আয় হবে তখনি যখন আউটসোর্সিং করা যা এমন যে কোনো একটি বিষয় আপনি ভালো ভাবে জানবেন এবং আপনার ক্লায়েন্ট কে আপনার দক্ষতা দেখতে পারবেন, রাকিব হাসান স্যারের এই কথাটি আমি মনে প্রাণে বিস্বাস করি তিনি বলেন
ইন্টারনেট থেকে আয় করার জন্য নিচের যে কোনো একটি বিষয় বেছে নিতে পারেন যেমন
১. ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট
২. সফটওয়্যার ডেভেলপমেন্ট
৩. Affiliate মার্কেটিং
৪. সি পি এ মার্কেটিং
৫. Youtube মার্কেটিং
৬. ব্লগ এডসেন্স
৭. গ্রাফিক ডিজাইন
ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট :
ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট একটি সৃষ্টিশীল কাজ এই কাজ টি করার জন্য আপনাকে কোডিং রিলেটেড কাজ জানতে হবে। যেমন - HTML, CSS, জাভা, PHP etc.
সফটওয়্যার ডেভেলপমেন্ট :
ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট যারা ভালো পারে তারা চাইলেই সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ টি করতে পারে অতি সহজেই এই খানেও
HTML, CSS, জাভা, PHP etc ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়ে থাকে।
Youtube মার্কেটিং :
যারা স্মার্ট ফোন ব্যবহার করে তারা চাইলেই এই কাজ টি সহজে করতে পারে তবে হালকা পাতলা ভিডিও এডিটিং এর কাজ জানা থাকলে এই বিষয় টি আরো লাভজনক আয়ের উপায় হিসাবে বেছে নিতে পারেন।
ব্লগ এডসেন্স :
গুগল এর বিজ্ঞাপণ নিয়ে তা আপনার ওয়েবসাইটের মাধ্যমে মানুষকে দেখিয়ে আয় করা যাবে ব্লগ এডসেন্স থেকে। গুগল ২ ধরনের এডসেন্স দিয়ে থাকে যেমন -
১. ব্লগ এডসেন্স
২. Youtube এডসেন্স
গ্রাফিক ডিজাইন :
ফটো নিয়ে সকল কাজ গুলো গ্রাফিক ডিজাইন এর অন্তর ভুক্ত যেমন : ভিজিটিং কার্ড ডিজাইন, টিউনার তৈরী, বিজ্ঞাপণ তৈরী
আমি ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।
সি পি এ মার্কেটিং টা কি ?