ছে এই সাইট। আপনারা যে সাইটে এই আর্টিকেল তথা টিউনটি পড়ছেন, সেই সাইট। নাম হচ্ছে টেকটিউনস। এখানে আপনারা আর্টিকেল লিখে আয় করতে পারেন। পাশাপাশি এখানে অডিও টিউন, ভিডিও টিউন টিউন করতে পারেন। এই সাইট বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে সাইটটির জুড়ি মেলা ভার। আপনারা এখানে আয় করতে চাইলে প্রথমে এখানে একাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপর আর্টিকেল লিখে সাবমিট করতে হবে। প্রথম ১০টি আর্টিকেলের জন্য আপনারা সাথে সাথে কোনো টাকা পাবেন না। তবে ১০টি আর্টিকেল প্রকাশ হওয়ার পর, আপনারা ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য আবেদন করতে পারেন। একবার ট্রাস্টেড টিউনার হয়ে গেলে আপনাদের প্রত্যেক আর্টিকেল প্রকাশ হওয়ার ৩৬০ ঘন্টা পর টেকটিউনস ক্যাশ আপনার টেকটিউনস অ্যাকাউন্টে জমা হবে। তবে মনে রাখতে হবে, আপনাদেরকে অবশ্যই আগে ট্রাস্টেড টিউনার হতে হবে।

আর ট্রাস্টেড টিউনার হওয়ার আগে আপনাদেরকে এখানে আগে প্রোফাইল সেট আপ করতে হবে। আপনারা যদি প্রোফাইল সেট আপ করতে না পারেন, বা আপনাদের প্রোফাইল সেট আপের তথ্যগুলো ভুল থাকে, তবে আপনারা কিন্তু এখানে কোনো ইনকাম করতে পারবেন না। কেননা, এখানে ইনকামের জন্য ট্রাস্টেড টিউনার হতে হয়। আর ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য প্রোফাইল সেট আপ একান্তই প্রয়োজন। পরে এই বিষয়ে বিস্তারিত বলব।

২. জেআইটি

জেআইটি

 

এটিও আরনিং ওয়েবসাইট। আপনারা যারা আর্টিকেল লিখে ভিউস অনুযায়ী টাকা পেতে চান, তাদের জন্য এই সাইটটি প্রয়োজন। এই সাইটে ১০০০ ভিউসে ৮০০ টাকা দেওয়া হয়। ভাবা যায়! এখানেও একই নিয়মে একাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আর্টিকেল লিখে সাবমিট করতে হবে। আপানাদের আর্টিকেল এডমিন কর্তৃক রিভিউ হয়ে পাবলিশ করা হবে। আর পাবলিশ হওয়ার পর থেকেই আপনারা প্রত্যেক ভিউসের জন্য ৮০ পয়সা মানে ১০০ ভিউসে ৮০ টাকা পাবেন। তাছাড়া, এখানে আপনারা রেফারেল করেও আয় করতে পারেন। আপনাদের রেফারেল লিংক ব্যবহার করে যারা যারা এখানে রেজিস্ট্রেশন করবে, তাদের আয়ের ২০% আপনারা সারা জীবন পেতে থাকবেন। কমপক্ষে ২০ টাকা হলে মোবাইল রিচারজ করতে পারবেন। মিনিমাম ১০০ টাকা হলে বিকাশ, রকেট, নগদে নিতে পারবেন।

৩. গ্রাথোর

গ্রাথোর

 

এটিও আর্টিকেল লিখে আয়ের একটি জনপ্রিয় সাইট। এখানে আপনারা আগের মতোই একাউন্ট ক্রিয়েট করবেন। এরপর এখানে আর্টিকেল লিখে আয় করবেন। এখানকার নিয়ম হচ্ছে আপনাদের প্রত্যেক আর্টিকেল প্রকাশ হওয়ার সাথে সাথে ১০ থেকে ৫০ টাকা সাথে সাথে আপনাদের একাউন্টে দিয়ে দেওয়া হবে। এছাড়া, প্রত্যেক ভিউসে ১ পয়সা করে দেওয়া হবে। আপনারা এখানে আর্টিকেল পড়েও আয় করতে পারেন। এমনকি আর্টিকেলে টিউমেন্ট করেও আয় করতে পারেন। রেফারেল সিস্টেমও আছে। প্রত্যেক রেফারেলের জন্য সাথে সাথে ১ টাকা দেওয়া হয়। আর আপনাদের রেফারেল যদি ১ সপ্তাহেই ৭টির উপরে আর্টিকেল লিখে এখানে পাবলিশ করে, তবে আপানারা তার জন্য ১০০ টাকা পাবেন। ভয় নেই। এটা তাদের একাউন্ট থেকে কাটা হবে না। সরাসরি কর্তৃপক্ষ দিবেন। মিনিমাম ১০০০ টাকা হলেই উইথড্র নিতে পারবেন। পেইমেন্ট সিস্টেম বিকাশ, নগদ, রকেট।

তো বন্ধুরা, এই ছিল ৩টি বিশ্বস্ত সাইট। আপনারা যদি প্রত্যেকটা সাইট সম্পর্কে বিস্তারিত জানতে চান, তবে টিউমেন্ট করতে পারেন। পরের টিউনগুলতে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেস্টা করব। আর আমাকে ফলো করতে পারেন টেকটিউনসে পরের টিউনগুলো পেতে।
আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।

Level 3

আমি মো মিরাজ ইসলাম। ১ম বর্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।

আমি মোঃ মিরাজ ইসলাম। আমি আর্টিকেল লিখতে ও পড়তে ভালোবাসি। এছাড়া ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরিও করি। আমি টেকটিউনসে টিউন লিখে আয় করার জন্য একাউন্ট ক্রিয়েট করেছি। ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস