অনলাইনে ড্রপ শিপিং ব্যবসা

অনলাইনে কি ধরনের ব্যবসা করবো এটা ঠিক করা ছিলো খুব সমস্যার। অনেক কিছু চেস্টা করেছিলাম। শুরুতে আমি ড্রপ শিপিং পদ্ধতিতে অনলাইন স্টোর করতে চেয়েছিলাম। এই মডেলটা খুব চমৎকার।

ড্রপ শিপিং পদ্ধতি

আপনি উৎপাদনকারীদের সাথে একটা চুক্তি করতে হবে। তারা পণ্যের তথ্য, ছবি ইত্যাদি দিবে। আপনি তা নিয়ে অনলাইনে স্টোর তৈরি করবেন। আপনার বিক্রি হওয়ার সাথে সাথে আপনি উৎপাদনকারীকে জানিয়ে দিবেন। তিনি আপনার কোম্পানীর লগো, ঠিকানা ইত্যাদি ব্যবহার করে তা প্যাকেজ করে পাঠিয়ে দিবে। ক্রেতা বুঝবে আপনিই তাকে পাঠিয়েছেন।

ব্যবসাটা করার জন্য প্রথম দরকার উৎপাদনকারীদের সাথে চুক্তিভূক্ত হওয়া। worldwidebrands.com যেই সব উৎপাদনকারী বা হোলসেলারগণ ড্রপ শিপিং করে তাদের তালিকা ও তাদের প্রোডাক্ট তাদের ডিরিক্টরিতে রাখে। সাইটিতে ফি দিয়ে নিবন্ধন করতে হয়। আমি করেছিলামও বটে।

পন্য নির্বাচন

প্রোডাক্ট নির্বাচনটা এখানে গুরুত্বপূর্ণ। হাজার হাজার পন্য। কোনগুলো দিয়ে শুরু করলে সফল হবো এটা ছিলো চিন্তার বিষয়। তখন আসলে আমি একেবারে নতুন। তাই রাতের পর রাত কাটিয়েছি পন্য যাছাই বাছাই করতে। কিছু পন্য নির্বাচনও করেছিলাম। উৎপাদনকারীদের সাথে যোগাযোগ করেছি। অনেকে আমার আবেদন গ্রহণ করেছিল। তারপরও শুরু করতে পারিনি আরো কিছু সমস্যার কারনে।

সমস্যা

প্রধান সমস্যাটা ছিলো উৎপাদনকারীকে টাকা পরিশোধ করার কোনো উপায় ছিলো না। আমার স্টোর থেকে বিক্রি হওয়ার সাথে সাথে উৎপাদনকারীকে ঐ পন্যের জন্য ফরমায়েশ দিতে হতো। ফরমায়েশের সাথে সাথে অর্থ পরিশোধ করার প্রয়োজন।

অন্যান্য সমস্যার মধ্যে হচ্ছে সাইট তৈরি, কনটেন্ট তৈরি, স্টোর তৈরির জ্ঞান ছিলো না। এগুলো হয়তো শিখা যাইতো, কিন্তু সাইটের প্রচার যে ভাবে করতে হবে সেই বিষয়গুলোতে দক্ষতা ছিলো না। তাই আসলে আগে আমি সাইট তৈরি ও প্রচারের বিষয়গুলো শিখাতে মনোযোগ দিয়েছিলাম।

সব জ্ঞানেই আসলে কাজে লাগে।

আজ একটা সাম্ভাব্য ক্রেতা তার সাইটটি অডিট করার জন্য যোগাযোগ করলে। সে চায় তার সাইটটি থেকে নানা ভাবে আয় করতে। তার মধ্যে ড্রপ শিপিং অন্যতম। আমি তাকে এই বিষয়ে আমার অভিজ্ঞতার কথা তাকে জানিয়েছি। অডিট করার জন্য যে ফি দাবী করেছি তাতে সে আমার প্রস্তাব গ্রহণ না করার সম্ভাবণা ছিলো। কিন্তু ড্রপ শিপিং বিষয়ে আমার জ্ঞান ও অভিজ্ঞতা এমন ভাবে উল্লেখ করেছি যে আমি নিশ্চিত সে তার সাইট অডিট করার জন্য আর যাদের সাথে যোগাযোগ করেছে তাদের চেয়ে আমার প্রস্তাব আকর্ষণীয় হবে। যে টাকা আর সময় তখন ড্রপশিপিংয়ের পেছনে ব্যয় করেছি তা ফেরত চলে আসবে।

আপনার জন্য পরামর্শ

আপনি যদি অনলাইন উদ্যোক্তা হতে চান তাহলে ড্রপ শিপিং পদ্ধতি নিয়ে পর্যালোচনা করে দেখতে পারেন। শুরু করতে আপনার যা লাগবেঃ

  • ক্রেডিট কার্ড অথবা পেপল- উৎপাদনকারীকে আপনার অর্থ প্রদান করতে হবে।
  • পন্য নির্বাচন – আপনার সাইট থাকলে তার সাথে মিল রেখে পন্য নির্বাচন করুন। নতুন ভাবে শুরু করলে সেই পন্য গুলোকে নির্বাচন করুন যেগুলো যথেস্ট পরিমানে বিক্রি হবে।
  • উৎপাদনকারীদের সাথে যোগাযোগঃ গুগলে অনুসন্ধান করলে হয়তো পাবেন। ভালো হয় ড্রপ শিপারদের ডিরেক্টরীগুলোতে সন্ধান করলে। গুগলে ড্রপ শিপিং ডিরেকটরী দিয়ে অনুসন্ধান করুন। অনেক ডিরেকটরি পাবেন।
  • সাইট তৈরি – ওয়ার্ডপ্রেস ও যে কোনো শপিং প্লাগিন  (যেমন -jigoshop, woocommerce) ব্যবহার করে তৈরি করে নিতে পারবেন।
  • প্রচার – সোশ্যাল, সার্চ, ই-মেইল, ডিস্প্লে মার্কেটিং, আর্টিকেল মার্কেটিং ইত্যাদি কৌশলের মাধ্যমে সাইটের জনপ্রিয়তা তৈরি করতে হবে।
  • ড্রপ শিপিং বিষয়ে অনলাইনে যে ব্লগগুলো আছে  সেগুলোর তালিকা তৈরি করুন।  পরামর্শ গুলো পড়ুন। প্রয়োজনে কিছু ই-বুক ও কোর্স করে নিতে পারেন



Subscribe My Channel

আপনি যদি অল্প খরচে ওয়েবসাইট বানাতে চান আমার সাথে যোগাযোগ করুন: Click to Facebook

Level 2

আমি Freelancer Sabbir। Senior Web Developer, Jessore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

User experience designer based in Bangladesh. I am Sabbir Hossain from Jessore, Bangladesh offering you a very low cost effective high quality professional custom website


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস