আজ আমি সবাইকে চমকে দিয়ে নিয়ে এসেছি গ্রাফিক্স ডিজাইন। যা শিখে আপনি অতি সহজে একজন Professional গ্রাফিক্স ডিজাইনার হয়ে যেতে পারবেন। আর ও আছে আপনি চাইলে প্রতি মাসে ঘরে বসেই গ্রাফিক্স ডিজাইনিং দ্বারা ১০০$ ডলার খেকে ৫০০$ ডলার ইনকাম করতে পারবেন।
আপনি গ্রাফিক্স ডিজাইনিং কেন শিখবেন ?
গ্রাফিক্স হচ্ছে এক ধরনের আর্ট।যার দ্বারা কাল্পনিক রূপকে বাস্তব রূপে রূপান্তিত করা হয়। গ্রাফিক্স শিখে আপনি অতি সহজে যে কোন জায়গায়/স্থানে Job করতে পারবেন। বর্তমানে যারা একটু বেশি গ্রাফিক্স ডিজাইনিং জানে তাদের অতি সহজেই Job হয়ে যাচ্ছে। তাউ ভালো পরিমাণ সেলারিতে।আপনি চাইলে বাসায় বসেই এই টিউনের মাধ্যমে প্রতি মাসে ১৫,০০০ হাজার টাকা থেকে ৩৫,০০০ টাকা ইনকাম করতে পারবেন।
আপনি গ্রাফিক্স ডিজাইনিং কেন শিখবেন ?
গ্রাফিক্স ডিজাইনার হয়ে নিজের কর্মক্ষেত্র নিজেই তৈরি করতে পারবেন। কার কাছে চাকরির জন্য দড়াতে হবে না। আপনাকেই চাকরি খুজবে।
গ্রাফিক্স ডিজাইনিং শিখে সবার সাথে পরিচিত হওয়ার উপায়।
আপনি আপনার গ্রাফিক্স ডিজাইন গুলো দিয়ে সবার সাথে পরিচিত হয়ার জন্য চেষ্ঠা শুরু করে দিন।আপনি যদি চেষ্ঠা করেন তাহলে অতি সহজেই পরিচিত লাভ করতে পারবেন। আপনি পরিচিত হওয়ার জন্য বাংলাদেশে বড় বড় অনেক র্সাচ ইঞ্জিন আছে সে খানে একাউন্ড খুলে আপনাকে উপস্থাপন শুরু করুন।
আরও বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন ধন্যবাদ।
আমার চ্যানেলটি Subseribe করুন।
আমি সজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
প্রিয় সজিব আহমেদ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।