হ্যালো বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন। বর্তমানে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এটা আমরা প্রায় সবাই জানি। আর এই অনলাইন থেকে টাকা ইনকাম করার একটি সহজ মাধ্যম হচ্ছে কন্টেন্ট রাইটিং করা। আর এই কাজটি আমরা করতে চাই নিজের একটি ওয়েব সাইটে। কিন্তু নিজেরওয়েব সাইটে কন্টেন্ট রাইটিং করলে ইনকাম হবে কিভাবে? এর একটি মাধ্যম হচ্ছে ওয়েব সাইটে এড দেখানো। এই এড গুলো নিজের ওয়েব সাইটে যুক্ত করার একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে গুগল এডসেন্স। কিন্তু এখান থেকে একাউন্ট এপ্রোভ করার জন্য অনেক নিয়ম মেনে চলতে হয়। কিন্তু আমাদের সবার সকল নিয়ম মেনে চলা সম্ভব হয় না তাই আমার এপ্রোভ পাই না। যদিও এপ্রোভ হয় কিন্তু পেমেন্ট নেওয়ার সময় অনেক ঝামেলা করতে হয়। যেহেতু আমরা বাংলাদেশি তাই আমাদের সবার কাছে ক্রেডিট বা মাস্টার কার্ড থাকে না। অন্যান্য মাধ্যম না থাকায় পেমেন্ট নিতে ঝামেলা হয়।
এজন্য এবার থেকে আর গুগল এডসেন্সের উপর ভরসা করতে হবে না। চলে এসে বাংলাদেশি দারুণ একটি এড নেটওয়ার্ক। যার মাধ্যমে সহজেই আপনার একাউন্ট এপ্রোভ করতে পারবেন। এবং ইনকাম করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এখান থেকে বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
প্রথমেই বলে রাখি আপনার একাউন্টটি এপ্রোভ করতে হলে কি কি করতে হবে। আপনার একাউন্টটি এপ্রোভ করতে হলে আপনার তেমন কিছু করতে হবে না। আপনার একটি ওয়েব সাইট বা অ্যাপ থাকতে হবে। আর সেখানে পাঁচটার মতো টিউন থাকলে হবে। এবং দৈনিক কয়েকজন ভিজিটর থাকলে আপনার একাউন্ট এপ্রোভ হয়ে যাবে।
আমরা যে এড নেটওয়ার্কটির কথা বলতেছি তার নাম হচ্ছে গ্রীন রেড। একাউন্ট খোলার জন্য আপনাকে এই লিংকে যেতে হবে। https://adnetwork.green-red.com/register?for=publisher যাওয়ার পর নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
এখানে আপনার সকল তথ্য সঠিক ভাবে দিয়ে Sign Up বাটনে ক্লিক করবেন। তারপর সকল তথ্য ঠিক থাকলে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে। এবং নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
এখানে আসার পর বাম দিকের সাইডবারে মানুষের আইকোনের সাথে পরিলেখ লেখাটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করবেন।
এখানে প্রকাশকের একাউন্টে যান বাটনটিতে ক্লিক করবেন। তারপর নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
এখানে আপনাদের ওয়েব সাইটটিকে যুক্ত করতে হবে। তার জন্য New Property
+ বাটনটিতে ক্লিক করবেন।
এখানে প্রথমে আপনার ওয়েব সাইট নাকি অ্যাপ সেটি সিলেক্ট করবেন। পরবর্তিতে আপনার সাইটের শিরোনাম দিবেন। অবশ্যই ইংরেজিতে দিবেন। এরপর আপনার ওয়েব সাইটের ডোমেইন বা লিংক দিবেন। ভাষা সিলেক্ট করবেন এবং কি ধরনের ওয়েব সাইট সেই ক্যাটাগরী সিলেক্ট করবেন। এবং শেষে আপনার নাম দিয়ে সম্পত্তি পাঠিয়ে দিন বাটনে ক্লিক করবেন। তাহলে সবকিছু ঠিক থাকলে আপনার সাইটটি যুক্ত হয়ে যাবে। এবং ২৪ ঘন্টার ভিতরে আপনার ওয়েব সাইট যুক্ত হয়েছে কিনা ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে। এক্টিভ হলে এখানে আসবেন।
এখানে বিজ্ঞাপনস্থানসমূহ বাটনে ক্লিক করবেন।
এবং বিজ্ঞাপণ স্থান বাটনে ক্লিক করবেন।
এখানে যেভাবে আছে সেভাবে রেখে শুধু মাত্র Ad Place Name এখানে যেকোন একটি নাম দিয়ে তৈরি করুন বাটনে ক্লিক করবেন।
এখান থেকে কোডটি কপি করে আপনার ওয়েব সাইটে বসিয়ে দিলে কিছুক্ষনের মধ্যে এড দেখাবে। আর আপনার ইনকাম শুরু হয়ে যাবে।
আশা করি পোষ্টটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পোষ্টটি শেয়ার করবেন এবং একটি জোস দিবেন।
আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।