আপনার স্বপ্ন যেমন আপনি নিজেই দেখেন তেমনি স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে। অনেক মানুষের ভীরে থেকেও যেমন সবাই একা তেমনি অনেক সফল মানুষের মাঝে থেকেও আপনি বিফল

সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে"

প্রিয় টেকটিউনস এবং প্রিয় বন্ধুরা

স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো

স্বপ্ন ত সেইটা যেটা পূরণের লক্ষ তোমাকে ঘুমাতে দেয় না

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? চারি দিকের যা অবস্থা বেশির ভাগ মানুষ ই ভালো নেই। ভালো না থাকার বেস কিছু কারন আছে এর মধ্যে অন্যতম হোল আমাদের স্রোতে গা ভাসিয়ে দেবার স্বভাব এবং অভ্যাস।

যদি আপনার স্বপ্ন থাকে বড় হউয়ার তাহলে পরিশ্রম আপনাকেই করতে হবে। যদি আপনি স্বপ্ন দেখেন আপনার গাড়ি বাড়ি থাকবে এর জন্য আপনাকেই চেস্টা করতে হবে। আপনার নিষ্পাপ স্বপ্নের জনক যেমন আপনি সেটাকে লালন পালন করে বড় করে তোলারও দায়িত্ত আপনারি। কারন বর্তমান সমাজে ঠেলে ফেলে দেবার হাজার মানুষ থাকলেও একজন কেউ হয় ত পাবেন না তুলে ধরে উপরে উঠানোর জন্য। তাই নিজেকেই বেছে নিতে হবে আপনি কি করবেন কত করবেন এবং আপনার লক্ষ কি।

তবে আমি বরাবরি চাকরি এর বিপরীতে ছিলাম কারন বেধে দেয়া কিছু আমার ভালো লাগে না। এর ফলে যা হয়ছে অনেক ভালো সময় কাটিয়েছি যেমন আবার না খেয়েও সময় পার করতে হয়ছে অনেক। কারন কি ?

ভালো ছিলাম কেন ঃ- কারন আমি মুক্ত পেশা ফ্রিলাঞ্চিং করতাম যখন প্রোজেক্ট থাকতো ইনকাম ও অনেক থাকতো এবং অনেক ভালো সময় কাটতো।

খারাপ ই বা কেন ছিলাম ঃ- কারন আমি কোন কাজ অনেক দিন করতাম না আজকে একটা ত কালকে আরেকটা এর জন্য খারাপ ছিলাম।

কেন বল্লাম কারন  ঘাস ফড়িং এর জীবন কাউকে সফলতা দিতে পারে না কোন দিন। তাই আজকেই সিধান্ত নিন কি করবেন এর পর চিন্তা করুন যা করতে চাচ্ছেন এর জন্য কি কি দরকার এর পর নেমে পড়ুন কাজে। বসে থাকবেন না আজকে যা নিয়ে আপনি চিন্তা করছেন দেখবেন কেউ সেটা নিয়ে কাজ করছে।

আপনার জিবনের বড় ধরনের পরিবর্তন আনতে পারে হয় ভালো কোন কোন লাভ জনক ব্যাবসা অথবা অনলাইন এর ইনকাম এর ভালো কোন কাজ শিখে কাজ করে। ব্যাবসা এর জন্য আপনার অনেক মূলধন দরকার কিন্তু অনলাইনে এর কাজের জন্য এত মূলধন দরকার নাই সুধু জেনে নেন কোন টা সিখবেন এর জন্য কেমন খরছ হবে এর পর মাঠে নেমে পরেন।

আমি আপনাদের কয়েকটা পদ্ধতি এর কথা বলছি

ফ্রিল্যাঞ্চিং বা আউটসরচিং  হলে

ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট

গ্রাফিক্স ডিজাইন অবশ্যই ভালো ভাবে শিখতে হবে

৩ ডি অ্যানিমেশন

এ ছাড়া যদি ভিডিও মার্কেটিং করে উপার্জন করতে চান তাহলে

ইউটিউব ই বেষ্ট  কারন অল্প সময় এ কাজ শিখে কাজ করা সম্ভব এবং ওই গুলার মত বিড এর ঝামেলা নাই, বায়ার এর সাথে যোগাযোগের ঝামেলা নাই, ইংরেজি পারি না কাজ পাবো না এমন ঝামেলা নাই, ৩-৪ মাস কোর্স করে কাজ পাবো কিনা এমন দুশ্চিন্তা নাই, কাজ পেলে বায়ার টাকা দেবে না মেরে দেবে এমন দুশ্চিন্তা নাই, সময় মত কাজ জমা না দিলে বায়ার টাকা ২ টাই হারাতে হবে এমন ভয় নাই,

সহজ অর্থে বুঝে সুনে জেনে সঠিক ভাবে কাজ করতে পারলে প্রথম সপ্তাহে বা ২য় সপ্তাহে কিছু হলেও ইনকাম আনা সম্ভব। তবে অবশ্যই আগে জানতে হবে আর ফালতু চিন্তাতে আগানো যাবে না ২ নং পথে কাজ করা যাবে না। একটা চ্যানেল আপনাকে সাড়া জীবন ইনকাম দেবে এমন করে কাজ করতে হবে।

তাই দেরি না করে সঠিক সিধান্ত নিয়ে কাজে নেমে পড়ুন কাজ করুন ইনশাআল্লাহ্‌ সফল আপনি হবেন ই। তাই জার জন্য যেই পথ সহজ মনে হয় নেমে পরুন আল্লাহ্‌ এর নামে। জিবনের লক্ষ ঠিক করুন কাজ করুন এগিয়ে জান দেখবেন অনেকেই আপনার সফলতার গল্প করছে।

আজকে এই পর্যন্তই আশা করি একজনের হলেও কাজে লাগতে পারে আমার টিউন আর সেটাই আমার সার্থকতা, আল্লাহ্‌ সবার মঙ্গল করুক সফল হয়ে নিজের পরিবারের মুখে হাসি ফুটাক আমিন সুম্মা আমিন।

ভালো থাকবেন অনেক বেসি আল্লাহ্‌ হাফিজ

আমাকে পাবেন

স্কাইপি তে :- dhrubo.taraa

ফেসবুক এ

Level 2

আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @জুয়েল মীর

    ভাইয়া ok বলে বসে থাকলে হবে বলেন আপনাকে নিয়ে আমি কত আশা করে বসে আছি আপনার ত খবরি নাই ভাই ।

বানান সতর্ক হোন। লেখা পড়তে কষ্ট হয়।

@আবদুর রহমান মাহিন

ধন্যবাদ ভাইয়া এইটা বলার জন্য আসলে ইচ্ছা করে বানান ভুল করি তেমন না , মানুষ যেমন বলে ইংরেজি তে দুর্বল আমি তেমন বাংলা বানান এ দুর্বল আমি জানি না আমার মত কেউ আছে কিনা কিন্তু যেটা সত্য সেটাই বল্লাম । আসলে ী ি এই গুলা এবং র, ড়, স, শ, এইগুলার সঠিক প্রয়োগ মাঝে মধ্যেই ভুল হয়ে যায় । সেই জন্য দুক্ষিত

আবারো ধন্যবাদ ভাইয়া

ঢাকার বাইরে যারা আছেন যারা অনলাইন আরনিং শিখতে চান কিন্তু কারো সাহায্য পাচ্ছেন না এবং সঠিক পথ পাচ্ছেন না কোন পথে আগাবেন তাদের জন্য শুখবর । আমি আপনাদের আগ্রহ পেলে নেমে পরবো কাজে তাই যারা যারা আমার এই কমেন্টস দেখবেন এর মধ্যে কেউ ঢাকার বাইরে থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ।

ধন্যবাদ

@কামরুজ্জামান জামান
আমি সত্যিই অনেক বেসি দুঃখিত সব কিছুর জন্য । আর আমার পোস্ট এর বা কমেন্টস এর উদ্দেশ্য হোল যদি ঢাকার বাইরে এমন কেউ থাকে যে ১০-১৫ জনের ব্যাচ তৈরি করতে পারবে তাহলে আমি গিয়ে শেখাবো প্রথম বিষয় গুলা এর পর আবারো অনলাইন এ এবং দরকার পরলে আবারো যাবো এমন করে