আমাদের অনেক সময় Youtube এর চ্যানেল এর Monetization option টা Disabled হয়ে যায়। এর পর আমরা চাইলেও আর সেটা Enable করতে পারি না। এই সমস্যা বিভিন্ন কারনে হতে পারে তার মধ্যে অন্যতম কারন Google Adsense বন্ধ হয়ে গেলে
কিংবা Invilide Click এর কারনে হতে পারে কিংবা google adsense এর CTR বেড়ে গেলে যে কারনেই হক হতে পারে ।Youtube চ্যানেল এর ব্যাপারে যেকোন হেল্প এর জন্য আমার চ্যানেল PageBD24 সাবস্ক্রাইব করে রাইখেন আশা আপনার সমস্যার সমাধান আমি দিতে পারব।
তো কাজে চলে যায় প্রথমে আপনার চ্যানেল লগিন করে Channel Option click করে Monetization যান
এরপর বামের দিকে নিচের দিকে দেখতে পারবেন Help and FeedBack সেটা ওপেন করে Send feed back click করে এই মেসেজ টা পাঠাবেন
Dear Sir,
Monetisation on my account has been disabled,please look over my Monetisation problem and please re-enable my Monetisation settings.
Thank You.
এখন স্ক্রিনশট তুলার অপশন পাবেন ওখান থিকে স্ক্রিনশট চেপে আপনি সেন্ট করে দিবেন সপূর্ণ কাজ শেষ হলে ২৪-৭২ ঘন্টার মধ্যে আপনার চ্যানেল ঠিক হয়ে যাবে। টিউনটি বুঝতে কোন সমস্যা হলে ভিডিও টিউটোরিয়াল আছে দেখে নিন
এই বিষয়ে কোন কিছুর জানার থাকলে আমি Omar Faruk এবং আমার Youtube channel .
সবাই ভালো থাকবেন ব্যাই।
আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।