দেখে নিন Adsense এর সাথে কিভাবে Dutch Bangla Mobile Banking Rocket এড করতে হয় এবং এর মাধ্যমে Google Adsense এর টাকা পেতে পারেন

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা
করি ভাল আছেন।

অনেকেই আমাকে ইনবক্স করে জানতে চেয়েছেন যে Adsense এর সাথে কিভাবে Dutch Bangla Mobile Banking (Rocket) এর মাধ্যমে Google Adsense এর টাকা পেতে পারি? স্পেশালই তাদের জন্যই এই পোস্টটি….
Let’s go…

আপনি চাইলেই এখন Dutch Bangla Mobile Banking (Rocket) এর মাধ্যমে Google Adsense এর টাকা পেতে পারেন খুবই সহজে।
এজন্য আপনাকে যেভাবে Adsense এ ব্যাংক একাউন্ট সেট করতে হবে….

(1) Name on Bank Account:এখানে লিখবেন: আপনার নাম (যে নামে ব্যাংক একাউন্ট খিলছেন)কি নাম দিয়েছেন এটা দেখার জন্য Dail করুন *322# তারপর 5 চেপে রিপ্লাই দিন আবার 4 চেপে রিপ্লাই দিলেই আপনার নাম এবং account number সব দেখতে পাবেন।

(2) Bank Name: দিবেন
Dutch Bangla Bank Limited

(3) SWIFT BIC এখানে দিবেন
DBBLBDDH সবগুলো বড় হাতের অক্ষর দিবেন।

(4) Account number এটা খুবই গুরুত্বপূর্ণ
একাউন্ট নাম্বার হবে আপনার মোবাইল নাম্বারই, 12 ডিজিটের একাউন্ট নাম্বার দিতে হবে এখন অনেকেই বলবেন মোবাইল নাম্বার তো 11 টা তাহলে?এটার উত্তর হলো-আপনি হয়তো জানেন যে, DBBL একাউন্ট করার সময় Mobile numberএর সাথে একটা অতিরিক্ত সংখ্যা দেয় সেটা সহ আপনার মোট ডিজিট কিন্তু 12 টি এই 12 ডিজিট ই আপনার একাউন্ট নাম্বার। অর্থাৎ মোবাইল নাম্বার 11 টি আর অতিরিক্ত 1 টি মোট 12 ডিজিট এটা দিতে হবে।
যেমন: 01773******3 (আমারটার অতিরিক্ত নাম্বার 3 তাই শেষে 3 দিয়েছি) এইভাবে দিলেই হবে

(5) Re-type Account Number এখানে আবার confrim account number দিতে হবে।
তারপর save দিলেই হয়ে যাবে। আর Primary Bank এটা save করে দিন কাজ শেষ।
এখন Google Adsense এর টাকা সরাসরি আপনার পকেটে ঢুকবে।

টিউন করার পর আমি জানতে পারলাম যে এতা আগেও টিউন হয়ছে কিন্তু আমি জানতাম না জানলে করতাম না আর এটা আমার নিজের লেখা কারো কাছ থেকে কপি করানা
অনেক দিন পর আসে আজ একটা টিউন করলাম কারন আমার পরিক্ষা চলতেছে। এডমিন ভায়েরা আমি যদি ভুল করে থাকি আমার টিউন ডিলিট দিয়ে দিন আমিয় দিতাম কিন্তু ডিলিট করার অপশন পেলাম না।
তাই আমি আন্তরিক ভাবে দুক্ষিত এই টিউনটি করার জন্যে

যেকোনো প্রশ্ন থাকলে টিউমেন্ট করে জানান।
ভাল লাগলে আমার সাইট ভিজিট করুন

Techtune24.com

Level 0

আমি জয় আবদীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস