তো আমরা সবাই চাই ইন্টারনেট থেকে আয় করতে। তবে কেউ সফল হয় আর অনেকে ঝড়ে পড়ে যায়। তবে ঝড়ে পড়ে যাওয়ার কারন অনেক হতে পারে যেমনঃ- Fake সাইটে কাজ করে আত্মবিশ্বাস হারানো। কিংবা কাজ না পেয়ে অনলাইন থেকে বিদায় নেওয়া।
তবে মূল কথা হলো অনলাইন থেকে আয় করার জন্য আপনার অনেক ধরনের কাজ শিখতে হয়। তবে যদি কোন কাজ না জেনেও অনলাইন থেকে আয় করতে চান আর্টিকেল টি আপনার জন্য।
তো আজকে আমি জানাবো কিভাবে প্রতিমাসে সর্বনিম্ন ২০+ ডলার পর্যন্ত আয় করা যায় ঘরে বসে।
আপনাকে কোন প্রকার Invest করতে হবেনা। শুধু ধৈর্য ধরে কাজ করতে হবে। আর ওয়াই ফাই ছাড়া আপনি যদি ডাটা ক্রয় করে কাজ করতে চান তবে বলবো HoneyGain আপনার জন্য নয়।
কারন এখানে প্রচুর Bandwidth লাগবে। যত বেশী Bandwidth খরচ করবেন ঠিক ততটাই আপনার আয় আসবে। ধরুন আপনি ১০ GB bandwidth যদি প্রতিদিন খরচ করতে পারেন তবে মাসিক আয় দাঁড়াবে ৩০+ ডলার। যার মানে প্রতিমাসে আপনাকে ৩০০ GB ডাটা খরচ করতে হবে 30+ ডলার আয় করার জন্য। যা আপনি মোবাইলে ডাটা ক্রয় করে পোষাতে পারবেনা। খাজনার থেকে বাজনা বেশী হয়ে যাবে।
এখানে কাজ করার ধরন টা অন্যরকম হলেও খুব সহজ। যে কেউ চাইলে এখান থেকে ডলার আয় করতে পারবে। যেমন আপনার কাজ হবে একটি একাউন্ট তৈরী করা। সফটওয়্যার কিংবা App ডাউনলোড করা সাথে ইন্সটল করে লগিন করা। ডাটাকানেকশন চালু রাখা সবশেষে প্রতিমাসে নিজের অর্থ উত্তোলন করা।
আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে তারা ডাটা খরচ করার জন্য কেন পেমেন্ট করবে?
যখন আপনি সফটওয়্যার কিংবা App দিয়ে লগিন করবেন তখন নিশ্চই ডাটা চালু থাকবে। HoneyGain অটোমেটিকভাবে লগিন করা সফটওয়্যার এর মাধ্যমে তাদের ক্লায়েন্ট এর কন্টেন্ট গুলোতে ট্রাফিক পাঠাবে। আর এই কাজে তাদের সহযোগিতা করার জন্য আপনাকে অর্থ দিবে।
মোট কথা আপনার ফেলে রাখা ডাটা ব্যবহার করবে HoneyGain এবং তার জন্য আপনাকে পেমেন্ট করবে।
তাহলে বুঝতেই পারছেন আপনার কাজ হবে লগিন করে ডাটা চালু রাখা। যা কিনা একদম সহজ আপনাকে আর কিছুই করতে হবে না। তাহলে আপনিও নিতে পারবেন ইন্টারনেট এর Advantage.
HoneyGain একটি ওয়েবসাইট। যারা তাদের Business Partner দের জন্য Traffic তৈরী করে দেয়। এবং তাদের Web intelligence এর মাধ্যমে Market Research এবং Content Delivery করে থাকে। HoneyGain সাইট Consumer দের Business এর ভবিষ্যৎ উজ্জ্বল করতে সাহায্য করে আসছে। HoneyGain.Com Seo Monitoring করে থাকে। পাশাপাশি Brand Protection এবং Content Delivery সার্ভিস দিয়ে থাকে। সাথে আমার আপনার মত যারা আয় করতে চায় তাদের কে উপার্জনের সুযোগ করে দেয়।
আপনি সফটওয়্যার অথবা App ব্যতীত উপার্জন করতে পারবেন। যেমন আপনার কোন বন্ধু, আত্মীয় কিংবা পরিবারের যে কোন ব্যক্তিকে সাইটে জয়েন করিয়ে ৫ ডলার পর্যন্ত বোনাস নিতে পারবেন। আর সাথে আপনার জয়েন করা ব্যক্তির উপার্জনের ১০% কমিশন আপনি পাবেন।
তাহলে এ পর্যন্ত রইলো HoneyGain নিয়ে দরকারী কিছু তথ্য। উপরের সব কিছু পড়ার পরেও যদি আপনি কাজ করতে চান তবে আপনাকে স্বাগতম সম্পূর্ণ আর্টিকেল টি পড়ুন কিভাবে কাজ করবেন জানার জন্য।
আপনার একটি জিমেইল একাউন্ট দরকার হবে একাউন্ট করার জন্য। যদি তা Ready থাকে তবে সরাসরি নিচের লিংকে গিয়ে Registration করতে হবে।
Registration Link (With refer)
Registration Link (Without Refer)
যদি আপনি উপরের দেওয়া লিংক থেকে Registration করেন তবে আপনি পাবেন ৫ ডলার।
আমার দেওয়া লিংকে প্রবেশ করলে উপরের মত চিত্র দেখতে পাবেন Claim Now বাটনে ক্লিক করুন।
উপরের মত আসলে আপনার Gmail এবং Password দিয়ে Sign up বাটনে ক্লিক করুন।
উপরের মত Dashboard আসলে আপনার একাউন্ট খোলা হয়ে গেছে। এবার কাজ হবে Confirm Email বাটনে ক্লিক করা। তাহলে আপনার Gmail একাউন্টে একটি Confirmation মেইল চলে যাবে। আপনাকে মেইল টি Verify করতে হবে।
আপনার কাছে উপরের চিত্রের মত একটি মেইল চলে যাবে। আপনার কাজ হবে মেইল ওপেন করে Verify Email বাটনে ক্লিক করা।
আপনার মেইল যদি Confirm হয়ে থাকে তবে উপরের মত Dashboard আসবে।
এবার আপনাকে ডাউনলোড করতে হবে সফটওয়্যার কিংবা App আপনার Device অনুযায়ী। তাহলে Windows, Android অথবা MacOS এর জন্য ডাউনলোড করতে নিচের লিংকে চলে যান।
এবার আপনার প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করুন।
Download করা হয়ে গেলে ইন্সটল করুন। এবং পরবর্তী Step গুলো মনযোগ সহকারে লক্ষ্য করুন।
আপনার Install করা সফটওয়্যার কিংবা App টিতে প্রবেশ করলে আপনাকে Login করতে হবে।
আপনি যে Gmail এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট টি তৈরী করেছেন তা দিয়ে লগিন করুন।
যদি আপনি লগিন করতে সফল হন তবে স্বাগতম আপনি কাজ শুরু করে দিয়েছেন। কারন লগিন করা মাত্র অটোমেটিক ভাবে কাজ শুরু হয়ে যাবে। আর আপনাকে কষ্ট করে কিছু করতে হবে না। শুধু আপনার পিসি কিংবা মোবাইল চালু রাখতে হবে Wifi দিয়ে কানেক্ট করে। আর লক্ষ্য রাখতে হবে সফটওয়্যার টি সঠিক ভাবে কাজ করছে কিনে তার দিকে।
আপনি চাইলে HoneyGain সাইটে লগিন করে আপনার কত উপার্জন হয়েছে দেখে নিতে পারবেন।
আর মনে রাখবেন সর্বনিম্ন ২০ ডলার হলেই কেবল ডলার উত্তোলন করা যাবে।
আর পেমেন্ট নেওয়ার জন্য আপাদত Paypal ব্যবহার করতে হবে। আগামীতে হয়তো আরো কিছু ডলার উত্তোলন করার সিস্টেম চলে আসবে।
আর্টিকেল এর শেষ প্রান্তে চলে এসেছি জানিনা ভালো লেগেছে কিনা আপনাদের। তবে যদি ভালো লেগে থাকে তবে লাইক টিউমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে তবে আপনি চাইলে ঘুরে আসতে পারেন আমার লেখা অন্যান্য আর্টিকেল গুলো থেকে। নিচে লিংকঃ-
সৌজন্যেঃ সাইবার প্রিন্স
আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician