আমরা যারা কম পরিশ্রমে আয় করতে চাই কিংবা যারা কাজের ফাকে ফাকে অনলাইনে আয় করতে চাই তাদের জন্য ছোট জব বা মাইক্রো জব গুলো বেশ কাজের। কম পরিশ্রমে মোটামুটি পকেট খরচ চলে যায়। অনেকে আছে যারা বোরিং ক্লাসের পিছনে বসে বসে ঘুমান তারা না ঘুমিয়ে দু পয়সা কামাতে পারেন। সত্য কথা বলতে কাজ না করে অনলাইন থেকে কেউ আয় করতে পারে বলে তো আমার মনে হয়না। যারা বলে তাদেরও এগুলো বলার পিছনে নিশ্চয় কোন কারন আছে।
যাই হোক আজ যে সাইটার নাম বলবো সেটা হচ্ছে অনলাইন মাইক্রো জব।
সাইটিতে যেতে ক্লিক করুন এখনে।
কাজের ধরন -
অনেক ধরনের কাজ আছে। সব থেকে বেশি কাজ সাইন আপ।এখানে আপনি কমপক্ষেও ১৫০টার মত সাইনআপ কাজ পাবেন। সর্বনিন্ম $০.১০ থেকে শুরু করে $০.১৮ সাইন আপ কাজ পাবেন। আরো আছে ক্লিক সার্চ। ইউটিউব লাইক। ফেসবুক টুইটার ভোটিং এর মত সহজ কাজ থেকে শুরু করে ফাইল ডাওনডোলের কাজও পাবেন। এসব ফাইল ডাওনলোডের জন্য সর্বনিন্ম $০.৫০ থেকে ১-২$ পর্যন্ত পাওয়া যাবে।
টাকা উত্তলন-
সাইন আপের সাথে সাথে পেয়ে যাবেন বোনাস সরূপ $১। এটা সহ $৯ ডলার আয় করে মোট $১০ হলেই আপনি টাকা উত্তলন করতে পারবেন।
টাকা তোলার উপায়-
পেপাল
এলার্ট পে
কোন প্রশ্ন থাকলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ।
আমি অভিনব অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।