আপনারা অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে খুবই আগ্রহী। এই টিউনে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মিনি অ্যাফিলিয়েট সাইট। যেখানে খুব সহজেই আপনি শুধুমাত্র ইউনিক ভিজিটর জেনারেটের মাধ্যমে একটি স্মার্ট এমাউন্ট ইনকাম করতে পারবেন।
একে মিনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলার কারন হল কাজটি একেবারে বিগেইনার দের জন্য। এটা প্রফেশনাল কোন কাজ না। তবে বিগেনার অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে আপনার যাত্রা শুরু করে নিজেকে যাচাই করার জন্য এই সাইট বেস্ট।
আমার মতে নতুনদের জন্য ইনকাম করার এটি One of The Best Site.
এই সাইট থেকে আপনি যেভাবে ইনকাম করতে পারবেন।
প্রতি ১ ঘন্টায় আপনি সতেসি ক্লিম করে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন।
এফিলিয়েট লিংক শেয়ার করার মাধ্যমে। আপনার শেয়ার করা লিংকটি যদি কেউ ক্লিক করে তাদের সাইটে প্রবেশ করে তাহলে প্রতি ১ জন ভিজিটরের জন্য তারা আপনাকে ০.০৪$ - ০.৬৪$ পর্যন্ত দিবে। ১$ হলেই আপনি পেমেন্ট পাবেন। আমি মাত্র ২৫ জন ভিজিটরের জন্য ১.০১$ পাইছি।
এবার আসি কিভাবে রেজিস্টার করবেন?
সাইটটিতে রেজিস্টার করতে প্রথমে↓
যে পেজটি আসবে সেখানে Affiliate Program এ ক্লিক।
তারপর যে পেজটি আসবে সেখানে registra লেখার উপর ক্লিক করুন।
তারপর আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা সুন্দরভাবে পুরন করে রেজিস্টার করুন।
তারপর মেইল ভেরিফিকেশন করুন।
এই প্রসেস শেষ হওয়ার পর Login করুন।
Login করার পর আপনার এফিলিয়েট লিংক সহ ইনকাম দেখতে পাবেন।
আমি মোঃ রুবেল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আসসালামু আলাইকুম। আমার পোস্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ধন্যবাদ!