অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ঘরে বসে আয়

লেখাপড়া বা চাকুরীর পাশাপাশি অ্যামাজন অ্যাফেলিয়েট মার্কেটিং করে ভালো মানের আয় করা সম্ভব। যারা চাকুরীর করতে চাচ্ছেন না তাদের জন্য এটি খুবই দারুন উপায়। তবে হ্যাঁ একটি কথা কিন্তু আগেই বলে রাখি, যারা চাকুরী ছেড়ে দিয়ে অ্যাফেলিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ভুল সিদ্ধান্ত। আগে শিখুন তারপর কাজ করুন তারপর আয় করুন এখন চাকুরী ছেড়ে দিলে দিতে পারেন কিন্তু আগেই চাকুরী ছেড়ে দেওয়ার কথা মনেই আনবেন না। আর যারা লেখাপড়া করছো তাদের প্রতি আমার একটি সাজেষ্ট হচ্ছে, লেখাপড়ার পাশাপাশি অ্যাফিলিয়েট কর কিন্তু অ্যাফিলিয়েট করার পাশাপাশি লেখাপড়া বন্ধ করনা তাহলে জীবেন অনেক বড় ভুল করবে। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে শুরু করবেন অ্যাফিলিয়েট।

প্রথমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কাজ শুরু করতে পারেন- সোশ্যাল সাইটে লিংকগুলো শেয়ারিংয়ের মাধ্যমে, ল্যান্ডিং পেইজ তৈরির মাধ্যমে, ব্লগ সাইট বা ওয়েবসাইট তৈরির মাধ্যমে। তবে আমি যেটা বলব আপনি যদি লাইফটাইম আয় করতে চান তাহলে অবশ্যই একটি ব্লগ সাইট তৈরি করে নিয়ে শুরু করুন। আপনি জানলে অবাক হবেন যে, এমনও অ্যামাজন মার্কেটার রয়েছে যারা প্রতিমাসে ৫ হাজার ডালারও ইনকাম করেন। এত বেশি আমাদের দরাকার নেই আগে কাজ শিখতে হবে তারপর আয়ের কথা। অ্যাফিলিয়েট করার জন্য আপনার যে বিষয়গুলি আগে জানতে হবে তা হচ্ছে,

১। কি-ওয়ার্ড রিসার্চ
২। একটি ডোমেইন নাম নির্বাচন করা ও হোস্টিং সেট আপ
৩। ওয়ার্ডপ্রেস ইনস্টল
৪। মানসম্মত কনটেন্ট
৫। ভাল মানের ব্যাকলিংক তৈরি করা
৬। সোশ্যাল মিডিয়া মার্কেটিং
৭। দরকারি পেজ সেটআপ
৮। কাঙ্খিত কনভার্সন রেট

প্রডাক্ট নিবাচনের সময় যেসব বিষয় খেয়াল করতে হবে:

১। আপনার মেইন নিশ/ কি-ওয়ার্ড এর সাথে মিল রেখে পণ্যের ক্যাটাগরি নির্বাচন করা।
২। নিশ এর জন্য পণ্য বাছাই করা।
৩। পণ্যের রিভিউ
৪। পণ্যের চাহিদা
৫। বিক্রির উপর আপনার কমিশন

যেভাবে কি-ওয়ার্ড গুলো নির্বাচন করতে পারেন:
Product Name/Keyword + Review
Product Name/Keyword + Reviews
Best + Product Name/Keyword
Cheap + Product Name/Keyword

প্রিয় টেকটিউনস এর বন্ধুগণ এখানেই কিন্তু শেষ নয়, আমি আপনাদের জন্য পরবর্তী আর্টিকেল নিয়ে হাজির হব। আরও যদি জানতে চান তাহলে. নিচের থেকে জেনে নিতে পারেন। তবে হ্যাঁ আমি কিন্তু আপনাদের জন্য পরবর্তী আর্টিকেল শেয়ার করব।

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং

পোষ্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যেই নিয়োমিত টেকটিউনস এর সাথে থাকুন। টেকটিউনস একটি প্রযুক্তি নির্ভর সব থেকে বড় বাংলা ওয়েবসাইট।

Level 0

আমি ব্লগার রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস