SEO কি?

SEO হচ্ছে Search engine optimization

Search engine optimization বা seo দুই প্রকার

  1. On page optimization/ অন পেইজ এসইও
  2. Off page optimization/ অফ পেইজ এসইও
  1. On page optimization:- on page optimization হচ্ছে আমার ব্লগ সাইটের ভিতরে যেই কাজ গুলা করা দর কার সেই কাজ গুলা সম্পূর্ন করা, তাহলে আমরা এক নজরে দেখে নেই, on page optimization এর কাজ গুলা কি কি? কাজ গুলা হচ্ছেঃ

# কী-ওয়ার্ড রিচার্চ করাঃ আপনার ওয়েব সাইট কি বিষয় এর উপর তৈরি করলেন সেই বিষয়ের উপ্র কী-ওয়ার্ড রিচার্জ করা। অর্থাৎ ঐ বিষয়ের কোন টিউন খুঁজে পেতে ভিজিটর কোন কী-ওয়ার্ড ব্যবহার করে, সেই কী-ওয়ার্ড গুলা খুঁজে বের করা। বাকিটা পরে আলোচনা করা হবে।

মেটা ট্যাগ তৈরিঃ আপনার কি-ওয়ার্ড গুলা দ্বারা একটি মেটা ট্যাগ তৈরি করা, এবং মেটা ট্যাগ টি ব্লগে সাবমিট করা।

সার্চ-ইঞ্জিনে সাবমিটঃ আপনার ওয়েব সাইট কে Google, bing, yahoo, aol, ask, msn ইত্যাদি সার্চ ইঞ্জিনে সাবমিট করা।

সাইট ম্যাপ তৈরি করাঃ সাইট ম্যাপ তৈরি করা এবং তা সার্চ ইঞ্জিন গুলোর মধ্যে সাবমিট করা ইত্যাদি।

  1. Off page optimization: off page optimization হচ্ছে আমার ব্লগ পরিচিতি লাভ করার জন্য আমাকে যেই কাজ গুলা করতে হবে তা করা।

#  Do follow baclink তৈরি করা

#  Social sharing: ফেসবুকের মত বড় বড় ওয়েব সাইট গুলোতে আপনার ব্লগ কে শেয়ার করা,

#  Social bookmarking : social bookmarking সাইট গুলতে আপনার ব্লগকে বুক মার্ক করা।

#  Article submission: article লিখে ব্লগের জন্য baclink তৈরি করা,

#  Forum posting: এর মাধ্যমে backlink তৈরি করা, ইত্যাদি।

এই কাজ গুলা করার মাধ্যমে আপনার ওয়েব সাইটের জন্য পর্যাপ্ত পরিমান ভিজিটর পেতে পারবেন

Level 0

আমি ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস