আউটসোর্সিং করতে কে না চায়? কিন্তু আউটসোর্সিং করতে গেলে তো কম্পিউটার লাগে আর লাগে ইন্টারনেট; মাসে মাসে ইন্টারনেট খরচ যোগার করেও যদি ১ টাকা আউটসোর্সিং না হয় তাহলে সত্যিই বিরক্ত লাগে তাইনা?
আবার বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং শিখতে গেলে আপনাকে খরচ করতে হয় ১০/১৫ হাজার টাকা; যা আমাদের সকলের পক্ষে যোগার করা সম্ভব হয়না!
তাহলে উপায়?
আমরা "স্বনির্ভর বাংলাদেশ" সূচনাতে শুরু করছি আউটসোর্সিং প্রজেক্ট যার মাধ্যমে আপনি ঘরে বসেই আউটসোর্সিং করতে পারবেন; তাতে কম্পিউটার থাকা লাগবে না আর প্রতিমাসে আনলিমিটেড ইন্টারনেট প্যাকে হয়তো ১০০/১২০ টাকার ইন্টারনেট হলেই এনাফ(কেননা প্রায় কাজেই সার্ফিং এর ভূমিকা মুখ্য)।
আউটসোর্সিং প্রজেক্ট→
(১) আপনাকে স্থায়ীভাবে ফ্রিল্যান্সার এবং ওডেস্কের মতোন ইন্টারন্যাশনাল ওপেন ওয়ার্কিং প্লেসে একাউন্ট খুলে দেওয়া এবং কাজ শিখিয়ে দেওয়া হবে। যেমন ওয়েবসাইট ডেভলপিং, ওয়েব ডিজাইন, রিভিউ রাইটিংস, কনটেন্ট রাইটিংস, সোস্যাল মার্কেটিং, ইকমার্স এবং অন্যান্য প্রাসঙ্গিক কাজ।
(২)আপনাকে বাংলাদেশী অনলাইন মার্কেটিং প্লেস যেমন বেলেন্সার ইত্যাদির কাজ শিখিয়ে দেওয়া হবে;তাতে উপার্জিত টাকা সরাসরি বিকাশে পেমেন্ট পাবেন।
(৩) ইমেইল মার্কেটিং শিখতে পারবেন।
(৪) কোডিং এবং ভিজ্যুয়াল ক্লোন নন কোডিং দিয়ে এনড্রোয়েড সফটওয়ার তৈরী শেখানো হবে তাতে এপ্লিকেশন মার্কেটিং করে টাকা উপার্জন করতে পারবেন।
(৫) অনলাইন পেমেন্ট মূলত হয় পেপাল হতে কিন্তু বাংলাদেশে কার্যত পেপাল নেই তাই ভিন্ন গেটওয়ে ভেরিফাইড পেওনিয়ার কার্ড দেয়া হবে(আউটসোর্সিং এর শেষের দিকে)। এবং একইসাথে ডলার কে বাংলাদেশী টাকাতে কনভার্ট করে তা বিকাশে আনার বিষয়ে সহায়তা করা হবে।
(৬)সম্পূর্ন বিনামূল্যে আপনাকে একটি ওয়েবসাইট তৈরী করে দেওয়া হবে; এবং তা হতে ইনকাম করার এডরিভিনিউ যুক্ত থাকবে যা হতে আপনি সারাজীবন গুগল এডসেন্সের মতোই ইনকাম করতে পারবেন।
(৭) আপনার ইউটিউব চ্যানেল থাকলে/ ব্লগ/ওয়েবসাইট থাকলে তাতে সেরা ২০ জনকে বিনামূল্যে এডসেন্স দেওয়া হবে।
প্রতিদিন আউটসোর্সিং ক্লাস নেওয়া হবে (শুক্রবার ছাড়া); অনলাইনে ফেসবুক ইনবক্সের মাধ্যমে সকল টিউটোরিয়াল পাবেন যাতে চ্যাটিং এর মধ্যেই শিখতে-জানতে এবং ইনকাম করতে পারেন। প্রয়োজনীয় ফাইল/ ডকুমেন্ট ইমেইলের মাধ্যমে দেওয়া হবে।
সকল সময় সহায়তা করার এবং গাইডলাইন পাবেন (তবে সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত ফ্রি কাউন্সিলিং করা হবে)।
প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আপনার ক্লাস নেওয়া হবে
আগ্রহীরা আউটসোর্সিং শিখুন পেইজে ইনবক্স করতে পারেন; রেজিস্ট্রেশন ফি নামমাত্র মূল্য ৫০০ টাকা (এটা এককালীনই প্রথমেই দিতে হবে তাহলে রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে)।
আউটসোর্সিং ক্লাস এর মেয়াদ ১ মাস; তারপরো সবসময় পেইজ হতে সার্বক্ষণিক সহায়তা পাবেন। যদি ভাবেন এটা যদি ফ্রড হয় তবে বলছি টেকটিউনস একটা টেকনিকাল ওয়েবসাইট যেখানে সততার সাথে আপনাকে স্বনির্ভর করার চেষ্টা করা হয় তাই এখানে এমন ফ্রড/স্ক্যাম কিছু শেয়ার করা হয়না। আর আমরা শতভাগ বিশ্বাসযোগ্যতার সহিত সেবা এবং শিক্ষা দিতে বদ্ধপরিকট; তথাপি আগ্রহীরা ইনবক্স করতে পারেন।
যদি একান্তই আপনার আর্থিক সমস্যা থাকে সেটাও শর্তস্বাপেক্ষে কনসিডার করা হবে; ধন্যবাদ
আউটসোর্সিং প্রজেক্টে রেজিস্ট্রেশন করতে ইনবক্স করুন→ আউটসোর্সিং শিখুন
আমি আবির রাইহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।