ফরেক্স মার্কেটে কি ট্রেড করা হয়?
সহজ উত্তর হল মূলা ... থুক্কু মুদ্রা।
যেহেতু আপনি কায়িক কিছু কিনছেন না, তাই এটা একটু বিভ্রান্তিকর লাগতে পারে।
কারেন্সি কেনাকে একটি দেশের শেয়ার কেনার মত মনে করতে পারেন, যেভাবে একটি কোম্পানির শেয়ার কিনেন। কারেন্সির দাম একটি দেশের বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা দেখায় যে মার্কেট সেই কারেন্সি নিয়ে কি চিন্তা করছে।
ধরুন যখন আপনি, জাপানী কারেন্সি ক্রয় করবেন তখন আপনি জাপানের ১ টি শেয়ার কিনছেন। আপনার কেনার পেছনে উদ্দেশ্য হল যে জাপানী অর্থনীতি ভালো করবে আর ভবিষ্যতে যখন সেই শেয়ারটা বিক্রি করবেন তখন লাভ করবেন।
সাধারনত এক কারেন্সির দাম অন্য কারেন্সির দামের সাথে বাড়বে না কমবে তা নির্ভর করে যে ২ টি দেশের মধ্যে কার তুলনায় কে ভালো করছে।
যাইহোক, আপনি যখন আরও বিস্তারিতভাবে জানবেন, তখন ট্রেড করতে আরও আগ্রহী হবেন।
মেজর কারেন্সিসমূহ
The Majors | |||
Symbols | Country | Currency | Nickname |
USD | United States | Dollar | Buck |
EUR | Europe | Euro | Fiber |
JPY | Japan | Yen | Yen |
GBP | United Kingdom | Pound | Cable |
CHF | Switzerland | Franc | Swissy |
CAD | Canada | Dollar | Loonie |
AUD | Australia | Dollar | Aussie |
NZD | Newzeland | Dollar | Kiwi |
কারেন্সির সিম্বল সর্বদা তিন অক্ষরের হয়ে থাকে। যেখানে প্রথম ২টি অক্ষর দেশের নাম চিনহিত করে আর ৩য় অক্ষর দেশের কারেন্সি চিনহিত করে।
যেমন NZD তে NZ দিয়ে বুঝায় নিউজিল্যান্ডকে এবং D দিয়ে বুঝায় ডলারকে।
উপরের চার্টে যে কারেন্সিগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে মেজর কারেন্সি বলা হয়। কারন সেগুলো সবচেয়ে বেশী ট্রেড করা কারেন্সি।
ডলারের আরও কিছু নামঃ greenbacks, bones, benjis, benjamins, cheddar, paper, loot, scrilla, cheese, bread, moolah, dead presidents, and cash money
আমি ফ্রিল্যান্সার নুরুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
CEO/Founder/Owner at www.flyenceragency.com
apner facebook id dan vai