সুপ্রিয় পাঠক গণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশাকরি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আপনি হয়তো টিউন এর টাইটেল দেখেই বুঝে গেছেন আজকের টিউনটি কি সম্পর্কিত। হ্যাঁ, আজকে আমি একটি আর্নিং টিউন নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি আমার এই টিউনে আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ দিয়ে সিপিএ মার্কেটিং করবেন এবং প্রতি মাসে 20 হাজার টাকা পর্যন্ত ইনকাম করবেন খুব সহজে।
এর জন্য আপনি পুরোটাই টিউনটি ধৈর্য্য ধরে পড়তে থাকুন। অবশ্যই আপনি উপকৃত হবেন। আপনারা সকলেই জানেন সিপিএ মার্কেটিং কি?। কিন্তু সিপিএ মার্কেটিং কিভাবে করবেন এবং কোন মার্কেটপ্লেসে করবেন কিংবা কোন মার্কেটপ্লেসটি বিশ্বস্ত অর্থাৎ 2021 সালে এসে কোন মার্কেটপ্লেসকে 100% নিশ্চয়তা সাথে পেমেন্ট করছে তা আপনারা সঠিকভাবে জানেন না। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এ বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং আপনাদের সকল সমস্যার সমাধান করব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
প্রথমত সিপিএ মার্কেটিং করার জন্য আমাদের একটি মার্কেটপ্লেস দরকার। আর আমি যে মার্কেটপ্লেসের কথা বলব তার নাম হলো cpagrip.com। এই ওয়েবসাইটটি প্রায় 2007 সাল থেকে 100% নিশ্চয়তা সাথে পেমেন্ট করে আসছে এবং এটি 2021 সালে এসেও সঠিকভাবে পেমেন্ট করছে। আপনি এর প্রমাণস্বরূপ ওয়েবসাইটে অনেক প্রেমেন্ট প্রুভ পাবেন। প্রথমত আপনাকে আগে জানতে হবে কিভাবে আপনি cpagrip.com ওয়েবসাইটটিতে কাজ করবেন।
প্রথমত আপনাকে এই ওয়েবসাইটে কাজ করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্টেশান থেকে থাকে তাহলে, লগইন করবেন। অন্যান্য সিপিএ মার্কেটিং ওয়েবসাইটগুলোতে একাউন্ট খোলার পর অ্যাপ্রুভ এর অপেক্ষায় থাকতে হয়। কিন্তু এ ওয়েবসাইটে কোন অ্যাপ্রুভ এর দরকার হয় না। এখানে আপনি একাউন্ট খোলা মাত্রই আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাই। কিন্তু আপনাকে এখানে একাউন্ট ভেরিফাই করতে হয়। এর জন্য একাউন্ট খোলা হয়ে গেলে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে।
ওই ভেরিফিকেশন লিংকে ক্লিক করে আপনি আপনার একাউন্টি ভেরিফাই করতে পারবেন। অ্যাকাউন্ট খোলা কিংবা লগইন করা হয়ে গেলে প্রথমে আপনি ওয়েবসাইটের ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং মেনু অপশন এ ক্লিক করলে আপনি My Offer নামের একটি অপশন দেখতে পাবেন। ওইখানে ক্লিক করবেন। তারপর আপনি কোন দেশের অফার গুলো নিয়ে কাজ করতে চান সেই দেশ সিলেক্ট করবেন এবং কোন কাজগুলো করতে চান সেগুলো সিলেক্ট করবেন। যেহেতু আপনি নতুন সিপিএ মার্কেটিং করবেন এজন্য আপনি জিমেইল সাবমিটের কাজটি শুরু করবেন।
এজন্য আপনি ক্যাটাগরিতে গিয়ে জিমেইল সাবমিট লিখে সার্চ করলে জিমেইল সাবমিটের কাজ গুলো পেয়ে যাবেন। প্রথমত কাজ করার জন্য আপনি United States দেশটিকে সিলেক্ট করবেন। কাজ করার জন্য আপনার এই দেশটি হবে বেস্ট। তারপর আপনি ঐ দেশের অফার গুলো দেখতে পাবেন। প্রথমত একটি অফার এ ক্লিক করবেন যেটা আপনার ভাল মনে হয়। তারপর সেখানে একটি লিঙ্ক আসবে। ওই লিংকটি কপি করে নেবেন। এখন আপনি ওই লিংকটি আপনার নিজস্ব ওয়েবসাইট কিংবা আপনার যদি United States দেশের কোন বন্ধু থেকে থাকে তাহলে তাকে পাঠাবেন। সে যদি ওই লিংকে ক্লিক করে তার জিমেইল টা সাবমিট করে তাহলে আপনি সেখান থেকে এক থেকে দুই ডলার পেয়ে যাবেন। এভাবে আপনি cpagrip.com ওয়েবসাইটে কাজ করবেন।
আপনি এখান থেকে প্রেমেন্ট নিতে পারবেন ব্যাংক একাউন্ট, পেপাল ইত্যাদি ভাবে। কিন্তু বাংলাদেশে যেহেতু পেপাল সাপোর্ট করে না তাই আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আপনার 50 ডলার হলেই আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন।
তো আজকের টিউন এখানেই শেষ করছি। আপনারা এখনই cpagrip.com ওয়েবসাইটে গিয়ে কাজ করতে শুরু করেন। যদি কাজ করতে গিয়ে কোন সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে টিউমেন্ট করবেন। আমি আপনাদের সকল টিউমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যদি টিউনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং টেকটিউনসের সাথে থাকুন।
আসসালামু আলাইকুম।
আমি মো: আহাসানুল কবির। ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।
আপডেট করেছি ।আবার রিভিউ করেন