আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ও দোয়া করি আল্লাহ্ সবাইকে ভালো রাখুক। আজকে আমি আবারো আসলাম পুরানা কাশন্দি নিয়ে। আমি গত অনেক গুলা টিউন করেছি একটা বিষয় নিয়ে আর বিষয় টা হোল ইউটিউব থেকে ইনকাম বা ভিডিও মার্কেটিং। আমি চেষ্টা করেছি অনেক কিছু দিতে বা বুঝাতে, তবে সব দেয়া ত সম্ভব না। আমি নিজেও সিখেছি অনেক ঘাঁটাঘাঁটি করে এমনি এমনি কিছুই সম্ভব না। ভাই একটা চাকরির জন্য ২২-২৫ বছর লাখ টাকা খরছ করছেন বেতন কত পাবেন খুব বেসি না। কিন্তু যেই কাজ আপনাকে মাসে খুব ভালো ইনকাম দেবে সেই কাজ আপনি সম্পূর্ণ ফ্রি তে সিখতে চান কোন চিন্তায় আমি বুঝি না। আমি নিজেও অনেক কোর্স করেছি ভালো সেখার জন্য কারন ফ্রি এ একটা লেভেল থাকে এর উপরে আপনি কার থেকেই পাবেন না। আমি কথা গুলা কেন বল্লাম কারন আমি এই সব কথা সুনতে সুনতে বিরক্ত। যাই হোক এবার আসি মুল বিষয়ে, হ্যা একটা সঠিক সময় উপযোগী সিধান্ত আপনার জীবনের মোর বোদলে দিতে পারে। সেটা আপনি যেই অবস্থানেই থাকেন না কেন।
ভালোভাবে যাই শিখবেন জীবনের একটা সময় এ কাজে দেবেই দেবে লিখে নিতে পারেন। আমি আমার ডিপ্লোমা কমপ্লিট হউয়ার আগে একটা অফিস এ জব করেছি প্রোজেক্ট কোঅরডিনেটর হিসাবে আমার আন্ডারে কাজ করেছিল ঢাকা ভার্সিটি থেকে বিবিএ এম্বিএ করা একজন, এবং ডিপ্লোমা এবং বি এস সি করা একজন। কারন আমি অই বিষয় এ আল্লাহ এর রহমতে কাজ জানতাম এর জন্য। না আমার কোন মামা না আমার কোন চাচা, বা বাবা, মা কারই সুপারিশ লাগে নি। দুঃখিত আমি আমার সম্পর্কে বলতে আসি নি একটা উধারন দিলাম মাত্র।
আপনি যেই অবস্থায় থাকেন আপনি চাইলেই কাজ সিখতে এবং করতে পারেন ইউটিউব এ কাজ করতে আপনাকে অন্য কোন বিষয় এ পারদর্শী হতে হবে না। আপনার ইচ্ছা, আপনার সফল হউয়ার স্বপ্ন, নিজের প্রতি আস্থা এবং কাজের প্রতি আগ্রহ থাকলেই আপনিও পারবেন কাজ করে ইনকাম করতে।
কাজ করতে যেই বিষয় অবশ্যই লাগবে আর তা হোল
১। ভীষণ রকমের ইচ্ছা
২। নিজেকে সফল করার প্রবল চাওয়া
৩। আমি এইটা করবই এই সিধান্ত নেয়া
৪। একটা কম্পিউটার
৫। ইন্টারনেট লাইন / মডেম
৬। স্কাইপি আইডি / এবং কিছু সফটওয়্যার
এই সব কিছু যদি আপনার থাকে যে কেউ ই কাজ সিখতে ও করতে পারবেন
চাকুরীজীবী, ছাত্র, ছাত্রি, বেকার ছেলে বা মেয়ে, গৃহিণী যে কেউ
আমি আসলে চাই যারা যারা কিছু একটা করতে চায় তাদের কে ভালো কিছু দিয়ে সাহায্য করতে। যদিও সেটা হয়ে ওঠে না অনেক কিছু আছে যা চাইলেও করা হয় না। তাই দোয়া করি সবাই কাজ শিখে যেন কাজ করতে পারে এবং নিজের জীবনটা কে সুন্দর করে তুলতে পারে।
আল্লাহ্ আপনাদের সবার মনের আশা পূর্ণ করুক। আর আমাকে কেউ এমনি এমনি ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়েন না। আর দোয়া করে সবকিছু যেনে এর পর বইলেন না ও ভাই পরে কথা বলবো বা ফ্যামিলির অবস্থা ভালো না, ইত্যাদি ইত্যাদি। যদি সত্তিকারের কেউ সিখতে চান এবং হাতে ধরে সেখাবে এমন চান তাহলে যোগাযোগ করতে পারেন। অথবা এমন অনেকেই আছেন যারা অনেক সাহায্য করছে অনেক কিছু দিয়ে তাদের খুজে বের করেন সাহায্য নেন। এর পর ভালো করে কাজ শিখুন ইনশাআল্লাহ সফল আপনি হবেন ই
আজকে টিউন টা এমনি দিলাম মনে চাইলো বলে, আগুছোলো টিউন এর জন্য ক্ষমা চাচ্ছি আমি সুধু এটাই বলতে চেয়েছি যে ফ্রি তে সব পাওয়া সম্ভব না আর মন থেকে চাইলে যে কেউ ই এই কাজ শিখতে ও করতে পারবেন।
সবার সুন্দর একটা দিনের কামনাতে এখানেই ইতি টানছি আল্লাহ্ হাফিজ
আমাকে পাবেন
স্কাইপি তে ঃ dhrubo.taraa
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...