ফ্রিল্যান্সার বলতে মূলত কি বুঝান হয়? ভালো মানের ফ্রিল্যান্সার এর ভবিষ্যৎ

ফ্রিল্যান্সার শব্দটা এসেছে কোত্থেকে জানি না। তবে অনুমান করি, আগের দিনে বর্শাধারী (ল্যান্সার) সৈনিকদের ভাড়া করা যেত। সেই গ্রেকো-রোমান মিথের জগত থেকে শুরু করে এই যুগের আফ্রিকার ভাড়াটে সৈনিক পর্যন্ত। যেটুকু যুদ্ধের জন্য ভাড়া করা, সেটুকু যুদ্ধ লড়ে বর্শাধারীরা। তাদের বলা হত ফ্রি ল্যান্সার।
ওই সৈনিকদের যেমন ছিল দুর্দান্ত সম্মান আর ইমেজ, দেবপ্রতীম, ঠিক তেমনি আজকের ফ্রিল্যান্সার। এরচে বেশি আর কিছু বলার আছে কি? সবাই জানি, সারা পৃথিবীর ছোট মাঝারি এমনকি ক্ষেত্রবিশেষে বড় বড় কোম্পানিও নগদ নারায়ণ বাঁচানোর জন্য স্থায়ী কর্মচারীদের ছাঁটাই করছেন এবং ওয়েবের মাধ্যমে যে কোন দেশ থেকে সবচে কম মূল্যে সবচে ভাল সার্ভিস পাবার জন্য আইটি এক্সপার্টদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। তাঁরাও সুবিধায়, আর ফ্রিল্যান্সার আইটি এক্সপার্ট রা তো সুবিধাতেই।

বাণিজ্যের এই উদ্দেশ্য যেহেতু কোনদিনই নষ্ট হবে না, তাই আশা করা যায়, ভবিষ্যতে ফ্রিল্যান্সিঙের যে বিশাল বাজার তৈরি হতে যাচ্ছে, আমাদের সে সম্পর্কে কোন ধারণাই নেই।
বাংলাদেশের তারুণ্য এখন ফ্রিল্যান্সিঙের অগ্রদূত।
বাংলাদেশের তারুণ্য নেটে আউল ফাউল করে সময় যতটা কাটায়, তারচে বেশি কাটায় ফ্রিল্যান্সিং করে।

প্রমাণ চাইতে পারেন?
ওডেস্ক ডটকম (আপওয়ার্ক) এর দেশওয়ারী রেঙ্কিঙে বাংলাদেশ সবার উপরে ২০১২ সালে।
ডব্লিউ থ্রি স্কুলস এর দেশওয়ারী রেঙ্কিঙে বাংলাদেশ সবার উপরে বর্তমানে।
বাংলাদেশের কোটি কোটি যথাযথ শিক্ষিত (ইন্টারমিডিয়েট এনাফ) তারুণ্য এবার ফ্রিল্যান্সিং দিকে ঝুকতে চাইছে বা অলরেডি ঝুকেছে। এর যথাযথ প্রয়োগ হলে দেশটাকে আমরাই পাল্টে দিতে পারব কোন হরতাল-অবরোধ-বিপ্লব ছাড়াই! 'মাল' এক্সপোর্ট ও ইমপোর্ট করা ছাড়াই। 'চা পানি' র অপচয় ও লাল ফিতার দৌরাত্ম্য ছাড়াই।

ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্টে অর্থকড়ির যোগ কেমন সেটার জন্য তিনটা উদাহরণ দেই?

১. বর্তমানে ফ্রিল্যান্সার.কমে বাংলাদেশের যে ইউজার সবচে টপে আছেন, তাঁর পেন্ডিং কাজের পরিমাণ কল্পনা করুন? ২০০+ সব সময়।
২. বয়স মাত্র ষোল। স্কুলে পড়ে। ৭০% কাজ নিতে পারে না, ফিরিয়ে দেয়, কারণ তার পড়ালেখা করতে হবে। সামনে এসএসসি। নিজের আয় দিয়ে ঢাকায় ফ্ল্যাট ভাড়া করে ফ্যামিলি নিয়ে থাকে। আয়, মাত্র ৩০% কাজ করে মাসে ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা।
৩. একজন, নিজেই শুধু ফ্রিল্যান্সিং করে (কাউকে কাজ বর্গা দিয়ে নয়) দুই/আড়াই বছরের আয়। দিয়ে চারতলা বিল্ডিং গড়েছেন।

ওয়েবসাইট ডেভেলপমন্টে জানা থাকলে আমরা ৩০ হাজার থেকে মোটামুটি লাখ চারেক টাকা পর্যন্ত আয় করতে পারি প্রতি মাসে

নিজের কাজ নিজে করেই, কাউকে বর্গা না দিয়ে। তবে লাখ চারেকের উপরে আয় করতে হলে সেটা নিশ্চিত নাও হতে পারে, তবে অনেকে এক মাসে ২০/৩০ লাখও উপার্জন করে ফেলেন মাঝে মধ্যে, সেটাকে  ভাগ্য বলতে হবে।

Bangladeshi freelancing website

Successful freelancer in Bangladesh

Bangladeshi freelancer group

How to start freelancing in Bangladesh

Outsourcing site in Bangladesh

Freelancing training in Bangladesh

ফ্রিল্যান্সিং যারা করতে চান তাদের জন্য লেখা আমার এই টিউন গুলা পড়তে পারেন।

ইকমার্স ব্যবসা কি? কিভাবে আপনি ইকমার্স ব্যবসা করবেন। ইকমার্স সম্পর্কে সহায়ক টিপস

আপনার ইংরেজি লেখা আন্তর্জাতিক মানের করে তুলুন ১ মিনিটে – সম্পূর্ণ ফ্রী গ্রামার চেকার

পিডিএফ সাবমিশন কি? পিডিএফ সাবমিশন করলে কি হয়? পিডিএফ সাবমিশন ওয়েবসাইটগুলির শীর্ষ ১০ টি সাইট

Level 0

আমি শিমুল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 38 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 24 টিউনারকে ফলো করি।

I have practical experience based on IT. We are initiate www.mhitfirm.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ডাটা এন্ট্রি কাজ করে এত সহজে টাকা উপার্জন সত্যি ভাবা যায়না
https://www.techtunes.io/other/tune-id/567794