ইমেইল মার্কেটিং বা লিড জেনারেশানের ট্রিক্স নতুনদের জন্য

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

যারা নতুন ইমেইল মার্কেটিং বা লিড জেনারেশানের কাজ শিখছেন তাদের জন্য আমার এই টিউন। সহজে ইমেইল কালেক্ট করার জন্য আপনারা নিচের টুল গুলো ইউজ করে দেখতে পারেন।

hunter.io

এটি একটি চমৎকার টুল ইমেইল কালেক্ট করার জন্য। আপনি ফ্রিতে 100 ওয়েব সাইটের ইমেইল কালেক্ট করতে পারবেন। এই সাইটে গিয়ে শুধু মাত্র ডোমেইন নেম দিয়ে সার্চ করে সেই ডোমেইনের আন্ডারে যতগুলো ইমেইল ক্রিয়েট করা হয়েছে সব গুলোর একটা লিস্ট পেয়ে যাবেন।

clearbit.com

clearbit আরেকটি অসাধরন টুল ইমেইল সংগ্রহ করার জন্য। এটাতে আপনি ফ্রিতে 100 ইমেইল কালেক্ট করতে পারবেন।

toofr.com

এটিও একটি ভালো টুল ইমেইল কালেক্ট করার জন্য। ফ্রিতে ইউজ করে দেখতে পারেন।

 Email-Permutator

যে কোন লোকের যদির ওয়েব সাইট পেয়ে যান তাহলে তার নাম দিয়ে সম্ভাব্য ইমেইল ক্রিয়েট করতে পারবেন পারমুটার দিয়ে।

তারপর সম্ভাব্য ইমেইল গুলোকে চেক করার জন্য আপনার প্রয়োজন হবে রেপর্টিভ টুলটি। গুগলের এই টুলটি ইন্সটল করতে পারবেন এখান থেকে:

https://chrome.google.com/webstore/detail/rapportive/hihakjfhbmlmjdnnhegiciffjplmdhin?hl=en

সম্ভাব্য ইমেইল গুলোকে কপি করে জিমেইল এর কম্পোজ আপশানে ইমেইল এর জায়গায় পেস্ট করে দিন। তারপর একটা একটা ইমেইল এর উপর কয়েক সেকেন্ড করে মাউস পয়েন্টার হোবার করে রাখুন। যদি কারো লিংকেদিন প্রোফাইল পেয়ে যান তাহলে বুঝবেন সেটিই আপনার টার্গেটেড লোকের ইমেইল।

উপরের লাস্টের দুইটা টুলের কাজ আপনি একটি মাত্র টুল দিয়ে করে নিতে পারেন  name2email.com এই টুলটি ইউজ করে। Google Chrome Extension ইন্সটল করে জিমেইল এর কম্পোজ আপশানে ইমেইল এর জায়গায় টার্গেটেড লোকের ফাস্ট নেম (স্পেস) লাস্ট নেম (স্পেস) @ডোমেইন নেম বসিয়ে দিলেই আপনি সম্ভাব্য ইমেইল পাবেন (Example: Brain Smith @website.com) তারপর একটা একটা ইমেইল এর উপর কয়েক সেকেন্ড করে মাউস পয়েন্টার হোবার করে রাখুন। যদি কারো লিংকেদিন প্রোফাইল পেয়ে যান তাহলে বুঝবেন সেটিই আপনার টার্গেটেড লোকের ইমেইল।

আজকে এই পর্যন্তই। আমার টিউন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। অন্যদিন ইমেইল মার্কেটিং, লিড জেনারেশানের নতুন কোন ট্রিক্স নিয়ে টিউন করবো ইনশাআল্লাহ।
আমার সাথে কানেক্ট থাকতে পারেন : https://www.facebook.com/shamspro

Level New

আমি Shamsul Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় Shamsul Alam,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

Level 0

ক্যাপচাএন্ট্রি করে খুব সহজে উপার্জন করুন এবং ২ ডলার হওয়া মাত্র Payza-এর মাধ্যমে টাকা উত্তলন করুন। রেজিস্ট্রেশন করতে নিচের লিংক অনুসরণ করুণ।
https://2captcha.com?from=3263162