ফ্রিলেন্সিং গাইড ২০১৮ আপডেট [পর্ব-০১] :: ফ্রিলেন্সিং মার্কেটের প্রতিযোগীতায় ঠিকে থাকতে নিজেকে আপডেট করুন

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

প্রতিটি ফ্রিলেন্স মার্কেটপ্লেসই তাদের ট্রামস এন্ড কন্ডিশন দিন দিন কঠিন করে ফেলছে। স্ক্যামিং স্পামিং থেকে অনলাইন দুনিয়াকে মুক্ত রাখতে এসব আপডেট সত্যিই প্রয়োজন রয়েছে। এই আপডেটের জন্য নতুন ফ্যিলেন্সাররা অনলাইনে ক্যারিয়ার গড়তে কিছুটা সময় লাগবে এবং তাদের ট্যালেন্ট বাড়ানোর প্রয়োজন রয়েছে। শুধুমাত্র ইউটোব যে তাদের ট্রামস এন্ড কন্ডিশনে পরিবর্তন এনেছেমসে তাও কিন্তু নয়। এখন আপনি লক্ষ্য করলে দেখবেন প্রতিটি বড় বড় মার্কেটপ্লেসই তাদের ট্রামসে কিছুটা পরিবর্তন এনেছে। আসলে স্প্যামিংয়ের কারণে মার্কেটপ্লেসগুলো যেসব সমস্যায় পড়েন সেগুলো থেকে নিজেদের দূরে রাখতে এবং মার্কেটের সদস্যদের নিরাপদ রাখতেই এই উদ্দ্যেগ নিতে হয়।

ধরুন, ইউটোবে একটি একাউন্ট খুলেই তাদের কয়েকটি ভিডিও দিয়ে দিলেই চ্যানেল থেকে আয় করা যাচ্ছিল। এর ফলে অনেক ভিডিও অন্যদের চ্যানেল থেকে চুরি করে তাদের চ্যানেলে দিয়ে দিতেন। সব ভিডিওতো আর কপি রাইট প্রটেকটেড নয়। নতুবা সামান্য কিছু পরিবর্তন করে একই ভিডিও বারবার অন্য চ্যানেলে পাবলিশ করা যাচ্ছিল। এতে ইউটোবের পরিচ্ছন্নতা নষ্ট হচ্ছিল। কিন্তু একজন ইউটোবার যখন ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম পেয়ে তারপর চ্যানেলটি অনলাইনে আয়ের জন্য উপযক্ত হবে তখন আর তিনি তার চ্যানেলে স্প্যামিং করবে না। তাছাড়া কিছুটা জেনে শুনেই ইউটোবিং শুরু করতে হবে। এতে ট্যালেন্টেড ভিডিও আশাকরি। জানার জন্য গুগলের মতো সার্চ ইঞ্জিন যেখানে অপেন রয়েছে সেখানে আমরা কেন একটা কিছু শুনেই তার পেছনে ছুটে চলি বিভ্রান্তের মত?

ফ্রিলেন্সাার মার্কেটপ্লেসও একাউন্টে পেমেন্ট মেথড ভেরিফাই করার জন্য সরাসরি স্ক্রীলকে একসেপ্ট করছে না। অারো অনেক মার্কেটপ্লেস পেপালকেও একসেপ্ট করছে না যদি না সে আইডিতে কার্ড লিংকইন করা না থাকে। অনেক হোষ্টিং কোম্পানী প্রথম মাসে বা বছরে হোষ্টিং সার্ভিসের সাথে বড় ধরনের একটা ডিসকাউন্ট অফার করে। আমরা সেই ডিসকাউন্ট বেশী করে পাওয়ার জন্য ফেইক আইডি খুলে ফেইকভাবে অধিক মাত্রায় অফার নিতে থাকি। এতে তারা তাদের শর্তগুলো কঠিন করে দেয়।

ধারাবাহিকভাবে আমি ফ্রিলেন্সিং নিয়ে আলোচনা করতে চাই। ফাইবার, ফ্রিলেন্সার, আপওয়ার্ক, এফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এসইও, ওয়েব ডেভলাপমেন্ট ইত্যাদি কাজগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব।

ভিজিটর রিডাইক্ট টুলস - এই রিডাইরেক্ট টুলসের সাহায্যে ফেইসবুক থেকে জনপ্রিয় নিউজ সাইটের ভিজিটরদের আপনার ওয়েব সাইটে নিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, এই টুলসের সাহায্যে আপনার কোন ডাউনলোড লিংকে ভিজিটরকে পাঠানোর আগে তাদের আপনার সাইটে পাঠাতে পারেন। ধরুন খুবই চাহিদা সম্পন্ন কোন সফটওয়্যার বা সফটওয়্যারের প্যাচ / লাইসেন্স আপনি শেয়ার করতে চান আপনার ফেইসবুকের অডিয়েন্সের সাথে। অথবা কোন ব্লগে আপনি সেটা শেয়ার করতে চান (যে সকল ব্লগ সেটা এলাও করে)। আপনি আপনার ফাইলটি মিডিয়া ফায়ার বা এরকম ফাইল শেয়ারিং সাইটে আপলোড করলেন। এখন সেই ডাউনলোড লিংকটি এই ভিজিটর রিডাইরেক্ট টুলসের সাহায্যে আপনার ব্লগের লিংক এড করে নতুন একটি লিংক জেনারেট করে নিতে পারেন। ফলে আপনার অডিয়েন্স সেই ফাইলটি ডাউনলোড দেয়ার আগে আপনার সাইটে ভিজিটর করবে এবং যখন সে এডটি স্ক্যাপ করবে তখন সে ডাউনলোড লিংকে চলে যাবে।

এই টুলসের আরো একটি মজার বিষয় হচ্ছে, আপনি জেনারেট করা লিংকটি যখন আপনার ফেইসবুকে শেয়ার করতে যাবেন তখন আপনার ওয়েবসাইটের তথ্য সেখানে শো করবে না। সেখানে শো করবে অরিজিনাল লিংকের তথ্য। ধরুন আজকের নিউজ সাইটের সব থেকে ভাইরাল কোন নিউজের লিংকের এই টুলসের সাহায্যে জেনারেট করলেন এবং ফেইসবুকে শেয়ার করলেন তখন ফেইসবুকে নিউজটির তথ্য শো করবে। ভিজিটর সেই নিউজটি পড়ার জন্য যখন ক্লিক করবে তখন সে মূলত আপনার সাইটে ভিজিট করবে। এডটি যখন স্ক্যাপ করবে তখনই সে নিউজটি দেখতে পারবে।

এই টুলসটি ফ্রি তে ব্যবহার করা যাবে কেবল একবারের জন্য। আনলিমিডেট লিংক জেনারেট করতে হলে তাদের একটি হোষ্টিং সার্ভিস নিতে হবে। ফ্রি টুলসটি পাবেন এখানে - https://skrillhosting.com

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউন গুলো টেকটিউনসের চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচিত হয়েছে।

সকল টিউন টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হয় না:

টেকটিউনস চেইন টিউন হবার শর্তগুলো হলো:

  • ১. চেইন টিউন হতে হবে সম্পূর্ণ রূপে মৌলিক, নন-অ্যাফিলিয়্যাট, নন-রেফারাল, নন-ড্রাইভাট, নন-রিডাইরেক্ট, নন-এডভার্টাইজিং, নন-প্রমোশনাল ও নন-কমার্শিয়াল। চেইন টিউন হতে হবে শিক্ষামূলক, গঠন মূলক ও নলেজ শেয়ারিং এর উদ্দ্যেশে।
  • ২. চেইন টিউনের যে কোন পর্বে কোন প্রকার সেলফ-প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকতে পারবে না।
  • ৩. চেইন টিউনের প্রতিটি পর্ব সম্পূর্ণ রূপে টেকটিউনস নীতিমালা মোতাবেক হতে হবে।
  • ৪. চেইন টিউনের কোন পর্বই টেকটিউনস নীতিমালা ভঙ্গ করতে পারবে না। চেইন টিউনের কোন একটি পর্ব টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে পুরো চেইন টিউন বাতিল ও স্থগিত হবে।
  • ৫. চেইন টিউনের সকল বিষয়বস্তু টিউনে অবস্থান করতে হবে। টিউনে আংশিক বা কিছু অংশ লিখে ইউটিউব ভিডিও বা অন্য কোন ভিডিও দেখতে, অন্য কোন লিংকে বা অন্য কোন সাইটে বিস্তারিত দেখতে এধরনের টিউন চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথে সাথে বাতিল হবে।
  • ৬. ভিডিও চেইন টিউন এর ক্ষেত্রে অবশ্যই টেকটিউনস (ভিউন Techtunes vUne) হিসেবে টেকটিউনসে আপলোড করে টিউন প্রকাশ করতে হবে।
  • ৭. চেইন টিউনে ভিডিও ব্যহার করা হলে সেই সাথে ভিডিও ম্যটেরিয়াল হতে হবে সম্পূর্ণ মৌলিক নন-অ্যাফিলিয়্যাট, নন-রেফারাল, নন-ড্রাইভাট, নন-রিডাইরেক্ট, নন-এডভার্টাইজিং, নন-প্রমোশনাল ও নন-কমার্শিয়াল। ভিডিও হতে হবে শিক্ষামূলক, গঠন মূলক ও নলেজ শেয়ারি এর উদ্দ্যেশে। ভিডিওতে কোন রকম ভাবে সেলফ-প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকতে পারবে না।
  • ৮. চেইন টিউনে কোন ভিডিও ‘ভিডিও এম্বেড’ অবস্থায় না থেকে টিউনে মধ্যে লিংক হিসেবে ভিডিও লিংক দেওয়া যাবে না অবশ্যই ‘ভিডিও এম্বেড’ অবস্থায় থাকতে হবে।
  • ৯. ভিডিও টিউন করে টিউনে মধ্যে ইউটিউবে সাব্সক্রাইব করার জন্য টিউজিটরদের টিউনে বলা বা ইউটিউবে সাব্সক্রাইব করার জন্য কোন লিংক দেওয়া যাবে না। বরং আপনার কন্টেন্ট নিয়মিত পেতে টেকটিউনসে ফলো করার জন্য টিউজিটরদের বলুন
  • ১০. সৌজন্যমূলক ভাবে ভিডিও শেষে নিজের বা প্রতিষ্ঠানের নাম, চ্যানেল লিংক ইত্যাদি দেওয়া যাবে।
  • ১১. চেইন টিউনে টিউজিটর রিডাইরেক্টরের উদ্দেশ্যে অপ্রাসঙ্গিক ভাবে নিজের সাইটের বা যে কোন লিংক, ইনলাইন লিংক করা এবং বারবার নিজের সাইটের লিংক ব্যবহার করে টিউজিটর ড্রাইভাট করলে তা চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথে সাথে বাতিল হবে।
  • ১২. চেইন টিউনের সূচনায়, মাঝে ও শেষে কোন প্রকার প্রমোশনাল গ্রাফিক্স/ ব্যানার বা লিংক অবস্থান করতে পারবে না। তবে চেইন টিউনের সাথে সামঞ্জস্য আকর্ষণীয় গ্রাফিক্স অব্যশই যোগ করা যাবে এবং তা টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবার যোগ্যতা আরও বাড়িয়ে দিবে।
  • ১৩. ‘টেক্সট চেইন টিউনের’ ক্ষেত্রে প্রতিটি পর্ব অবশ্যই নুন্যতম ৫০০ শব্দ ও তার চেয়ে বেশি শব্দের হতে হবে। ৫০০ শব্দের কম শব্দের কোন চেইন টিউনের পর্ব চেইনে অন্তর্ভুক্ত হবে না।
  • ১৪. ‘ভিডিও চেইন টিউন’ ক্ষেত্রে ভিডিও চেইনের প্রতি পর্ব অবশ্যই নুন্যতম ১৫০ শব্দ ও তার চেয়ে বেশি শব্দের হতে হবে এবং ১৫০ শব্দ না লিখে ১৫০ শব্দ পূরণের উদ্দেশ্যে একই লাইন বা একই শব্দ বারবার কপি করে টিউনে দিলে বা অপ্রাসঙ্গিক কথা, লেখা বা অন্য কোন সোর্স থেকে কপিপেস্ট করে দিয়ে ১৫০ শব্দ পূরণের চেষ্টা করলে তা চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথে সাথে বাতিল হবে।
  • ১৫. চেইন টিউনের প্রতিটি পর্বে টেকটিউনস টিউন ফরমেট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অনুযায়ী Highly Formatted হতে হবে। অর্থাৎ সঠিক ভাবে হেডিং, বুলেট, কোড হাইলাইটার, প্যারা এর ব্যবহার করে Highly Formatted টিউন হতে হবে।
  • ১৬. চেইন টিউনে নিজের সাইট বা কোন লিংক টিউডারের কাছে আকৃষ্ট করার জন্য কোন লিংকে হেডিং (h1,h2,h3) বা বড় টেক্সট করলে সে টিউন চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথেসাথে বাতিল হবে। নিজের সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিতে হবে ঠিক এই টিউনটির মত https://www.techtunes.io/internet/tune-id/188009 যেখানে টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে টিউনের টিউডার ও টিউজিটরা টিউনারের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।
  • ১৭. চেইন টিউনের টেক্সট এ ভিন্ন ভিন্ন ধরনের ‘টেক্সট কালার’ এবং কোন ধরনের ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ ব্যবহার করা যাবে না যাতে ‘টিউডার’ ও টিউজিটর’ -রা টিউন পড়তে বিরক্তি বোধ করে এবং চেইন টিউনে এধরনের ‘টেক্সট কালার’ ও ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ থাকলে তা চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবে না।
  • ১৮. চেইন টিউনে অবশ্যই পার্যপ্ত পরিমানে ছবি ও স্ক্রিনসটের ব্যবহার থাকতে হবে।
  • ১৯. চেইন টিউনে যোগ করা ছবির Original Dimension width নূনতম 500 px হতে হবে। 500 px এর কম Width এর লো-রেজুলেশনের ছবি টেকটিউনসের টিউন এডিটরে টেনে রিসাইজ করে ডিস্ট্রাক রেজুলেশনের ছবিতে পরিণত করা যাবে না।
  • ২০. চেইন টিউনে যোগ করা প্রতিটি ছবির Height, ছবির Width এর সাথে Proportional বা Ratio অনুযায়ী হতে হবে।
  • ২১. চেইন টিউনে ম্যানুয়ালী চেইন টিউনের লিংক দেওয়া যাবে না। টেকটিউনস থেকে চেইন এ অন্তর্ভুক্ত করার পর প্রতিটি চেইন টিউনের পর্বের লিংক স্বয়ংক্রিয় ভাবে একটির সাথে অপরটি যুক্ত হয়ে যায়। তাই ম্যানুয়ালী চেইন টিউনের লিংক সংযোজন করে ডুপলিকেট লিংক তৈরি করা যাবে না।
  • ২২. টেকটিউনসের চেইন টিউনে অন্তর্ভুক্তের জন্য টেকটিউনস টিউনার প্রোফাইল এর সঠিক identity থাকতে হবে। সঠিক identity এর জন্য টেকটিউনস টিউনার প্রোফাইলে টিউনারের আসল নাম এবং টিউনার পিকচার হিসেবে টিউনারের নিজের আসল ছবি যুক্ত থাকতে হবে।
  • টিউনার যদি নিজের কোড নেম ব্যবহার করতে চায় তবে কোড নেম ব্যবহার করা যাবে। তবে কোড নেম ব্যবহার করার ক্ষেত্রে কোড অবশ্যই ইউনিক এবং স্বতন্ত্র হতে হবে। অন্য কোন টিউনারের পূর্বের কোড নেম এর সাথে মিলিয়ে বা নকল করে বা হুবহু কোন কোড নেম ব্যবহার করা যাবে না। কোড নেমের সাথে টিউনার পিকচার হিসেবে কোড টিউনার ছবি বা নিজের আসল ছবি ব্যবহার করা যাবে। তবে টিউনার পিকচার হিসেবে অন্য কারও ছবি, কোন বিখ্যাত ব্যক্তির ছবি, বৃকীত ছবি, অভিনেতা/অভিনেত্রী/রাজনৈতিক/সামাজিক ব্যক্তির ছবি যোগ করা যাবেনা।
  • যেহেতু টেকটিউনস চেইন এ অর্ন্তভুক্ত হবার পর টিউনারের আসল নাম এবং টিউনার পিকচার এর তথ্য ব্যবহার করে হোম পেইজে চেইন টিউনের ফিচারর্ড বক্স তৈরি করা হয় তাই টিউনার প্রোফাইল এর সঠিক identity ছাড়া অর্থাৎ টিউনারের আসল নাম এবং টিউনার এর আসল ‘টিউনার পিকচার’ এর উপস্থিতি ছাড়া টিউনারের টিউন, টেকটিউনস চেইন টিউন হিসেবে যুক্ত হবে না। আপনার টিউনার প্রোফাইলটি সঠিক identity দিয়ে আপডেট হলে টেকটিউনস থেকে টিউন গুলো চেইন এ অন্তর্ভুক্ত করা হবে।
  • ২৩. অত্যধিক বাংলা ও ইংরেজি বানান ভুল যুক্ত কোন টিউন চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবে না।

টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবার জন্য আপনার টিউনে যে যে বিষয় গুলো সংশোধন করতে হবে:

➡ ১. আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। তা ঠিক করতে হবে:

আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ([ ]) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ([ ]) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করুন।

➡ ৩. আপনার চেইন টিউন টেকটিউনস টিউন ফরমেট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অনুযায়ী ওয়েল ফরমেটেড নয়। তা ঠিক করতে হবে:

আপনার চেইন টিউনটি টেকটিউনস টিউন ফরমেট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অনুযায়ী ওয়েল ফরমেটেড করুন।

➡ ৪.২. টেকটিউনস চেইন এ অর্ন্তভুক্ত হবার জন্য আপনার টেকটিউনস টিউনার প্রোফাইল এ সঠিক identity নেই। সঠিক identity এর জন্য আপনার ‘টিউনার প্রোফাইল‘ -এ টিউনার পিকচার হিসেবে আপনার নিজের আসল ছবি নেই। তা যুক্ত করতে হবে:

যেহেতু টেকটিউনস চেইন এ অর্ন্তভুক্ত হবার পর টিউনারের নাম এবং টিউনার পিকচার এর তথ্য ব্যবহার করে হোম পেইজে ‘টেকটিউনস চেইন টিউন ফিচারর্ড বক্স’ তৈরি করা হয় তাই ‘টিউনার প্রোফাইল’ এর সঠিক identity ছাড়া অর্থাৎ টিউনারের নাম এবং টিউনার এর আসল ‘টিউনার পিকচার’ এর উপস্থিতি ছাড়া টিউনারের টিউন, টেকটিউনস চেইন টিউন হিসেবে যুক্ত হবে না। আপনার ‘টিউনার প্রোফাইলটি‘ সঠিক identity দিয়ে আপডেট করুন অর্থাৎ আপনার টিউনার প্রোফাইলে টিউনার পিকচার হিসেবে আপনার নিজের আসল ছবি যুক্ত করুন।

উপরের যে যে বিষয় গুলো সংশোধন করতে বলা হয়েছে সে সে বিষয় গুলো পরিপূর্ণ, সুষ্ঠু ও সঠিক ভাবে সংশোধন করুন এবং পূর্বের পর্ব গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক  না থাকে তবে সব গুলো পর্ব এখনই ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করুন।

সকল পর্ব ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে। চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।