BBHelpTech ফ্রিল্যান্সারদের প্রথম সোশ্যাল নেটওয়ার্ক এর নিয়মাবলী!

বিডি হেল্প ডট টেক সাইট টি করা হয়েছে আপনাদের সমস্যা সমাধানের জন্য। এই সাইটটির মাধ্যমে আপনি আপনার অনলাইন জগতের যে কোন সমস্যা সমাধান আপনি নিতে পারবেন। সেটা হতে পারে আপনার অনলাইনে কাজ করার সমস্যা, হতে পারে অনলাইনে আপনার ফেসবুক জনিত কোন সমস্যা, হতে পারে আপনার কম্পিউটার জনিত কোন সমস্যা, হতে পারে আপনার ইউটিউব চ্যানেলের কোন সমস্যা।

এক কথায় বলতে গেলে অনলাইনের যে সকল সমস্যার আপনি সম্মুখীন হবেন সেই সকল সমস্যা সমাধানের জন্যই এই সাইটটা করা হয়েছে। এই সাইটে রয়েছে আপনাকে সাহায্য করার জন্য অনেক অভিজ্ঞতা সম্পন্ন ফ্রিল্যান্সার। এছাড়াও আপনি এডমিন এবং মডারেটরদের কাছ থেকে বিশেষ সাহায্য পেতে পারেন।

ফ্রিল্যান্সারদের প্রথম সোশ্যাল নেটওয়ার্ক : https://bdhelp.tech/

এবার আসি আমার মূল কথায়,

আপনি যখন কোন একটা প্লাটফর্ম থেকে কোন কিছু শিখছেন তখন অবশ্যই আপনার সেই প্ল্যাটফর্মের নিয়ম-কানুন প্রাইভেসি পলিসি ইত্যাদি সম্পর্কে আপনার জানতে হবে এবং তাদের সেই নিয়ম-কানুন অনুযায়ী আপনাকে চলতে হবে। সেরকম বিডি হেল্প ডট টেক এটাও একটি অনলাইন প্লাটফর্ম। এখান থেকে আপনি আপনার সমস্যার সমাধান সহজেই পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে এখানেও তো কিছু নিয়ম-কানুন আছে তাইনা? তাই আমাদের সবার উচিত এই সাইটের যে নিয়ম কারণ আছে সেই নিয়ম কানুন গুলো মেনে আমাদের চলা।

তাহলে সাইটের পরিবেশটা সুন্দর থাকবে এবং সাইটে বিশৃঙ্খলা দেখা দেবে না এবং সাইটে যারা সাহায্যের জন্য টিউন করবে তারা সুষ্ঠু ভাবে সাহায্য পাবে। কারণ নিয়মকানুনগুলো যদি না থাকে তাহলে সাইটে বিশৃঙ্খলা দেখা দেবে কারো কোন একটা প্রয়োজনীয় টিউন সেটা সবার নিচে পড়ে যাবে যার হেল্প সে পাবে না এবং সে প্রশ্নের উত্তর তার অজানা রয়ে যাবে।

তাই আমরা নিচে আপনাদের জন্য কিছু নিয়ম লিখে দিলাম আশাকরি সবাই নিয়ম গুলো ফলো করবেন এবং মেনে চলার চেষ্টা করবেন :

১। বিডি হেল্প ডট টেক একটি বাংলাদেশি ওয়েবসাইট এবং যা বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধাশীল। তাই যেকোণ টিউন বাংলায় হওয়া বাঞ্ছনীয়। শুদ্ধ ইংরেজী ভাষায় করা টিউন ও গ্রহণযোগ্য। তবে কোন কারনে বাংলা লিখতে অক্ষম হলে নিয়ম শিথিলযোগ্য।

২। স্পাম টিউন করলে আপনার বিরুদ্ধে যে কোন ব্যবস্থা নেওয়া হতে পারে। এর জন্য আমাদের সাইট নিয়ন্ত্রণকারী দায়ী থাকবে না।

৩। স্পাম/বিজ্ঞাপণ/প্রচার রিলেটেড টিউমেন্ট করলে ব্যান হবেন।

৪। কোন কারনে এডমিন, মডারেটর অথবা কোন ইউজারকে গালাগালি করা মাত্র ব্যান করা হবে।

৫। একজন হেল্প চাইতে টিউন করতেই পারে তাকে হেল্প করা / না করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তাই বলে তার টিউনে আজেবাজে টিউমেন্ট করা যাবে না।

৬। অকারণে এডমিন দের মেনশন / একাধিক বার মেনশন করা যাবে না।

৭। হ্যাকিং / কালি লিনাক্স বিষয়ক যেকোন টিউন করবেন কিন্তু বিস্তারিত জানার চেষ্টা করবেন না কারণ হ্যাকিং জিনিসটা অপরাধের মধ্যে পরে।

৮। সাইটে যাই হোক সব সময় শুদ্ধ ভাষা ব্যবহার করতে হবে। অন্যথায় কে কেন কাকে গালি দিল এসব দেখা হবে না। সরাসরি ব্যান।

৯। আপনি যদি কোন কারণে ব্যান হয়ে থাকেন তবে তার দায় কেবলমাত্র আপনার একান্তই ব্যক্তিগত। এজন্য বিডি হেল্প ডট টেক দায়ী নয়। আপনাকে আনব্যান করতেও আমরা বাধ্য নই।

১০। কোন সিরিয়াস বিষয়ে মতামত পোষণের ইচ্ছা থাকলে নিজে তা টিউন করে এডমিন দের মেনশন করতে পারেন।

১১। কেও সাইটে খারাপ টিউন করেছে / খারাপ টিউমেন্ট করেছে দেখলে এডমিন কে মেনশন করুন অথবা Report Post টি ইউজ করুন।

আশাকরি উপরের নিয়ম গুলো মেনে চলতে কারোর ও কোন সমস্যা হবে না। আমরা আপনাদের জন্য এত কিছু করতে পারবা আর আপনারা আমাদের সামান্য এই কয়টা নিয়ম মেনে চলতে পারবেন না তা কি করে হয়।

Level 3

আমি রতন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

allylook profile link : https://allylook.com/roton


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস