আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ও দোয়া করি আল্লাহ্ সবাইকে ভালো রাখুক।
আমি সোহাগ আজকের টিউন সবার জন্য ইউটিউব, হ্যা সবার জন্য ইউটিউব যারা ভাবেন আমাকে দিয়ে ত এইগুলা হবে না তাদের কে উদ্দেশ্য করে বলছি আমাকে একটু বলবেন কেন হবে না ? ? ?
আসলে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে আর সেটা আমি কারো কাজ দেখে চিন্তা করি ওহো আমাকে দিয়ে ত এইটা সম্ভব ই না। কিন্তু একটা বার এইটা চিন্তা করি না যে আমার ভেতরে কি কি প্রতিভা আছে। আমি এমন অনেক মানুষ দেখেছি অনেক বিষয় এ পারদর্শি কিন্তু কাজ পাচ্ছে না। কেন কারন তার বদ্ধমূল ধারণা কাজ শিখেছি চাকরি না পেলে আমার আর কিছুই করার নাই।
আরে ভাই আপনার মত সবাই যদি চিন্তা করত আজকে আমরা কম্পিউটার চালাতে পারতাম না। আজকে ফেসবুক পেতাম না, পেতাম না অনেক কিছু। তাই গতানুগতিক চিন্তা থেকে সরে আসুন দেখবেন নিজের প্রতিভা নিজেই বুঝবেন।
এবার আসি মূল বিষয়ে শূন্য থেকে কি করে টাকা ইনকামের সিঁড়ি পর্যন্ত পৌছাব। আপনি কি ক্লাস ১ থেকে টাকা ইনকাম করেন ? অবশ্যই না। পরেছেন শিক্ষিত হয়েছেন অনেক টাকা খরছ করেছেন এর পর জুতা ছ্যান্ডেল খয় করে চাকরি পেয়েছেন। কেউ কেউ লাখ লাখ টাকা খরছ করে ব্যাবসা দিয়েছেন। এর মানে টাকা ইনকাম সহজ না তাই না ?
এবার আসি আপনি প্রথম যেদিন চাকরিতে গেলেন সেইদিন ই কি আপনাকে বেতন দিয়েছিলো অফিস থেকে ? অবশ্যই না ১ মাস সকাল সন্ধা কাজের পর আপনাকে এর পরের মাসের ১-১০ তারিখ বেতন দিয়েছে তাইত। এর মানে আপনি যদি প্রথম দিন থেকেই ইনকাম চান চুরি করা ছাড়া কোথাও সম্ভব না।
তা হলে বিষয় টা দাঁড়ালো আপনাকে প্রথমে কাজ শিখতে হবে এবং এর পর কাজ করতে হবে এর পর টাকার চিন্তা করতে হবে।
তাহলে সবার জন্য কি করে ইউটিউব হোল ?
হ্যা সবার জন্য ইউটিউব এর জন্য আপনি চাকুরীজীবী হন আর বেকার বা ব্যাবসাই আপনি আপনার ফ্রি সময় টা কাজে লাগিয়ে এবং আপনার প্রতিভা অথবা যেইটা আপনি ভালো পারেন সেটা নিয়ে সুরু করেন। আস্তে আস্তে দেখবেন আপনি অনেক কিছু জেনে গিয়েছেন এর পর আপনি নতুন নতুন আইডিয়া তৈরি করে কাজ করতে পারবেন।
একজন মেয়ে যে চাকরি করবে না, একজন ছেলে যে নিজেই কিছু করতে চায়, একজন গৃহবঁধু যে চাইলেও হয়ত চাকরি করতে পারবে না। একজন চাকুরীজীবী যে চায় ভালো একটা ইনকাম যেটা তার বেতন থেকে আসে না। একজন প্রবাসী ভাই বা বোন যে হয়ত মাস শেষ হলে বারিতে টাকা পাঠানোর পর র হাতে টাকাই থাকে না এমন যে কেউ চাইলেই তার জিবনে কিছুটা পরিবর্তন আনতেই পারে।
এমন সব ভাই বোন কে স্বাগত জানাই নতুন কিছু করার জন্য, চোখ খুলুন দেখুন আপনার চিন্তার বাইরে একটা নতুন জগত আছে যেখানে মানুষ চাইলে পরিশ্রম করলে সফলতা তার পা ছুয়ে দেয়।
যারা একদমি নতুন কিন্তু আগ্রহি তাদেরকে বলবো আগে শিখুন জানুন বুঝুন এর পর কাজে নেমে পরুন। আমি জানি অনেকেই হয়ত আমাকে ম্যাসেজ দেবে বা ফেসবুক এ ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন এবং প্রশ্ন করবেন আমি করতে চাই কি ভাবে কি করবো ? তাদের অবগতির জন্য জানাই আমি টেকটিউনস কে ভালো বাসি বলে এইসব টিউন করি তবে এইখানে আর আমার ফেসবুক এ আমি ভিন্ন ২ টা মানুষ। এইখানে সব ফ্রি কিন্তু আমার ফেসবুক এ গেলে দেখবেন বা আমাকে প্রশ্ন করলে জানবেন আমি ফ্রি শেখাই না।
তাই যারা ফ্রি এর জন্য হন্যে হয়ে ঘুরে বেরাচ্ছেন তাদের কে বলবো দয়া করে আমাকে ম্যাসেজ দেবেন না আর যেই ভাই ও বোন কিছু করতে চান ফ্রি না তাদের জন্য আমি আছি। কথা দিতে পারি জীবন পরিবর্তন করে ফেলতে পারবেন যদি আপনি চান।
শেষের দিকে কয়েকটা উধারন দেই কি করে ৫০০ বা ১০০০ বা আরও অনেক বেসি ইনকাম হয় ?
একজন ছেলে শহরের রাস্তা দিয়ে হেটে হেটে চিন্তা করল রাস্তা তে যেই খাবার গুলা তৈরি হয় আমি সেইগুলা কে ভিডিও করে ত ইউটিউব এ দিতে পারি। আজকে তার ইনকাম ১২ হাজার ডলার এর উপরে।
একজন মেয়ে চিন্তা করলো আমি ত ডক্টর তাহলে বিশেষ কিছু স্বাস্থ্য টিপস ত শেয়ার করতে পারি সুরু করলো ইউটিউব এর যাত্রা তার এখন মাসে ইনকাম কয়েক লক্ষ টাকা।
এমন হাজার উধারন আছে দিয়ে শেষ করা যাবে না। আমার প্রশ্ন আপনি কেন বসে আছেন নিজেকে একটা বার সুযোগ ত দিয়ে দেখেন।
তাই যারা সত্যি সত্যি আগ্রহ রাখেন আসুন কথা দিচ্ছি এক সাথেই চলবো মাঝ পথে ছেরে দেয়ার জন্য হাত ধরছি না। শেখার প্রথম সিঁড়ি থেকে ইনকামের সর্বচ্চ সিঁড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।
তাই আবারো বলছি ইউটিউব ই আপনাকে অন্য একটা জগত উপহার দিতে পারে।
সবাইকে আমার বক বক মার্কা টিউন পরার জন্য ধন্যবাদ ক্ষমা চেয়ে নিচ্ছি সবার থেকে এবং ক্ষমা চাচ্ছি যদি বানান ভুল হয়। সবার সুন্দর ও সফল জীবনের প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ।
আমাকে পাবেন স্কাইপি তে ঃ- dhrubo.taraa
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...