Steemit থেকে Confirm মেইল এসেছে? এখন কি করবেন বুঝতে পারছেন না দেখুন সম্পূর্ণ মেগা টিউন

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ নতুন একটি টিউন নিয়ে আসলাম। অনেকে আছে যারা Steemit কে একমাত্র ইনকামের পথ বেছে নিয়েছেন। অনেকে ব্যক্তি হয়ত বলবেন Steemit কি? Steemit হলো একটি cryptocurrency যেখানে কোন ইউনিক টিউন করে ইনকাম করা যায়।

এখানে সাইনআপ করলে প্রায় ১-২ সপ্তাহ লাগে অ্যাকাউন্টটি Approved হতে। ১-২ সপ্তাহের মধ্যে তারা আপনার মেইলে একটি Confirmation মেইল দিবে যেখানে তারা একটি নির্দিষ্ট পাসওয়ার্ড দিবে, চাইলে আপনি তা পরিবর্তন করতে পারেন তবে এটি নন রিকোভারি পাসওয়ার্ড, একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় না।

আমার এই টিউনটি তাদের জন্য যারা সাইনআপ করার পর Steemit মেইল এসেছে এবং এরপর কি করতে হয় বুঝতে পারছেন না তাদের জন্য।

মেইল আসলে যা করতে হবে:-

১। প্রথমে আপনার ই-মেইলে যাবেন, Steemit থেকে আসা মেইলটির উপর ক্লিক করবেন।

২। এরপর তারা একটি আপনাকে ৫২ সংখ্যার পাসওয়ার্ড দিবে। সেটি সতকর্তার সহিত কোথাও সেভ করে রাখবেন এবং কপি করবেন।

৩। Continue তে ক্লিক করলে একটি মাস্টার পাসওয়ার্ড চাইবে। আপনি একটু আগে যে পাসওয়ার্ডটি কপি করলেন সেটি এখানে পেস্ট করুন।

৪। এবার নিচের দুটি অপশনে টিক চিহ্ন দিন তারপর next বাটনে ক্লিক করুন।

৫। এরপর আপনার সামনে একটি পেজ আসবে সেখানে নিচের দিকে আবার দুটি অপশন পাবেন, টিক চিহ্ন দিন, next বাটনে ক্লিক করুন।

ব্যস হয়ে গেল আপনার কাজ। এখন আপনার সেটিং এ গিয়ে প্রোফাইল পিক, কভার ফটো, দেশ ওয়েবসাইট থাকলে দিবেন। এরপর সেভ বাটনে ক্লিক করলে আপনার সম্পূর্ণ কাজ শেষ হলো।

উপরোক্ত বিষয়টি যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের ভিডিওটি দেখতে পারেন। উপকারে আসবে কথা দিলাম।

Level 0

আমি মোহাঃ শহিদুল ইসলাম। Founder, Havoc ICT, Chapainawabganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস