যারা বেকার বসে আছেন তাদের জন্য পার্ট টাইম কাজের অফার

যারা বেকার বসে আছেন তাদের জন্য পার্ট টাইম কাজের অফার

ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ও ইন্টারনেট মার্কেটিং কি?


আমরা মার্কেটিং কি কম বেশি সবাই জানি। মার্কেটিং হচ্ছে বসুন্ধরা সিটি যেয়ে গার্লফ্রেন্ড এর জন্য ঈদ এ নতুন জামা ও জুতা কেনা। তাই না? আসলে কিন্তু না 😛 আসলে মার্কেটিং হচ্ছে যে কোন পণ্য অথবা সার্ভিস এর প্রমোশন করা, প্রচার করা ও ওই পণ্য এর ক্রেতা তৈরি করা। এই মার্কেটিং আপনি যখন অনলাইন এ করবেন সেটা হবে “ডিজিটাল মার্কেটিং”।

আপনি যখন আপনার এই “ডিজিটাল মার্কেটিং” স্কিল টা নিজের কোন প্রডাক্ট অথবা সার্ভিস এর বিক্রয় ও প্রমোশন এর জন্য ব্যবহার করবেন, তখন সেটা হবে ইন্টারনেট মার্কেটিং। আর আপনি যখন আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল টা ব্যবহার করে অন্য কারও প্রডাক্ট অথবা সার্ভিস কমিশন ভিত্তিক প্রমোশন করবেন সেটা হবে অ্যাফিলিয়েট মার্কেটিং।

15% কমিশন এবং $5 সাইন আপ বোনাসঃ


ফেবুকে ইন্টারনেট ডাটা নষ্ট করে ব্রাউসিং আর কয়দিন ভালো লাগে? $5 সাইন আপ বোনাস নিয়ে বেকার বসে না থেকে পার্ট টাইম জব করুন অবসর সময় কাজে লাগিয়ে অনলাইন ইনকাম করুন। আপনি যদি আমাদের এফিলিয়েট বা পার্টনার হন তাহলে আপনার মাধ্যমে প্রতি বিক্রয় এর জন্য আপনি পাবেন 15% থেকে 25% কমিশন। মজার ব্যাপার হচ্ছে এই কমিশন আপনি আজীবন প্রতি বছর পেয়ে যাবেন যদি আপনার রেফার করার কাস্টমার একটিভ থাকে। আমাদের সার্ভিসটি খুবি লোভনীয় সুতরাং বিক্রি করার আপনার জন্য খুব ই সহজ হবে। সেই সাথে আমাদের রয়েছে এক্সপার্ট সাপোর্ট টিম। আরো আছে, আপনি আমাদের পার্টনার হয়ে জয়েন করলেই পাচ্ছেন $5 বোনাস যা পরবর্তীতে আপনি বিকাশে তুলে নিতে পারবেন।

কিভাবে শুরু করবেন?


আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের শাদমার্ট সম্পর্কে তথ্য দিন, তাদের সাথে হোস্টআইটিবিডি ভালো কিছু প্রোডাক্ট/সার্ভিস শেয়ার করুন। তারা যদি আপনার লিঙ্ক থেকে ক্লিক করে প্রোডাক্টটি অর্ডার করে তাহলে সেই সেল এর উপর টোটাল 15% কমিশন আপনি পেয়ে যাচ্ছেন।  খুবই সহজ। তার মানে ধরুন, আপনার ১০জন বন্ধু ৩০০০টাকা করে অর্ডার করেছে।
(১০x৩০০০)= ৩০০০০x১৫%= ৪৫০০ টাকা
আপনি পেয়ে যাচ্ছেন ৪৫০০টাকা।
এই টাকা আপনি বিকাশে তুলে নিতে পারবেন।

বিষয়টা হচ্ছে মানুষকে আমাদের সার্ভিস সম্পর্কে জানান এবং অর্ডার করার জন্য আপনার এফিলিয়েট লিংক টা দিয়ে দিবেন তাহলে কেউ সেই লিংক এ ক্লিক করলে সে আমাদের সার্ভিস পেজে চলে যাবে। তখন তার ইচ্ছে হলে আমাদের সার্ভিসটি কিনতে পারে।
এবার  চলুন দেখি কিভাবে আপনি লিঙ্কটি শেয়ার করবেন:


ধাপ ১ঃ
আমাদের সার্ভিস পোর্টালে গিয়ে সাইন আপ করুন এখানে  এবং আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস ইত্যাদি দিয়ে register করুন

ধাপ ২ঃ
সাইন আপ হয়ে গেলে এখানে লগইন করুন (এটি হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল এখান থেকেই প্রতিবার লগইন করবেন এবং নিজের একাউন্ট পরিচালনা করতে পারবেন। )

ধাপ ৩ঃ

এবার আপনার ইমেইল চেক করুন (ইনবক্স অথবা স্প্যাম বক্স) এবং সেখানে দেখুন Hostitbd.Com  থেকে একটি ইমেইল এসেছে এবং একটি লিংক দেয়া আছে সেটি ক্লিক করে আপনার ইমেউল একাউন্ট ভেরিফাই করে নিন। আপনি যদি ভেরিফাই না করুন তবে আপনার একাউন্ট ৭ দিন পড়ে বন্ধ হয়ে যাবে।

ধাপ ৪ঃ

লগইন ত করেছেন তাই না? এবার উপরের মেনু থেকে অ্যাফিলিয়েট এ ক্লিক করুন নিচের ছবির মত।

ক্লিক করার পর আপনার অ্যাফিলিয়েট পেজ টি আসবে এবার নিচের ছবির মত “Active Affiliate Account” ক্লিক করুন। তাহলেই আপনি $5 পেয়ে যাবেন এবং সেই সাথে একটি লিংক পাবেন যেটি হচ্ছে আপনার এফিলিয়েট লিংক।

ধাপ ৫ঃ

এবার আপনি আপনার অ্যাফিলিয়েট পেজে যান এখান থেকে। এবং দেখুন নিচের ছবির মত দেখাচ্ছে তাই না?

এখানেই আপনি দেখতে পারবেন আপনার লিংক এ কত জন ক্লিক করেছে অথবা সাইনাপ করেছে অথবা আমাদের সার্ভিস কিনেছে সব কিছুই এখানে দেখতে পারবেন। এফিলিয়েট সিস্টেম সম্পূর্ণ আটোমেটিক এবং সেই হিসাবেই সম্পূর্ণ আটোমেটিক সিস্টেম এ আপনার আকাউন্টে টাকা জমা হবে। $২০ হলেই আপনি বিকাশে পেমেন্ট তুলে নিতে পারবেন।

শেষ ধাপঃ

এবার আপনি সাইন আপ করেছেন, অ্যাফিলিয়েট একটিভ করেছেন, নিজের একটি লিংক পেয়েছেন তাই না? এবার আসলে বাকি কাজ আপনার বুদ্ধির উপরে নির্ভর করবে যে কিভাবে আপনি আমাদের সার্ভিস গুলো বিক্রি করবেন, তাই না? হতে পারে আপনার লিংকটি আপনি আপনার ওয়েবসাইটে, বা যে কনো ভালো এবং ফেসবুক বড় গ্রুপে ব্যবহার করতে পারবেন এবং এর মাধ্যমে যত বিক্রি হবে আপনি প্রতিটির জন্য পাচ্ছেন ১৫% – ২৫% কমিশন। আপনার বন্ধুদের এবং পরিচিত সবাইকে জিজ্ঞাস করুন তাদের হোস্টিং লাগবে কিনা এবং আমাদের কথা বলুন যে আমরা দারুন কিছু অফার দিচ্ছি সুতরাং আমাদের এখান থেকে কিনতে বলে আপনার এফিলিয়েট লিংক টি দিয়ে দিন।

আরও কিছু আইডিয়াঃ


আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের ফেসবুকে ইনবক্স, ফেসবুক ওয়াল, বিভিন্ন ক্রয়-বিক্রয় জাতীয় গ্রুপ, Twitter, Youtube, google+  অথবা অন্য যেকোনো সোশ্যাল মিডিয়াতে  প্রোডাক্টটির লিঙ্ক শেয়ার করতে পারেন। আপনি যতোবার খুশি ততোবার শেয়ার করতে পারবেন।

প্রোডাক্টের প্রচারের জন্য বিভিন্ন গ্রুপ বেছে নিতে পারেন। আপনি যদি ট্রাভেল জাতীয় কোন প্রোডাক্ট বেছে নেন আপনি খুব সহজে ট্রাভেল গ্রুপ গুলোতে ছড়িয়ে দিতে পারেন। বাংলাদেশে এখন যেকোনো প্রোডাক্ট খোঁজার জন্য অনেক গ্রুপ আছে। যেমন DSD (Desperately Seeking Dhaka), Product Review, CYP. আপনি ওই গ্রুপ গুলোতে প্রোডাক্ট রিভিউ দিতে পারেন অথবা কেউ কোন প্রোডাক্ট খুজলেই সেই প্রডাক্টটি খুঁজে লিঙ্কটি দিয়ে দিতে পারেন।

আমাদের সার্ভিস এর কিছু ব্যানার এখান থেকে ডাউনলোড করে নিন যা আপনি নানান গ্রুপ বা পেজে আমাদের বিজ্ঞাপণ হিসাবে ব্যবহার করতে পারবেন। এছারা কিছু নমুনা বিজ্ঞাপণ দেখে নিন যা আপনি কপি পেস্ট করতে পারবেন কিন্তু আপনার অ্যাফিলিয়েট লিংক দিবেন নতুবা আপনি কিন্টু কমিশন পাবেন না।

  1. নমুনা বিজ্ঞাপণ ১
  2. নমুনা বিজ্ঞাপণ ২

হোস্টআইটিবিডি সার্ভিসঃ


এবার আসুন জেনে নেই আমাদের সার্ভিস গুলো কি, যেহুতু আপনি আমাদের মার্কেটিং করছেন তাই আপনি আমাদের সব গুলো সার্ভিস সম্পর্কে ভালো করে জেনে নিন।

আমরা মূলত ওয়েব হোস্টিং বিক্রয় করছি। ওয়েব হোস্টিং কি? খুব সহজ ভাবে বলি, যারা নতুন ওয়েব সাইট বানাবে অথবা যাদের ওয়েব সাইট আছে তারা তাদের ওয়েবসাইটের সকল তথ্য যেমন ছবি, লিখা ইত্যাদি একটি হোস্টিং জায়গায় সেফ করে রাখে তাই না? সেটিই হচ্ছে আসলে হোস্টিং।

দেখুন আসলে বাংলাদেশে খুব কম কোম্পানি আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুযোগ দিবে। কিন্তু hostitbd.com আপনাদের এই সুযোগটা করে দিচ্ছে। আমরা hostitbd.com এর পক্ষ থেকে একটি অফার নিয়ে এসেছি। আমরা দীর্ঘ ৭ বছর যাবত সুনামের সাথে টিকে আছি। আমরা Web Hosting, Domain Registration, Bulk SMS, Digital Marketing সার্ভিস প্রদান করছি।

আমাদের কোন সার্ভিস বিক্রয় করবেন?


আসলে আপনি যখন আপনার অ্যাফিলিয়েট লিংক টি অন্য কারো সাথে শেয়ার করবেন, মানে যখনি কেউ আপনার লিংক এ ক্লিক করবে তখন যে একটি লিংক এ চলে যাবে সেটি হচ্ছে https://hostitbd.com এখন এখান থেকে যে কিনবে সে দেখে শুনে যে কনো সার্ভিস কিনতে পারবে এবং প্রতি বিক্রয়ের জন্য আপনি ১৫% কমিশন পাবেন সেটা ই আগেই বলা হয়েছে।

তবে আপনি নিজে আমাদের সার্ভিস জেনে রাখার জন্য ভিসিট করুন এখানে

FAQ:


প্রশ্নঃ আমি কি প্রতিবার এই ১৫% কমিশন পাবো?
উঃ আপনি যতোবার শেয়ার করবেন এবং ওই শেয়ার থেকে যদি কেউ অর্ডার করে তাহলে প্রতিবার ১৫% কমিশন পাচ্ছেন।

প্রশ্নঃ আমার ফ্রেন্ড অর্ডার প্লেস করেছে, কিন্তু আমার অ্যাকাউন্ট এখনো টাকা অ্যাড হয়নি কেন?
উঃ আপনার ফ্রেন্ডের অর্ডারটি সফল্ভাবে সম্পন্ন হলে এবং অর্ডার স্ট্যাটাস “Complete” শো করলে তখনই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট দেখাবে।

প্রশ্নঃ অ্যাফিলিয়েট টি কতদিনের মধ্যে ব্যবহার করতে হবে?
উঃ ধরুন আপনি একটি গ্রুপে আপনার লিংক দিয়েছেন সেই লিংক থেকে ৮৯ দিন পড়ে কেউ ক্লিক করে সার্ভিস কিনেছে তাহলেও আপনি কমিশন এর টাকা পাবেন। মানে ৯০ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

প্রশ্নঃ আমার লিংক থেকে কেউ সার্ভিস কিনেছে আমি কবে টাকা তুলতে পারব?
উঃ ধরুন কেউ একজন আমাদের এখানে অ্যাফিলিয়েট একাউন্ট খুলেছে এবং আরেকটি ফেক একাউন্ট দিয়ে নিজের লিংক থেকে সার্ভিস কিনেছে এবং ১৫/২০ দিন কনো কারনে আমাদেরকে জানালো আমাদের সার্ভিস ব্যবহার করবে না তাই রিফান্ড করে দিতে, তাহলে? আশাকরি আমাদের কাস্টমারদের তাই আপনি কমিসনের টাকা ৩১ দিন পড়ে বিকাশে তুলে নিতে পারবেন।

প্রশ্নঃ মিনিমাম কত হলে আমি টাকা উঠাতে পারব?
উঃ আপনার কমিশন এর টাকা মিনিমাম $20 হলে আপনি টাকা তুলতে পারবেন, আর সাইন আপ করার সময় আমরা ত ফ্রী দিচ্ছি $5 সেটা সহ মোট $20 মাত্র।

প্রশ্নঃ কিভাবে কাজ শুরু করব?
উঃ সব কিছুর পড়ে এই প্রশ্ন? বন্ধু মন দিয়ে পুরো লিখাটি আবার পড়ুন এবং বুঝার চেষ্টা করুন অথবা তারপরের না বুঝলে আমাদের সাপোর্ট টিম এর সাথে কথা বলুন 01744977947 নাম্বারে।

Hostitbd.com সম্পর্কে আরো কিছু তথ্যঃ

বাংলাদেশের সবথেকে জনপ্রিয় Domain Hosting Service Provider Hostitbd.Com, আমরা মূলত ডেমেইন রেজিস্টার, হোস্টিং প্রভাইট করি, এছাড়াও, যেকোন ধরনের ওয়েবসাইট তৈরী, ডিজিটাল মাকের্টিং, ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট করি।

তাহলে আর দেরি কেনো আজকে থেকেই কাজ শুরু করে দিন, হয়ত এই কাজটি করলে ১ দিনে অথবা ১ মাসে আপনি বরলক হয়ে যাচ্ছেন না কিন্তু পার্ট টাইম হিসাবে খারাপ কি বলেন? কনো গ্রুপে অ্যাড দিয়ে রেখে দিলেন কাজ শেষ কেউ কিনলে কিনবে না কিনলে নেই, মাঝে মাঝে এফিলিয়েট প্যানেলে চেক করলেন টাকা জমা হলে তুলে নিলেন।

Level 0

আমি সাইদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস