“ইউটিউব থেকে টাকা আয় করুণ” সম্পূর্ণ টিউন (জিরো টু হিরো মেথড)

(যারা নতুন তাদের জন্য টিউন টি খুবই কাজে লাগবে।)

শেষমেশ সব টিউটোরিয়াল গুলো আজ বানিয়েই ফেললাম।
কিভাবে চ্যানেল খুলতে হয় এবং এডসেন্স এপ্রুভ করতে হয় তা থেকে ইউটিউব এসইও পর্যন্ত সব ভিডিও গুলো বানানো শেষ।
এবার ইউটিউব থেকে সবাই টাকা আর্ন করতে পারবেন এই টিউন ও তিন টি ভিডিও টিউটোরিয়াল দেখে।

youtube marketing by namjsr

তো প্রথমেই ইউটিউব চ্যানেল খোলা নিয়ে টিউটোরিয়াল টিউন -

পার্ট-১:

ইউটিউব এ যেয়ে সেখানে ক্রিয়েট চ্যানেল এ ক্লিক করতে হবে। বাস আর কোনো ঝামেলা নেই। চ্যানেল এ কভার ফটো, লোগো ফটো, ডেসক্রিপশন দিয়ে সব ওকে করে ফেলুন।

পার্ট-২:

তারপর টাকা আর্ন করার জন্য মনিটাইজেশন অন করতে হবে।
এটা একটু ঝামেলা বলেই এর টিউটোরিয়াল ভিডিও বানালাম (আপডেটেড)। ভিডিও টি দেখে ইউটিউব এডসেন্স/মনিটাইজেশন এনাবল করে নিন। অপ্প্রভ করতে ১, ২ দিন লাগতে পারে। ঘাবড়ানোর কিছু নেই।

 

ভিডিও(new!): Enable Adsense on Youtube Channel In The Easiest Method In Bangladesh (November 2016)
ভিডিও(new!) লিংক- http://www.youtube.com/watch?v=MGOyslbNgZI
ভিডিও টি ভালোভাবে দেখে আপনার চ্যানেল এও ঐভাবে করুন। এটায় সাকসেস হলে পরের পার্ট দেখুন।

পার্ট-৩:

মনিটাইজেশন ২, ১ দিনের ভেতর এডসেন্স/মনিটাইজেশন অন হলে পরের কাজ হলো ভিডিও আপলোড করা।
এমন ভিডিও আপলোড করা যাতে ভিউ বেশি হবে। যেমন ফানি ভিডিও, গান ইত্যাদি।
ভিডিও আপলোড করার আগে এই টিউন টি অবশ্যই পড়ে নিন। টিউন টি পড়লে আপনি অনেক কিছু জানবেন যাতে কিভাবে ভিউ বাড়তে পারে। ভিডিও তে ভিউ না হওয়ার কারণ আরো অনেক কিছু।

টিউন এর লিংক:
ব্লগ লিংক: ইউটিউব ভিডিওতে ভিউ না হওয়ার কারণ, কি করলে ভিউ বাড়বে, রেঙ্কিং বাড়বে এবং ইউটিউব এসইও কিভাবে করবেন তা সম্পর্কে জানুন।
ফেইসবুক টিউন: ইউটিউব ভিডিওতে ভিউ না হওয়ার কারণ, কি করলে ভিউ বাড়বে, রেঙ্কিং বাড়বে এবং ইউটিউব এসইও কিভাবে করবেন তা সম্পর্কে জানুন।

টেকটিউনস- ইউটিউব ভিডিওতে ভিউ না হওয়ার কারণ, কি করলে ভিউ বাড়বে, রেঙ্কিং বাড়বে এবং ইউটিউব এসইও কিভাবে করবেন তা সম্পর্কে জানুন।

টিউন এর লিংক এ ভিসিট করে, ভালভাবে পড়ে তারপর ভিডিও আপলোড করবেন।

পার্ট ৪:

তারপর এবার ইউটিউব এসইও করতে হবে। তার ২টা টিউটোরিয়াল ভিডিও বানানো হয়েছে।

ভিডিও লিংক:
১. Index Your Youtube Video To Search Engine in 1 Hour >> Tutorial
youtube লিংক- http://www.youtube.com/watch?v=hWBWTeleQqQ

২. Social Sharing And Bookmarking Method Tutorial YouTube SEO Part 2 (new!)
youtube লিংক- http://www.youtube.com/watch?v=HjAXU_DTQ0M

তো কাজ করা শুরু করে দিন।
কোনো সমস্যা হলে টিউমেন্ট করুন।

আমি ফেসবুকে- MD Naim

আমার অনলাইন আর্নিং গ্রুপ এ যোগ দিন- অনলাইন আর্নিং বিডি -Online Earning BD

Level 1

আমি ব্লগার ব্লগার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস