ঘড়ে বসেই দৈনিক ১ ঘণ্টা কাজ করে ১$-২$ আয় করুন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন।ত আজকে আমি আপনাদের সামনে যে টিপস টা শেয়ার করব টা হচ্চে আউটসোর্সিং। আমাদের মধ্যে অনেকেই আচে বেকার অথবা বেশিরবাগ এ ছাত্র। আমাদের অনেকের এ ল্যাপটপ/ ডেক্সটপ আছে। কিন্তু আমরা আইতাকে কাজ এ না লাগিয়ে সারাক্ষণ ফেসবুক অথবা ইউটিউব এ বেস্ত থাকি। ত তাদের জন্নই মূলত আমার আজকের টিপস। ত কথা বারিয়ে লাভ নাই। আমরা কাজের কথায় জাই। ত আজকে আমরা দেখব জ কিবাবে সুধুমাত্র Captcha টাইপ করে দৈনিক ১$ -২$ আয় করা জায়। ত চলুন শুরু করিঃ

১। নিছের লিঙ্ক টা তে ক্লিক করুন

লিঙ্কঃ http://2captcha.com/?from=4133895

২। তারপর Register এ ক্লিক করুনঃ

৩।তারপর নিচের মত ফর্মটি পূরণ করুনঃ 

৪। Start work এ ক্লিক করুন

৫। তারপর আপনাকে ৪০ টা captcha example হিসাবে টাইপ করতে হবে। এর মাধ্যমে আপনি captcha  টাইপ করা সিখে যাবেন।

এইবাবে আপনারা দৈনিক বেশি না, ১ ঘণ্টা করে সময় দিয়া কাজ করবেন তাহলেই হবে। আর একটা কথা বলে রাখি আমাদের মধ্যে অনেকেই আছে।যারা কিনা ইউটিউব এ shortcut ইনকাম এর রাস্তা খুঁজেন। টা ও আবার কোন কাজ করা ছারাই। আসলে ভাই বিনা কষ্টে কোন টাকা ইনকাম করা যায় না। আর তাই অইসব এর পিচে সময় নষ্ট না করে। এই সাইট টা তে কাজ করুন। আপনি আই সাইট থেকে দৈনিক ১$ -২$ এর বেশি আয় করতে পারবেন। আই সাইট Payza  তে payment দেয়। তারমানে আপনারা চাইলে Bkash এ টাকা তুলতে পারবেন। So Payment নিএ কোন সমস্যা নাই।

আরেক্তা কথা, এই সাইট থেকে আপনি Daily টাকা তুলতে পারবেন। ১$ হলে আপ্নাকা টাকা তুলতে দিবে। আর তাই যারা এই সাইট টা কে বিশ্বাস করতে পারতাচেন না, তারা ১ দিন কাজ করে দেখতে পারেন। অবশ্য এই সাইট টা তে অনেকে কাজ করতেচে আখন পর্যন্ত কেও Payment নিয়ে অভিজুগ যানায় নি।

সবাই ভাল থাকবেন। আর আমার জন্য দুয়া করবেন। কোন সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপ এ জানাতে পারেন।

FB GROUP LINK: Computer Help Zone

আর আমার একটা ছুট ইউটিউব চ্যানেল আছে। যদি ভাল লাগে তাহলে ঘুরে আসবেন।

ইউটিউব চ্যানেল লিঙ্কঃ Kowsar360 Degrees

 

আল্লাহ হাফেজ

Level 0

আমি কাওসার আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় কাওসার আহমেদ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।