হ্যালো বন্ধুরা, আশা করি অনেক ভালো রয়েছেন। আজকে আমি যে টিউন নিয়ে আলোচনা করবো সেটি হতে পারে আপনার জীবনের সেরা টিউন। যদি আপনি একজন ভালো মানের প্রোগ্রামার হতে চান। তাই সময় নিয়ে পুরো টিউনটি ভালো ভাবে পড়বেন। বর্তমানে অনলাইনে ক্যারিয়ার গড়া যায় এটা আমরা প্রায় সবাই জানি। এর জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে নিজেকে একজন প্রোগ্রামার বা ডেভেলপার হিসেবে গড়ে তোলা। কিন্তু কিভাবে নিজেকে একজন সেরা প্রোগ্রামার হিসেবে গড়ে তুলবে সেটা অনেকেই জানে না।
জানবেএ বা কি করে কারণ আমাদের দেশের কেউ সেইভাবে প্রোগ্রামিং নিয়ে আলোচনা করে না তারা প্রথম থেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুলেজ শিখানো নিয়ে পড়ে থাকে। যার ফলে দেখা যায় অনেকে দুই থেকে তিন বছর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার পরেও কোন বড় ধরনের প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে পারে না। এবং নতুন কিছুও তৈরি করতে পারে না। যার ফলে আমাদের দেশে অনেক প্রোগ্রামার তৈরি হচ্ছে ঠিকই কিন্তু ভালো মানের প্রোগ্রামার তৈরি হতে পারতেছে না।
এর কারণ হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার বা শিখানোর নিয়ম। আপনি যদি এক লক্ষ টাকা দিয়েও কোন কোম্পানী থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন তবুও হয়তো তারা আপনাকে প্রোগ্রামিং বিষয়টা কি সেটা ভালো ভাবে বুঝাবে না। যার ফলে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন ঠিকই কিন্তু একজন ভালো প্রোগ্রামার হতে পারবেন না। আমি আজ প্রায় দুই থেকে তিন বছর ধরে প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট শিখতেছি কিন্তু আজকে যে কথা বলবো সেই কথা আমি কখনো কারো কাছ থেকে শুনেনি। তাই এখনও বলবো হতে পারে এই টিউনটি আপনার প্রোগ্রামিং শিখার বা প্রোগ্রামার হওয়ার দিকটাকে পাল্টিয়ে দিবে। সেজন্য কষ্ট করে টিউনটি ভালো করে পড়ুন।
অনেকতো কেন আমাদের দেশের প্রোগ্রামার গুলো ভালো মানের প্রোগ্রামার হতে পারতেছে না সেই বিষয়ে বলেছি। তাহলে এখন বলি কিভাবে একজন ভালো প্রোগ্রামার হওয়া যায় সেই বিষয়ে বলি। আশাকরিয়ে দেই এবং সবকিছু বিস্তারিত আলোচনা করি।
আমি টিমের কথা বলতেছি বা ডেভেলপারদের কথা বলতেছি তাদের গ্রুফের নাম হচ্ছে Stack Learner। এই নাম ইউটিউবে সার্চ দিলে তাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। প্রথমেই তাদের ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলি। তাদের চ্যানেলে সকল ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং নিয়ে ভিডিও পাবেন। আর আমি মনে করি তাদের চ্যানেল এর ভিডিও গুলো ফ্রি হওয়া সত্ত্বেও অনেক প্রিমিয়াম ভিডিও থেকে অনেক ভালো। তাদের অনেক প্রিমিয়াম কোর্সও রয়েছে সেই বিষয়ে আরেকটু পরেই বলতেছি।
আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি সেই বিষয় সম্পর্ক এ আপনি তাদের চ্যানেল থেকে শিখতে পারবেন না। সেজন্য যেতে হবে তাদের ওয়েব সাইটে। যেখানে তাদের একটি ফ্রেমওয়ার্ক রয়েছে যার নাম SL3 FRAMEWORK। এই ফ্রেম ওয়ার্কে শুধু কিভাবে আপনি আপনার মাইন্ডকে প্রোগ্রামিং মাইন্ডে রুপান্তর করবেন। কিভাবে প্রোগ্রামিং এর বিষয়গুলো বুঝতে পারবেন। এবং প্রোগ্রামিং কি কম্পিউটার কি সেই বিষয়ে সম্পূর্ন জ্ঞান পেয়ে যাবেন।
প্রোগ্রামিং যে এত সুন্দর করে গল্পে গল্পে এত ভালো ভাবে শিখা যায় তা আমার আগে জানা ছিল না। আমি মনে করি আপনি যদি একজন নানা হয়ে আপনার নাতিদেরকে এই গল্প গুলো বলেন তাহলে তারা সহজেই গল্পের মাধ্যমে প্রোগ্রামিং শিখে ফেলতে পারবে। তাহলে আপনি কেন পারবেন না? আপনি অবশ্যই পারবেন শুধু কিছুটা সময় দিতে হবে আর নিজেকে যোগ্য করে তুলতে হবে।
তাদের ফ্রেমওয়ার্কটি সম্পূর্ণ ফ্রি। তাদের ফ্রেম ওয়ার্কটি পড়ার জন্য ভিজিট করুন sl3.app এই সাইটে।
ভিজিট করার পর আপনার মনে হবে আপনি প্রোগ্রামিং এর অন্য জগতে চলে এসেছেন। যেখানে বাস্তব মানুষের প্রোগ্রামিং এর শিখানোর সাথে কোন মিল নেই। তাই আর ধেরি না করে এখনই তাদের সাইটে ভিজিট করুন।
কিন্তু যাওয়ার আগে কষ্ট করে আরেকটু পড়ে যান তাহলে হয়তো আরো অনেক ভালো হবে।
উপরে যেটুকু আলোচনা করেছি সেই টুকুই এই টিউনের মূল লক্ষ্য ছিল কিন্তু আপনাদের সার্থে আরেকটু বিষয় আলোচনা করে যাই। এই ফ্রেমওয়ার্কটি এখন শুধু মাত্র কন্টেন্ট আকারে রয়েছে। কিছু দিনের মধ্যে তা ভিডিও আকারেও চলে আশাকরি তাদের ফ্রেমওয়ার্কটি ফ্রি দিয়েছে সেটাই অনেক কিছু। কারণ আমাদের দেশে কেউ এগুলো টাকা দিয়েও শিখায় না কিন্তু তারা ফ্রিতে শিখাচ্ছে। আপনি যদি চান তাদের ফ্রেমওয়ার্কটির ফ্রি ভার্সন পড়ে শিখবেন তাহলে শিখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে।
আর যদি চান ফ্রেমওয়ার্কটি তাদের কাছ থেকে ভিডিও কোর্স এর মাধ্যমে শিখতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তাদের এখানে চারটি ল্যাঙ্গুয়েজ নিয়ে কোর্স রয়েছে আপনি চাইলে সেখান থেকে যেটা ইচ্ছা সেটা করতে পারেন। কোর্সটির মূল্য হচ্ছে ২০৯৯ টাকা কিন্তু্ তারা প্রথম একশ জনের জন্য কোর্সটি মাত্র ৯৯৯ টাকায় দিয়ে দিবে। তাই দেরি না করে এখনই কোর্সটি কিনে ফেলুন। যার জন্য আপনাদের Stack Learner অফিসিয়াল পেজে গিয়ে কোর্সটি কিনার জন্য ম্যাসেজ দিতে হবে। তাহলে তারা বলে দিবে কিভাবে কিনতে হবে।
আপনি যদি চান তাদের কোর্সটা সম্পর্ন করে আরো এডভান্স কিছু শিখতে চান তাহলে তাদের আরো একটি সাইট রয়েছে যেখানে অনেক এডভান্স লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখানো হয়।
আপনি যদি চান তাহলে সেখান থেকে শিখতে পারেন। তবে তার আগে আপনি এই কোর্সটি সম্পন্ন করবেন তারপর শেখান থেকে অন্যান্য গুলো সম্পন্ন করবেন। তাদের সাইটের লিংক হচ্ছে https://courses.stackschool.co/।
এই সাইটে ভিজিট করে আপনার একটি একাউন্ট খুলে নিবেন। তার জন্য এই পেজে থাকা sign in বাটনে ক্লিক করুন।
তারপর এখান থেকে নিচে থাকা create a new account বাটনে ক্লিক করুন।
এখানে আপনার সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনার তথ্যগুলো দিয়ে লগিন করে নিন। এবং তারপর আপনার পছন্দ মতো কোর্সটি কিনে নিন।
আশা করি টিউনটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি একটুও উপকারে আসে তাহলে কষ্ট করে জোসসে ক্লিক করুন। এবং নিত্য নতুন সকল টিউন পেতে আমাকে ফলো করুন।
আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।